কলকাতা,20 জানুয়ারি: কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে এবার থেকে মিলবে ডায়ালিসিস পরিষেবা । 82 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র থেকে তা শুরু হল । মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এই পরিষেবার উদ্বোধন করেন।
ফিরহাদ হাকিম জানিয়েছেন, "ডায়ালিসিস রোগীদের জন্য এই স্বাস্থ্যকেন্দ্রে অত্যন্ত কম খরচে চিকিৎসা করতে পারে । প্রতিদিন প্রায় 80 জন রোগী স্বাস্থ্যকেন্দ্রে ডায়ালিসিস করাতে পারবে।"
কলকাতা পৌরনিগমের 144টি ওয়ার্ডে 144টি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিভিন্ন রকমের টিকাকরণ ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। কোরোনা সংক্রমণের মাঝে এই কেন্দ্রগুলিতে কোরোনা পরীক্ষার ব্যবস্থা শুরু করা হয়েছিল। তবে এই প্রথম কোনও স্বাস্থ্যকেন্দ্রে ডায়ালিসিসের মতো পরিষেবা চালু হল ।16টি বেডের আইসিইউ তৈরি করা হয়েছে। সেই সঙ্গে আপাৎকালীন পরিস্থিতির জন্য অতিরিক্ত বেডেরও ব্যবস্থা রাখা হয়েছে ।
ফিরহাদ হাকিম জানিয়েছেন, "এর আগে কলকাতায় অন্য পৌর স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ডায়ালিসিসের ব্যবস্থা না থাকায় সাধারণ রোগীদের অনেক সমস্যায় পড়তে হয়েছে। চিকিৎসার জন্য তাদের এসএসকেএম বা বাঙুর হাসপাতালে যেতে হত । এই ব্যবস্থা চালু হওয়ার পর সাধারণ মানুষের বেশ কিছুটা সুবিধা হবে।"