ETV Bharat / state

Sukanta Majumdar: বুদ্ধিজীবীদের তোপ বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্তর, পাশে থাকার আশ্বাস দিলীপের

রাজ্যের নয়া বিজেপি রাজ্য সভাপতির (Bengal BJP President) দায়িত্ব পাওয়ার পর সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) সংবর্ধনা জানালেন তাঁর পূর্বসূরী দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একহাত নিয়ে নরেন্দ্র মোদির হাত আরও শক্ত করার অঙ্গীকার করেন সুকান্ত মজুমদার ৷

Dilip Ghosh felicitated new bjp bengal chief sukanta majumdar
বুদ্ধিজীবীদের তোপ বিজেপির নয়া রাজ্য সভাপতির, পাশে থাকার আশ্বাস দিলীপের
author img

By

Published : Sep 21, 2021, 2:34 PM IST

Updated : Sep 21, 2021, 2:59 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: বিজেপির রাজ্য সভাপতির (Bengal BJP President) দায়িত্ব নিয়েই বাংলার বুদ্ধিজীবীদের প্রতি খড়্গহস্ত হলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের প্রতি তোপ দেগে তিনি প্রতিশ্রুতি দিলেন যে, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এ রাজ্য থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরও বেশি আসন উপহার দেবে ৷ তাঁর দাবি, "24-এ মোদিই প্রধানমন্ত্রী ৷ এটা বিধির লিখন ৷"

মঙ্গলবার বিজেপির নয়া রাজ্য সভাপতিকে সংবর্ধনা জানিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁর পূর্বসূরী দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ তিনি বললেন, "আমি বড় দায়িত্ব পেয়েছি ৷ তবে এ রাজ্যে সুকান্তই আমার ক্যাপ্টেন ৷" তবে তাৎপর্যপূর্ণ ভাবে এ দিনের সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি আজ জঙ্গিপুরে রয়েছেন বলে জানান সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন: Dilip Ghosh-Sukanta Majumdar : পদ্মফুল, পেন ও মালা দিয়ে সুকান্তকে সংবর্ধনা দিলীপের

রাজ্য বিজেপির দায়িত্ব নিয়েই শাসকদলের বিরুদ্ধে গলা চড়ালেন সুকান্ত মজুমদার ৷ শুরুতেই তিনি নিশানা করেন বুদ্ধিজীবী ও বাংলার নাগরিক সমাজকে ৷ বলেন, "কোনও জায়গায় বিরোধী দল করার জন্য খুন হতে হয় ? কোনও রাজ্যে ভোটের পর একটাও প্রাণ যায়নি ৷ তবু কোনও বুদ্ধিজীবীরা সে সব নিয়ে সরব হন না ৷ কিন্তু তথাগতদা বা দিলীপদা কিছু বললেই তাঁরা হাজির হয়ে যান ৷ সন্ধেবেলায় শ্যাম্পেনের বোতল হাতে নিয়ে তাঁরা সমালোচনায় বসে পড়েন ৷ বাংলার বুদ্ধিজীবী ও নাগরিক সমাজকে প্রশ্ন করতে চাই, এই বাংলা কি রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের বাংলা ? মমতা বন্দ্যোপাধ্যায় তো নাকি সততার প্রতীক ৷ তাহলে তাঁর পরিবার কীভাবে 35টি প্লটের মালিক ? এ ব্যাপারে বুদ্ধিজীবীরা নির্বিকার ৷" নাম না-করে এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন: Dilip Ghosh : এবার উন্নয়ন হবে উত্তরবঙ্গে, পাশে আছি ; সুকান্ত প্রসঙ্গে দিলীপ

মঙ্গলবার সুকান্ত মজুমদারকে সংবর্ধনা জানিয়ে সর্বতভাবে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপির বিদায়ী রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "বিরাট পরিবারের মুখিয়া হলেন সুকান্ত মজুমদার ৷ খেলতে খেলতে যে দল রানার্স হয়েছে, তার নেতা তিনি ৷ আমরা সবাই তাঁর সঙ্গে রয়েছি ৷ আমি বড় দায়িত্ব পেয়েছি ৷ তবে আমি যখন এ রাজ্যে থাকব, তখন আমি একজন সাধারণ কর্মী ৷ আর তিনি আমার ক্যাপ্টেন, তিনিই আমার নেতা ৷"

আরও পড়ুন: Babul Supriyo-Dilip Ghosh : ভুল বাংলা ! বর্ণপরিচয়ের খোঁচা বাবুলের, সঠিক পোস্ট পড়ার পরামর্শ দিলীপের

দিলীপ ঘোষের বক্তব্যে এ দিন শাসকদলের বিরুদ্ধে গর্জনের থেকেও বেশি গুরুত্ব পায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্তুতি ৷ তিনি বলেন, ‘‘একজন সাধারণ ঘর থেকে উঠে এসে দেশকে নেতৃত্ব দিচ্ছেন মোদি ৷ উগ্রপন্থা থেকে শুরু করে করোনা অতিমারি, সব ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে চলেছে তাঁর যোগ্য নেতৃত্ব ৷’’ দিলীপের কথায়, শুধু কলকাতাই নয়, বাংলার পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকা থেকে কর্মীদের তুলে এনে নেতা তৈরি করার নিদর্শনও একমাত্র বিজেপিই রাখতে পারে ৷ এ প্রসঙ্গে তিনি সুকান্তের পাশাপাশি উল্লেখ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ৷

আরও পড়ুন : Babul Supriyo Quits Politics : ইস্তফা দিয়েছেন ? খোঁজ নিন ; বাবুলের ফেসবুক পোস্ট নিয়ে কটাক্ষ দিলীপের

কলকাতা, 21 সেপ্টেম্বর: বিজেপির রাজ্য সভাপতির (Bengal BJP President) দায়িত্ব নিয়েই বাংলার বুদ্ধিজীবীদের প্রতি খড়্গহস্ত হলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের প্রতি তোপ দেগে তিনি প্রতিশ্রুতি দিলেন যে, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এ রাজ্য থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরও বেশি আসন উপহার দেবে ৷ তাঁর দাবি, "24-এ মোদিই প্রধানমন্ত্রী ৷ এটা বিধির লিখন ৷"

মঙ্গলবার বিজেপির নয়া রাজ্য সভাপতিকে সংবর্ধনা জানিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁর পূর্বসূরী দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ তিনি বললেন, "আমি বড় দায়িত্ব পেয়েছি ৷ তবে এ রাজ্যে সুকান্তই আমার ক্যাপ্টেন ৷" তবে তাৎপর্যপূর্ণ ভাবে এ দিনের সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি আজ জঙ্গিপুরে রয়েছেন বলে জানান সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন: Dilip Ghosh-Sukanta Majumdar : পদ্মফুল, পেন ও মালা দিয়ে সুকান্তকে সংবর্ধনা দিলীপের

রাজ্য বিজেপির দায়িত্ব নিয়েই শাসকদলের বিরুদ্ধে গলা চড়ালেন সুকান্ত মজুমদার ৷ শুরুতেই তিনি নিশানা করেন বুদ্ধিজীবী ও বাংলার নাগরিক সমাজকে ৷ বলেন, "কোনও জায়গায় বিরোধী দল করার জন্য খুন হতে হয় ? কোনও রাজ্যে ভোটের পর একটাও প্রাণ যায়নি ৷ তবু কোনও বুদ্ধিজীবীরা সে সব নিয়ে সরব হন না ৷ কিন্তু তথাগতদা বা দিলীপদা কিছু বললেই তাঁরা হাজির হয়ে যান ৷ সন্ধেবেলায় শ্যাম্পেনের বোতল হাতে নিয়ে তাঁরা সমালোচনায় বসে পড়েন ৷ বাংলার বুদ্ধিজীবী ও নাগরিক সমাজকে প্রশ্ন করতে চাই, এই বাংলা কি রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের বাংলা ? মমতা বন্দ্যোপাধ্যায় তো নাকি সততার প্রতীক ৷ তাহলে তাঁর পরিবার কীভাবে 35টি প্লটের মালিক ? এ ব্যাপারে বুদ্ধিজীবীরা নির্বিকার ৷" নাম না-করে এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন: Dilip Ghosh : এবার উন্নয়ন হবে উত্তরবঙ্গে, পাশে আছি ; সুকান্ত প্রসঙ্গে দিলীপ

মঙ্গলবার সুকান্ত মজুমদারকে সংবর্ধনা জানিয়ে সর্বতভাবে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপির বিদায়ী রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "বিরাট পরিবারের মুখিয়া হলেন সুকান্ত মজুমদার ৷ খেলতে খেলতে যে দল রানার্স হয়েছে, তার নেতা তিনি ৷ আমরা সবাই তাঁর সঙ্গে রয়েছি ৷ আমি বড় দায়িত্ব পেয়েছি ৷ তবে আমি যখন এ রাজ্যে থাকব, তখন আমি একজন সাধারণ কর্মী ৷ আর তিনি আমার ক্যাপ্টেন, তিনিই আমার নেতা ৷"

আরও পড়ুন: Babul Supriyo-Dilip Ghosh : ভুল বাংলা ! বর্ণপরিচয়ের খোঁচা বাবুলের, সঠিক পোস্ট পড়ার পরামর্শ দিলীপের

দিলীপ ঘোষের বক্তব্যে এ দিন শাসকদলের বিরুদ্ধে গর্জনের থেকেও বেশি গুরুত্ব পায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্তুতি ৷ তিনি বলেন, ‘‘একজন সাধারণ ঘর থেকে উঠে এসে দেশকে নেতৃত্ব দিচ্ছেন মোদি ৷ উগ্রপন্থা থেকে শুরু করে করোনা অতিমারি, সব ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে চলেছে তাঁর যোগ্য নেতৃত্ব ৷’’ দিলীপের কথায়, শুধু কলকাতাই নয়, বাংলার পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকা থেকে কর্মীদের তুলে এনে নেতা তৈরি করার নিদর্শনও একমাত্র বিজেপিই রাখতে পারে ৷ এ প্রসঙ্গে তিনি সুকান্তের পাশাপাশি উল্লেখ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ৷

আরও পড়ুন : Babul Supriyo Quits Politics : ইস্তফা দিয়েছেন ? খোঁজ নিন ; বাবুলের ফেসবুক পোস্ট নিয়ে কটাক্ষ দিলীপের

Last Updated : Sep 21, 2021, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.