নিউটাউন, 21 অক্টোবর: বৃহস্পতিবার মাঝরাতে বলপূর্বক 2014 ও 2017 টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সল্টলেকে এপিসি ভবনের সামনে থেকে তুলে দিয়েছে পুলিশ (Salt Lake TET Protest) ৷ যে ঘটনার নিন্দায় সরব হয়েছে বিজেপি-বাম-কংগ্রেস ৷ এবার এ নিয়ে রাজ্য সরকারকে রীতিমত তুলোধনা করলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises Government) ৷ অভিযোগ করলেন, ‘‘যে রাজ্যের সরকার নিজে গণতন্ত্রের কথা বলে, সেই পশ্চিমবঙ্গে গণতন্ত্রের পরিবেশ নেই ৷’’
যেসব আন্দোলনকারীকে পুলিশ জোর করে তুলে দিয়েছে, তাঁদের সমর্থনে এ দিন দিলীপ ঘোষ বলেন, ‘‘এ সরকার কাজও করবে না ৷ তার বিরুদ্ধে আন্দোলনও করতে দেবে না ৷ আমরা যখন রাস্তায় নামি, তখন পুলিশ আমাদের গ্রেফতার করে, লাঠিপেটা করে ৷ কিন্তু, যাঁরা আন্দোলন করছিলেন, তাঁরা পরীক্ষা দিয়ে পাশ করেছেন ৷ চাকরির জন্য এতদিন আবেদন নিবেদন করেছেন ৷ গত কয়েকদিন ধরে রাস্তায় ছিলেন তাঁরা ৷ তাঁদের নির্মমভাবে ধাক্কা দিয়ে তুলে দেওয়া হয়েছে ৷ যে রাজ্যের সরকার নিজে গণতন্ত্রের কথা বলে, সেই পশ্চিমবঙ্গে গণতন্ত্রের পরিবেশ নেই ৷’’
পাশাপাশি, আজ থেকে উচ্চ-প্রাথমিকের পরীক্ষায় পাশ করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ শুরু হচ্ছে ৷ যা নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, শুধু ইন্টারভিউ নিলে হবে না ৷ নিয়োগ হওয়া চাই ৷ এ নিয়ে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওঁর হাতে লক্ষ লক্ষ চাকরি আছে ৷ কিন্তু, তার জন্য পরীক্ষা হয় না ৷ পরীক্ষা হলে ফলপ্রকাশ হয় না, নিয়োগ হয় না ৷ চাকরি থাকলে, কেন দিচ্ছেন না ?’’ উচ্চ-প্রাথমিকের ইন্টারভিউ নিয়ে দিলীপ ঘোষের মত, সাময়িকভাবে উত্তেজনা প্রশমিত করতেই এই ইন্টারভিউ ৷
আরও পড়ুন: 15 মিনিটের অভিযান, মাঝরাতে টেট আন্দোলনকারীদের ধর্নামঞ্চ থেকে সরাল পুলিশ
2014 ও 2017 সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের (TET Qualified Candidates) জোর করে তুলে দেওয়া নিয়ে আজ থেকে রাজ্যের ভিন্ন জায়গায় আন্দোলনের নামবে বিরোধী বিজেপি, বাম ও কংগ্রেস ৷ এ নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে বিজেপি ছিল এবং থাকবে ৷ অপশাসনের বিরুদ্ধে বিজেপি রাস্তায় নামবে বলে জানিয়েছেন তিনি ৷ অন্যদিকে, বিজেপির সঙ্গে একযোগে বাম ও কংগ্রেস নেতৃত্বের গতকাল আন্দোলনকারীদের মঞ্চে যাওয়া নিয়ে, রাজনীতির অভিযোগ তুলেছে শাসকদল ৷ যা নিয়ে দিলীপ ঘোষ জানান, এটা রাজনীতির বিষয় নয় ৷ আন্দোলনকারীরা কোনও রাজনৈতিক দলকে সেখানে ডাকেনি ৷ যাঁরা নিজেদের অধিকারের জন্য লড়ছেন, তাঁদের পাশে দাঁড়ানো বিরোধী হিসেবে সকলের দায়িত্ব ৷ তাঁর মতে, বিজেপির মতো বাকি রাজনৈতিক দলের সদস্যরাও সেই দায়িত্ব পালন করেছেন ৷