ETV Bharat / state

জনশূন্য শ্যামবাজার পাঁচমাথার মোড় - শ্যামবাজার পাঁচ মাথার মোড়

কোরোনা সতর্কতায় জাতীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, আজ জনতা কারফিউ পালন করতে । সেই মতোই সকাল থেকে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে বের হয়নি সাধারণ মানুষ । ব্যস্ত সময়ে সুনসান শ্যামবাজার ।

শ্যামবাজার
শ্যামবাজার
author img

By

Published : Mar 22, 2020, 11:44 AM IST

Updated : Mar 22, 2020, 7:00 PM IST

কলকাতা, 22 মার্চ : জনতা কারফিউতে সাড়া দিয়ে জনশূন্য শ্যামবাজার পাঁচমাথার মোড় । অন্যান্য দিনে শ্যামবাজার মোড়ে ছবি ও আজকের ছবি সম্পূর্ণ আলাদা । কোনও রাজনৈতিক দলের ডাকা ধর্মঘট নয় । আজ সাধারণ মানুষ স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়নি । কোরোনা সতর্কতায় আজ সকাল 7 টা থেকে রাত 9 টা পর্যন্ত চলবে জনতা কারফিউ ।

অন্যান্য দিন সকাল 10 টায় শ্যামবাজার মোড়ে গাড়ির হর্নের আওয়াজের কান পাতার জো থাকে না । গাড়ির চাপ এতটাই বেশি থাকে যে রাস্তা পারাপার করতেও বেগ পেতে হয় । টালা ব্রিজ দিয়ে গাড়ি চলাচল বন্ধের পর গাড়ির চাপ কিছুটা কমলেও খুব একটা পালটায়নি চিত্রটা ।

তবে, আজ কারফিউয়ের জেরে কার্যত জনশূন্য চিত্র ধরা পড়ল এই এলাকার । শ্যামবাজার শুধু নয়, হাতিবাগানেও একটি ছবি । বসেনি হাট । খোলেনি কোনো দোকান । কোরোনায় সতর্ক হয়ে একই চিত্র বাগবাজারেরও ।

ব্যস্ত সময়ে ভিন্ন চিত্র শ্যামবাজার পাঁচমাথার মোড়ের

কলকাতা, 22 মার্চ : জনতা কারফিউতে সাড়া দিয়ে জনশূন্য শ্যামবাজার পাঁচমাথার মোড় । অন্যান্য দিনে শ্যামবাজার মোড়ে ছবি ও আজকের ছবি সম্পূর্ণ আলাদা । কোনও রাজনৈতিক দলের ডাকা ধর্মঘট নয় । আজ সাধারণ মানুষ স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়নি । কোরোনা সতর্কতায় আজ সকাল 7 টা থেকে রাত 9 টা পর্যন্ত চলবে জনতা কারফিউ ।

অন্যান্য দিন সকাল 10 টায় শ্যামবাজার মোড়ে গাড়ির হর্নের আওয়াজের কান পাতার জো থাকে না । গাড়ির চাপ এতটাই বেশি থাকে যে রাস্তা পারাপার করতেও বেগ পেতে হয় । টালা ব্রিজ দিয়ে গাড়ি চলাচল বন্ধের পর গাড়ির চাপ কিছুটা কমলেও খুব একটা পালটায়নি চিত্রটা ।

তবে, আজ কারফিউয়ের জেরে কার্যত জনশূন্য চিত্র ধরা পড়ল এই এলাকার । শ্যামবাজার শুধু নয়, হাতিবাগানেও একটি ছবি । বসেনি হাট । খোলেনি কোনো দোকান । কোরোনায় সতর্ক হয়ে একই চিত্র বাগবাজারেরও ।

ব্যস্ত সময়ে ভিন্ন চিত্র শ্যামবাজার পাঁচমাথার মোড়ের
Last Updated : Mar 22, 2020, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.