ETV Bharat / state

এতদিন বাংলার বাইরে ছিলেন কেন ? গুরুংয়ের উদ্দেশে প্রশ্ন দিলীপের - mamata banerjee

দিলীপ ঘোষ বলেন, "যে পুলিশ তাঁকে খুঁজে বেরাচ্ছিল এতদিন, এখন পুলিশের নাকের ডগায় এসে সাংবাদিক বৈঠক করছেন । এই ধরনের বিচিত্র রাজনীতি আমরা জঙ্গলমহলেও দেখছি । ছত্রধর মাহাত এখন জামিন পেয়ে গেছেন ।"

ছবি
ছবি
author img

By

Published : Oct 21, 2020, 8:08 PM IST

কলকাতা, 21 অক্টোবর : তৃণমূলের সঙ্গে জোট এবং NDA ছাড়া নিয়ে বিমল গুরুঙের ঘোষণার পর তাঁকে আক্রমণ করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বলেন, "এতদিন বাংলার বাইরে ছিলেন কেন উনি ? বাংলায় থেকেই দেখতে পারতেন । কে ওকে বাংলা ছাড়া করেছিল ? কে পাহাড়ের লোককে মাথায় তুলেও অভুক্ত রেখেছিল ? এখনও প্রায় অনেকে পাহাড়ের বাইরে রয়েছে ৷ বাড়ি ফিরতে পারছে না । যে কোনও মূল্যে তাঁরা বাড়ি ফেরতে চাইছেন ।"

তিনি বলেন, "একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিল ওরা ৷ তারপর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাদের লড়াই ছিল ৷ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংস্র রাজনীতির স্বীকার হয়ে আত্মসমর্পণ করলেন । যে পুলিশ তাঁকে খুঁজে বেরাচ্ছিল এতদিন, এখন পুলিশের নাকের ডগায় এসে সাংবাদিক বৈঠক করছেন । এই ধরনের বিচিত্র রাজনীতি আমরা জঙ্গলমহলেও দেখছি । ছত্রধর মাহাত এখন জামিন পেয়ে গেছেন ।"

গোর্খাল্যান্ড ইশুতে দিলীপবাবু আরও বলেন, " তৃণমূল উত্তরঙ্গে আছে কোথায় ? BJP তার নিজস্ব নীতিতে চলছে । আমাদের পরিস্কার নীতি রয়েছে ৷ কোনও গোলমাল নেই । গোর্খাল্যান্ড দাবিকে মেনে নিয়ে GTA তৈরি করেছিলেন মমতা । আজ বলছেন আমরা গোর্খাল্যান্ড মানি না । গুরুংরাও একসময় তাঁদের সঙ্গে ছিলেন । কোনও সুবিধা হয়নি চলে গেছেন । আবার আসছেন । এমন সুবিধাবাদী রাজনীতি বেশিদিন চলবে না । বাংলার লোকে গুরুত্ব দেবে না । আমরা আমাদের নীতি নিয়ে চলছি । মানুষ আমাদের দেখেছেন । বাংলার লোকে BJP-কে চিনেছেন নীতির জন্য । সেই নীতিতেই ভোট পাবে BJP ৷"

2017 সালের সেপ্টেম্বরের পর এই প্রথম প্রকাশ্যে এসেছেন বিমল গুরুং । আর প্রকাশ্যে এসেই NDA ছাড়ার কথা ঘোষণা করেন তিনি । সঙ্গে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করে লড়ার কথা ঘোষণাও করেন । নরেন্দ্র মোদি ও অমিত শাহর বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন ।

কলকাতা, 21 অক্টোবর : তৃণমূলের সঙ্গে জোট এবং NDA ছাড়া নিয়ে বিমল গুরুঙের ঘোষণার পর তাঁকে আক্রমণ করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বলেন, "এতদিন বাংলার বাইরে ছিলেন কেন উনি ? বাংলায় থেকেই দেখতে পারতেন । কে ওকে বাংলা ছাড়া করেছিল ? কে পাহাড়ের লোককে মাথায় তুলেও অভুক্ত রেখেছিল ? এখনও প্রায় অনেকে পাহাড়ের বাইরে রয়েছে ৷ বাড়ি ফিরতে পারছে না । যে কোনও মূল্যে তাঁরা বাড়ি ফেরতে চাইছেন ।"

তিনি বলেন, "একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিল ওরা ৷ তারপর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাদের লড়াই ছিল ৷ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংস্র রাজনীতির স্বীকার হয়ে আত্মসমর্পণ করলেন । যে পুলিশ তাঁকে খুঁজে বেরাচ্ছিল এতদিন, এখন পুলিশের নাকের ডগায় এসে সাংবাদিক বৈঠক করছেন । এই ধরনের বিচিত্র রাজনীতি আমরা জঙ্গলমহলেও দেখছি । ছত্রধর মাহাত এখন জামিন পেয়ে গেছেন ।"

গোর্খাল্যান্ড ইশুতে দিলীপবাবু আরও বলেন, " তৃণমূল উত্তরঙ্গে আছে কোথায় ? BJP তার নিজস্ব নীতিতে চলছে । আমাদের পরিস্কার নীতি রয়েছে ৷ কোনও গোলমাল নেই । গোর্খাল্যান্ড দাবিকে মেনে নিয়ে GTA তৈরি করেছিলেন মমতা । আজ বলছেন আমরা গোর্খাল্যান্ড মানি না । গুরুংরাও একসময় তাঁদের সঙ্গে ছিলেন । কোনও সুবিধা হয়নি চলে গেছেন । আবার আসছেন । এমন সুবিধাবাদী রাজনীতি বেশিদিন চলবে না । বাংলার লোকে গুরুত্ব দেবে না । আমরা আমাদের নীতি নিয়ে চলছি । মানুষ আমাদের দেখেছেন । বাংলার লোকে BJP-কে চিনেছেন নীতির জন্য । সেই নীতিতেই ভোট পাবে BJP ৷"

2017 সালের সেপ্টেম্বরের পর এই প্রথম প্রকাশ্যে এসেছেন বিমল গুরুং । আর প্রকাশ্যে এসেই NDA ছাড়ার কথা ঘোষণা করেন তিনি । সঙ্গে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করে লড়ার কথা ঘোষণাও করেন । নরেন্দ্র মোদি ও অমিত শাহর বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.