ETV Bharat / state

Dilip Ghosh: 'রাজ্যের জেলায় জেলায় জঙ্গি ঘাঁটি গড়ে উঠেছে', তোপ দিলীপের - দিলীপ ঘোষ

নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

Dilip Ghosh News
পশ্চিমবঙ্গ বারুদের স্তুপের উপর বসে আছে, মন্তব্য দিলীপের
author img

By

Published : Nov 7, 2022, 10:52 AM IST

নিউটাউন, 7 নভেম্বর: "পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের আরও দুই একটা জেলা জঙ্গিদের ঘাঁটিতে পরিণ হয়েছে । পুলিশ সব জানে । তবু কিছু করবে না । কারণ এর সঙ্গে রাজনীতি যুক্ত আছে । পশ্চিমবঙ্গ বারুদের স্তুপের উপর বসে আছে ।" সোমবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, " 20-25 বছর আগে বিহারে এই পরিস্থিতি ছিল । যাকে তাকে তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ চাওয়া হতো। পশ্চিমবাংলায় ঠিক তাই হয়েছে ৷ এর কারণ হচ্ছে এক অভাব, দ্বিতীয় স্বভাব ৷ সরকারি টাকা লুট করতে করতে এমন স্বভাব হয়ে গেছে যে নিয়মিত টাকা চাই, প্রচুর গুন্ডা বদমাইশ পুষে রেখেছে তাদের খাওয়াতে হবে, গাড়ি দিতে হবে, এত টাকা কোথা থেকে আসবে তাই এই লুটপাট, হাইজ্যাক কাটমানি ও মুক্তিপণ চাওয়া হচ্ছে ।

পশ্চিমবঙ্গ বারুদের স্তুপের উপর বসে আছে, মন্তব্য দিলীপের

বীরভূম গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে বাকি থাকা পৌরসভাগুলিতে ভোট হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, "উনি খুব আনন্দ পেয়েছেন । বীরভূম কেষ্ট চলে গেল পরিস্থিতি পাল্টায়নি । বোমা বন্দুক দিয়েই ওঁকে স্বাগত করা হয়েছে ৷ উনি আরও বলেছেন বাঘ নাকি ফিরে আসবে ৷ আমি জানি না বাঘ কবে ফিরে আসবে । শিয়াল যারা আছে তারাই যথেষ্ট বীরভূমকে রক্তাক্ত করার জন্য ৷ ভোটে বীরভূমে তৃণমূলকে জেতানোর লোক কেউ আছেন কি না দেখার জন্যই ফিরহাদকে পাঠিয়েছিলেন দিদি।"

আরও পড়ুন: 'উনি ডেঙ্গি-মন্ত্রী, ডেঙ্গির চেয়ারম্যান', ফিরহাদকে কড়া কটাক্ষ দিলীপের

দেগঙ্গায় পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা বিস্ফোরণ প্রসঙ্গে দিলীপ জানান, রাজ্যের সব জায়গায় বোমার কারখানা চলছে ৷ পঞ্চায়েত নির্বাচন কিরকম হবে? এর থেকে আন্দাজ করা যায় ।

নিউটাউন, 7 নভেম্বর: "পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের আরও দুই একটা জেলা জঙ্গিদের ঘাঁটিতে পরিণ হয়েছে । পুলিশ সব জানে । তবু কিছু করবে না । কারণ এর সঙ্গে রাজনীতি যুক্ত আছে । পশ্চিমবঙ্গ বারুদের স্তুপের উপর বসে আছে ।" সোমবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, " 20-25 বছর আগে বিহারে এই পরিস্থিতি ছিল । যাকে তাকে তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ চাওয়া হতো। পশ্চিমবাংলায় ঠিক তাই হয়েছে ৷ এর কারণ হচ্ছে এক অভাব, দ্বিতীয় স্বভাব ৷ সরকারি টাকা লুট করতে করতে এমন স্বভাব হয়ে গেছে যে নিয়মিত টাকা চাই, প্রচুর গুন্ডা বদমাইশ পুষে রেখেছে তাদের খাওয়াতে হবে, গাড়ি দিতে হবে, এত টাকা কোথা থেকে আসবে তাই এই লুটপাট, হাইজ্যাক কাটমানি ও মুক্তিপণ চাওয়া হচ্ছে ।

পশ্চিমবঙ্গ বারুদের স্তুপের উপর বসে আছে, মন্তব্য দিলীপের

বীরভূম গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে বাকি থাকা পৌরসভাগুলিতে ভোট হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, "উনি খুব আনন্দ পেয়েছেন । বীরভূম কেষ্ট চলে গেল পরিস্থিতি পাল্টায়নি । বোমা বন্দুক দিয়েই ওঁকে স্বাগত করা হয়েছে ৷ উনি আরও বলেছেন বাঘ নাকি ফিরে আসবে ৷ আমি জানি না বাঘ কবে ফিরে আসবে । শিয়াল যারা আছে তারাই যথেষ্ট বীরভূমকে রক্তাক্ত করার জন্য ৷ ভোটে বীরভূমে তৃণমূলকে জেতানোর লোক কেউ আছেন কি না দেখার জন্যই ফিরহাদকে পাঠিয়েছিলেন দিদি।"

আরও পড়ুন: 'উনি ডেঙ্গি-মন্ত্রী, ডেঙ্গির চেয়ারম্যান', ফিরহাদকে কড়া কটাক্ষ দিলীপের

দেগঙ্গায় পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা বিস্ফোরণ প্রসঙ্গে দিলীপ জানান, রাজ্যের সব জায়গায় বোমার কারখানা চলছে ৷ পঞ্চায়েত নির্বাচন কিরকম হবে? এর থেকে আন্দাজ করা যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.