ETV Bharat / state

Dilip slams Suvendu: 'শুধু পুলিশে ভরসা করলে হয় না, নিজেদেরও ব্যবস্থা নিতে হয়', শুভেন্দুকে কটাক্ষ দিলীপের - লালন শেখ চাপে পড়ে আত্মহত্যা করেছেন

বুধবার আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন 3 জন ৷ তাদের মধ্যে একটি শিশুও আছে ৷ এরকম অনুষ্ঠানকে 'মানবতার অপমান' বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Suvendu Adhikari over blanket distribution) ৷

Dilip Ghosh
ETV Bharat
author img

By

Published : Dec 15, 2022, 9:51 AM IST

Updated : Dec 15, 2022, 10:51 AM IST

শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা যাওয়া নিয়ে কী বললেন দিলীপ ঘোষ

কলকাতা, 15 ডিসেম্বর: "দান-খয়রাতি মানবতার একপ্রকার অপমান ৷ লোককে লোভ দেখিয়ে নিয়ে আসা এবং তারপর এধরনের ঘটনা ঘটা দুঃখজনক", শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠান প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের ৷ বুধবার আসানসোলে এই অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন এক শিশু-সহ 3 জন ৷ স্বাভাবিকভাবে এই ঘটনার জন্য শুভেন্দু অধিকারীকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস ৷ এদিকে বিরোধী দলনেতা টুইট করেছেন, তিনি চলে আসার পর অনুষ্ঠানের জায়গা থেকে পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয় ৷ তার জন্যই এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে সেখানে ৷

এ প্রসঙ্গে বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদকিদের বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ বলেন, "এ ধরনের বড়সড়ো অনুষ্ঠান শুধুমাত্র পুলিশের উপর ভরসা করে করা হয় না ৷ নিজেদের প্রস্তুতি প্রয়োজন ছিল ৷ এখানে বিশাল ভিড় হয়েছিল ৷ বাংলার মানুষ এখন কিছু পাবে বললে প্রাণ দিয়ে দৌড়য় ৷ লক্ষীর ভাণ্ডারেও চাপা পড়ে লোক মারা গিয়েছে ৷ দরজা ভেঙে ঢুকে গিয়েছে ৷ এ ধরনের ঘটনাকে আমি সমর্থন করি না ৷ সেটা যেখানেই হোক না কেন ৷ গরিবদের দিতে হলে, অন্য অনেক উপায় আছে" (Dilip Ghosh criticises blanket distribution by Suvendu Adhikari) ৷

আরও পড়ুন: অনুষ্ঠানের পুলিশি অনুমতি ছিল, স্বপক্ষে প্রমাণ দিয়ে পদপিষ্টের ঘটনায় দুঃখপ্রকাশ শুভেন্দুর

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর পর তাঁর পরিবার ও প্রতিবেশীরা রাজ্যসড়ক অবরোধ করে ৷ সে নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, "কে করেছেন, কারা করেছেন, তা আমরা জানি ৷ যখন বগটুই কাণ্ডে 10-12 জনকে পুড়িয়ে মারা হয় ৷ তখন তো কেউ বনধ ডাকেনি ৷" তিনি আরও বলেন, "আপনার পার্টির লোক বলে কি তাঁর কোনও ভোট দেওয়ার অধিকার নেই ? তাঁকে জ্যান্ত জ্বালিয়ে দেবেন ? আজকে সেই বেহায়া লোকেরা কোথায় ছিল, যারা আজ আসানসোলের ঘটনা নিয়ে কথা বলছেন ?"

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দাবি, লালন শেখ চাপে পড়ে আত্মহত্যা করেছেন ৷ আদালত এর তদন্ত করছে ৷ "আজ যাঁরা এ নিয়ে রাজনীতি করছে, তাঁরা বগটুই হত্যাকাণ্ডের সময় কোথায় ছিলেন ?" প্রশ্ন দিলীপের ৷ বগটুই হত্যাকাণ্ডে মৃত ও ক্ষতিগ্রস্ত মানুষের সমাজের সংখ্যালঘু সম্প্রদায়ের ৷ তারা দুই নেতা তথা মাফিয়ার ঝামেলার মধ্যে ছিল না বলে জানান বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "লালন শেখের ঘটনাটা নিয়ে তৃণমূল নিজেদের পিঠ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছে ৷ সিবিআইকে টার্গেট করেছে ওরা ৷ লালন শেখ একটা ইস্যু ৷ কিন্তু কিছু করতে পারবে না তৃণমূল ৷ লালন শেখকে ধরে নিল যে পিটিয়ে মারা হয়েছে ?"

আরও পড়ুন: সিআইডির তদন্তের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন লালন শেখের

শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা যাওয়া নিয়ে কী বললেন দিলীপ ঘোষ

কলকাতা, 15 ডিসেম্বর: "দান-খয়রাতি মানবতার একপ্রকার অপমান ৷ লোককে লোভ দেখিয়ে নিয়ে আসা এবং তারপর এধরনের ঘটনা ঘটা দুঃখজনক", শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠান প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের ৷ বুধবার আসানসোলে এই অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন এক শিশু-সহ 3 জন ৷ স্বাভাবিকভাবে এই ঘটনার জন্য শুভেন্দু অধিকারীকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস ৷ এদিকে বিরোধী দলনেতা টুইট করেছেন, তিনি চলে আসার পর অনুষ্ঠানের জায়গা থেকে পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয় ৷ তার জন্যই এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে সেখানে ৷

এ প্রসঙ্গে বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদকিদের বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ বলেন, "এ ধরনের বড়সড়ো অনুষ্ঠান শুধুমাত্র পুলিশের উপর ভরসা করে করা হয় না ৷ নিজেদের প্রস্তুতি প্রয়োজন ছিল ৷ এখানে বিশাল ভিড় হয়েছিল ৷ বাংলার মানুষ এখন কিছু পাবে বললে প্রাণ দিয়ে দৌড়য় ৷ লক্ষীর ভাণ্ডারেও চাপা পড়ে লোক মারা গিয়েছে ৷ দরজা ভেঙে ঢুকে গিয়েছে ৷ এ ধরনের ঘটনাকে আমি সমর্থন করি না ৷ সেটা যেখানেই হোক না কেন ৷ গরিবদের দিতে হলে, অন্য অনেক উপায় আছে" (Dilip Ghosh criticises blanket distribution by Suvendu Adhikari) ৷

আরও পড়ুন: অনুষ্ঠানের পুলিশি অনুমতি ছিল, স্বপক্ষে প্রমাণ দিয়ে পদপিষ্টের ঘটনায় দুঃখপ্রকাশ শুভেন্দুর

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর পর তাঁর পরিবার ও প্রতিবেশীরা রাজ্যসড়ক অবরোধ করে ৷ সে নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, "কে করেছেন, কারা করেছেন, তা আমরা জানি ৷ যখন বগটুই কাণ্ডে 10-12 জনকে পুড়িয়ে মারা হয় ৷ তখন তো কেউ বনধ ডাকেনি ৷" তিনি আরও বলেন, "আপনার পার্টির লোক বলে কি তাঁর কোনও ভোট দেওয়ার অধিকার নেই ? তাঁকে জ্যান্ত জ্বালিয়ে দেবেন ? আজকে সেই বেহায়া লোকেরা কোথায় ছিল, যারা আজ আসানসোলের ঘটনা নিয়ে কথা বলছেন ?"

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দাবি, লালন শেখ চাপে পড়ে আত্মহত্যা করেছেন ৷ আদালত এর তদন্ত করছে ৷ "আজ যাঁরা এ নিয়ে রাজনীতি করছে, তাঁরা বগটুই হত্যাকাণ্ডের সময় কোথায় ছিলেন ?" প্রশ্ন দিলীপের ৷ বগটুই হত্যাকাণ্ডে মৃত ও ক্ষতিগ্রস্ত মানুষের সমাজের সংখ্যালঘু সম্প্রদায়ের ৷ তারা দুই নেতা তথা মাফিয়ার ঝামেলার মধ্যে ছিল না বলে জানান বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "লালন শেখের ঘটনাটা নিয়ে তৃণমূল নিজেদের পিঠ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছে ৷ সিবিআইকে টার্গেট করেছে ওরা ৷ লালন শেখ একটা ইস্যু ৷ কিন্তু কিছু করতে পারবে না তৃণমূল ৷ লালন শেখকে ধরে নিল যে পিটিয়ে মারা হয়েছে ?"

আরও পড়ুন: সিআইডির তদন্তের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন লালন শেখের

Last Updated : Dec 15, 2022, 10:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.