ETV Bharat / state

Sukanta Majumdar: বুদ্ধিজীবীদের তোপ বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্তর, পাশে থাকার আশ্বাস দিলীপের - নরেন্দ্র মোদি

রাজ্যের নয়া বিজেপি রাজ্য সভাপতির (Bengal BJP President) দায়িত্ব পাওয়ার পর সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) সংবর্ধনা জানালেন তাঁর পূর্বসূরী দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একহাত নিয়ে নরেন্দ্র মোদির হাত আরও শক্ত করার অঙ্গীকার করেন সুকান্ত মজুমদার ৷

Dilip Ghosh felicitated new bjp bengal chief sukanta majumdar
বুদ্ধিজীবীদের তোপ বিজেপির নয়া রাজ্য সভাপতির, পাশে থাকার আশ্বাস দিলীপের
author img

By

Published : Sep 21, 2021, 2:34 PM IST

Updated : Sep 21, 2021, 2:59 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: বিজেপির রাজ্য সভাপতির (Bengal BJP President) দায়িত্ব নিয়েই বাংলার বুদ্ধিজীবীদের প্রতি খড়্গহস্ত হলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের প্রতি তোপ দেগে তিনি প্রতিশ্রুতি দিলেন যে, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এ রাজ্য থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরও বেশি আসন উপহার দেবে ৷ তাঁর দাবি, "24-এ মোদিই প্রধানমন্ত্রী ৷ এটা বিধির লিখন ৷"

মঙ্গলবার বিজেপির নয়া রাজ্য সভাপতিকে সংবর্ধনা জানিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁর পূর্বসূরী দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ তিনি বললেন, "আমি বড় দায়িত্ব পেয়েছি ৷ তবে এ রাজ্যে সুকান্তই আমার ক্যাপ্টেন ৷" তবে তাৎপর্যপূর্ণ ভাবে এ দিনের সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি আজ জঙ্গিপুরে রয়েছেন বলে জানান সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন: Dilip Ghosh-Sukanta Majumdar : পদ্মফুল, পেন ও মালা দিয়ে সুকান্তকে সংবর্ধনা দিলীপের

রাজ্য বিজেপির দায়িত্ব নিয়েই শাসকদলের বিরুদ্ধে গলা চড়ালেন সুকান্ত মজুমদার ৷ শুরুতেই তিনি নিশানা করেন বুদ্ধিজীবী ও বাংলার নাগরিক সমাজকে ৷ বলেন, "কোনও জায়গায় বিরোধী দল করার জন্য খুন হতে হয় ? কোনও রাজ্যে ভোটের পর একটাও প্রাণ যায়নি ৷ তবু কোনও বুদ্ধিজীবীরা সে সব নিয়ে সরব হন না ৷ কিন্তু তথাগতদা বা দিলীপদা কিছু বললেই তাঁরা হাজির হয়ে যান ৷ সন্ধেবেলায় শ্যাম্পেনের বোতল হাতে নিয়ে তাঁরা সমালোচনায় বসে পড়েন ৷ বাংলার বুদ্ধিজীবী ও নাগরিক সমাজকে প্রশ্ন করতে চাই, এই বাংলা কি রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের বাংলা ? মমতা বন্দ্যোপাধ্যায় তো নাকি সততার প্রতীক ৷ তাহলে তাঁর পরিবার কীভাবে 35টি প্লটের মালিক ? এ ব্যাপারে বুদ্ধিজীবীরা নির্বিকার ৷" নাম না-করে এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন: Dilip Ghosh : এবার উন্নয়ন হবে উত্তরবঙ্গে, পাশে আছি ; সুকান্ত প্রসঙ্গে দিলীপ

মঙ্গলবার সুকান্ত মজুমদারকে সংবর্ধনা জানিয়ে সর্বতভাবে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপির বিদায়ী রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "বিরাট পরিবারের মুখিয়া হলেন সুকান্ত মজুমদার ৷ খেলতে খেলতে যে দল রানার্স হয়েছে, তার নেতা তিনি ৷ আমরা সবাই তাঁর সঙ্গে রয়েছি ৷ আমি বড় দায়িত্ব পেয়েছি ৷ তবে আমি যখন এ রাজ্যে থাকব, তখন আমি একজন সাধারণ কর্মী ৷ আর তিনি আমার ক্যাপ্টেন, তিনিই আমার নেতা ৷"

আরও পড়ুন: Babul Supriyo-Dilip Ghosh : ভুল বাংলা ! বর্ণপরিচয়ের খোঁচা বাবুলের, সঠিক পোস্ট পড়ার পরামর্শ দিলীপের

দিলীপ ঘোষের বক্তব্যে এ দিন শাসকদলের বিরুদ্ধে গর্জনের থেকেও বেশি গুরুত্ব পায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্তুতি ৷ তিনি বলেন, ‘‘একজন সাধারণ ঘর থেকে উঠে এসে দেশকে নেতৃত্ব দিচ্ছেন মোদি ৷ উগ্রপন্থা থেকে শুরু করে করোনা অতিমারি, সব ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে চলেছে তাঁর যোগ্য নেতৃত্ব ৷’’ দিলীপের কথায়, শুধু কলকাতাই নয়, বাংলার পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকা থেকে কর্মীদের তুলে এনে নেতা তৈরি করার নিদর্শনও একমাত্র বিজেপিই রাখতে পারে ৷ এ প্রসঙ্গে তিনি সুকান্তের পাশাপাশি উল্লেখ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ৷

আরও পড়ুন : Babul Supriyo Quits Politics : ইস্তফা দিয়েছেন ? খোঁজ নিন ; বাবুলের ফেসবুক পোস্ট নিয়ে কটাক্ষ দিলীপের

কলকাতা, 21 সেপ্টেম্বর: বিজেপির রাজ্য সভাপতির (Bengal BJP President) দায়িত্ব নিয়েই বাংলার বুদ্ধিজীবীদের প্রতি খড়্গহস্ত হলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের প্রতি তোপ দেগে তিনি প্রতিশ্রুতি দিলেন যে, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এ রাজ্য থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরও বেশি আসন উপহার দেবে ৷ তাঁর দাবি, "24-এ মোদিই প্রধানমন্ত্রী ৷ এটা বিধির লিখন ৷"

মঙ্গলবার বিজেপির নয়া রাজ্য সভাপতিকে সংবর্ধনা জানিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁর পূর্বসূরী দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ তিনি বললেন, "আমি বড় দায়িত্ব পেয়েছি ৷ তবে এ রাজ্যে সুকান্তই আমার ক্যাপ্টেন ৷" তবে তাৎপর্যপূর্ণ ভাবে এ দিনের সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি আজ জঙ্গিপুরে রয়েছেন বলে জানান সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন: Dilip Ghosh-Sukanta Majumdar : পদ্মফুল, পেন ও মালা দিয়ে সুকান্তকে সংবর্ধনা দিলীপের

রাজ্য বিজেপির দায়িত্ব নিয়েই শাসকদলের বিরুদ্ধে গলা চড়ালেন সুকান্ত মজুমদার ৷ শুরুতেই তিনি নিশানা করেন বুদ্ধিজীবী ও বাংলার নাগরিক সমাজকে ৷ বলেন, "কোনও জায়গায় বিরোধী দল করার জন্য খুন হতে হয় ? কোনও রাজ্যে ভোটের পর একটাও প্রাণ যায়নি ৷ তবু কোনও বুদ্ধিজীবীরা সে সব নিয়ে সরব হন না ৷ কিন্তু তথাগতদা বা দিলীপদা কিছু বললেই তাঁরা হাজির হয়ে যান ৷ সন্ধেবেলায় শ্যাম্পেনের বোতল হাতে নিয়ে তাঁরা সমালোচনায় বসে পড়েন ৷ বাংলার বুদ্ধিজীবী ও নাগরিক সমাজকে প্রশ্ন করতে চাই, এই বাংলা কি রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের বাংলা ? মমতা বন্দ্যোপাধ্যায় তো নাকি সততার প্রতীক ৷ তাহলে তাঁর পরিবার কীভাবে 35টি প্লটের মালিক ? এ ব্যাপারে বুদ্ধিজীবীরা নির্বিকার ৷" নাম না-করে এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন: Dilip Ghosh : এবার উন্নয়ন হবে উত্তরবঙ্গে, পাশে আছি ; সুকান্ত প্রসঙ্গে দিলীপ

মঙ্গলবার সুকান্ত মজুমদারকে সংবর্ধনা জানিয়ে সর্বতভাবে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপির বিদায়ী রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "বিরাট পরিবারের মুখিয়া হলেন সুকান্ত মজুমদার ৷ খেলতে খেলতে যে দল রানার্স হয়েছে, তার নেতা তিনি ৷ আমরা সবাই তাঁর সঙ্গে রয়েছি ৷ আমি বড় দায়িত্ব পেয়েছি ৷ তবে আমি যখন এ রাজ্যে থাকব, তখন আমি একজন সাধারণ কর্মী ৷ আর তিনি আমার ক্যাপ্টেন, তিনিই আমার নেতা ৷"

আরও পড়ুন: Babul Supriyo-Dilip Ghosh : ভুল বাংলা ! বর্ণপরিচয়ের খোঁচা বাবুলের, সঠিক পোস্ট পড়ার পরামর্শ দিলীপের

দিলীপ ঘোষের বক্তব্যে এ দিন শাসকদলের বিরুদ্ধে গর্জনের থেকেও বেশি গুরুত্ব পায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্তুতি ৷ তিনি বলেন, ‘‘একজন সাধারণ ঘর থেকে উঠে এসে দেশকে নেতৃত্ব দিচ্ছেন মোদি ৷ উগ্রপন্থা থেকে শুরু করে করোনা অতিমারি, সব ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে চলেছে তাঁর যোগ্য নেতৃত্ব ৷’’ দিলীপের কথায়, শুধু কলকাতাই নয়, বাংলার পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকা থেকে কর্মীদের তুলে এনে নেতা তৈরি করার নিদর্শনও একমাত্র বিজেপিই রাখতে পারে ৷ এ প্রসঙ্গে তিনি সুকান্তের পাশাপাশি উল্লেখ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ৷

আরও পড়ুন : Babul Supriyo Quits Politics : ইস্তফা দিয়েছেন ? খোঁজ নিন ; বাবুলের ফেসবুক পোস্ট নিয়ে কটাক্ষ দিলীপের

Last Updated : Sep 21, 2021, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.