কলকাতা, 21 মার্চ : কোরোনা থেকে বাঁচতে কিছুদিন আগে তিনি বাড়ির সাদা কাপড় কেটে মাস্ক তৈরি করতে বলেছিলেন । এবার তাঁর নতুন সংযোজন নিমপাতা । আজ সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ বলেন, "পাস্তা খেলে পস্তাতে হবে । কোরোনা থেকে বাঁচতে নিম পাতা খান ।"
বাজারে পাওয়া যাচ্ছে না মাস্ক । তাই কিছুদিন আগেই সাংবাদিক বৈঠকে বলেছিলেন, বাড়ির সাদা কাপড় কেটে মাস্ক তৈরি করতে । তাঁর এই বক্তব্যের জন্য সোশাল মিডিয়ায় ভাইরাল হন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আর আজ সাংবাদিক বৈঠক করে কোরোনা ভাইরাস মোকাবিলায় নিম পাতা খেতে বলেন তিনি ।
দিলীপ ঘোষ বলেন, "শনির যে বছর প্রকোপ বাড়ে তখন এই ধরনের মহামারি হয় । দুমাস প্রকোপ বেশি থাকবে । তারপর সব ঠান্ডা হয়ে যাবে । 25 মার্চ এর প্রকোপ সবথেকে বেশি । আমরা প্রাকৃতিক চিকিৎসা দীর্ঘদিন বিশ্বাস করে এসেছি । টোটকা-জড়িবুটি যারা বিশ্বাস করছে তারা সুস্থ আছে । এখন গরম পড়েছে । নিম পাতা, নিম ফুল ভেজে খান । অতি আধুনিক হতে গিয়ে ছেলেমেয়েদের সর্বনাশ করবেন না । যারা পিৎজা, বার্গার, পাস্তা খান,তারাই বেশি আক্রান্ত হয়েছে । পাস্তা খেলে পস্তাতে হবে । নিম পাতার রস খান । তাহলে কোরোনা থেকে বাঁচবেন ।"