কলকাতা, ২০ ফেব্রুয়ারি : আমি ভেবেছিলাম পার্থবাবু ছক্কায় ছক্কা মেরেছেন। কিন্তু এখন তো সাত হয়ে গেল। আজ মাধ্যমিক প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আজ BJP-র রাজ্য দপ্তরে সোশাল মিডিয়ার একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন দিলীপবাবু। এই কর্মশালা শেষ হওয়ার পর তিনি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করেন। তিনি সাংবাদিকদের বলেন, "আমি ভেবেছিলাম পার্থবাবু ছক্কায় ছক্কা মেরেছেন। কিন্তু এখন তো সাত হয়ে গেল। শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। সরকার আদৌ কি সিরিয়াস শিক্ষবিভাগ নিয়ে? শিক্ষামন্ত্রী তো অনেক কিছুই মিডিয়ার সামনে বলেন। এখন তিনি কী বলবেন? আমরা কি পরবর্তী প্রজন্মকে পঙ্গু করে দিচ্ছি না? শিক্ষাব্যবস্থা যদি শিথিল হয়ে পড়ে তাহলে কি করে হবে? তাছাড়া, পশ্চিমবাংলার ছেলেমেয়েরা যদি রাজ্যের বাইরে চাকরি করতে যায় তাহলে কি কেউ ওদের মানবে? সবাই তো ওদের সন্দেহের চোখে দেখবে। এখনও সময় আছে। এই ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তার জন্য ব্যাবস্থা নেওয়া দরকার।"
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আক্রান্ত হওয়ার বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়। তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, "উপাচার্য সুরক্ষিত নন। তাঁকে আক্রমণ করা হচ্ছে। আর শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নয়, আরও অনেক বিশ্ববিদ্যালয়েই ধরনা, বিক্ষোভ হচ্ছে। এটা এখন নিত্যদিনের বিষয় হয়ে গেছে। মজার ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূলের ছাত্র পরিষদ এইসব ঘটনার সঙ্গে যুক্ত থাকে। তাই সরকারের ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।