কলকাতা, 2 মে: গান্ধি মূর্তির পাদদেশে ধরনায় বসছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন । সকাল 10টা থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে পথে নামছে তৃণমূল কংগ্রেস। ধরনা মঞ্চে উপস্থিত থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়, চৈতালি চট্টোপাধ্যায়-সহ তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বরা । এই ধরনা কর্মসূচি চলবে বৃহস্পতিবার পর্যন্ত ৷
একই দাবি নিয়ে ধরনায় বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রের একাধিক বিষয়ে অর্থ না-দেওয়ার অভিযোগ তুলে তিনি রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ধরনায় বসেছিলেন। আর এবার সেই একই দাবি নিয়ে ধরনায় বসবেন তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন । এই প্রসঙ্গেই চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "মুখ্যমন্ত্রী তো ধরনা দিয়েছিলেন, তাও কোনও সমাধান হল না । তাই এবার আমরা ধরনায় বসব । একশো দিনের টাকা, আবাস যোজনার টাকা-সহ একাধিক বিষয়ে কেন্দ্র যে বঞ্চনা করছে রাজ্যের সঙ্গে তার জন্যই আমরা ধরনা দিয়ে টাকা চাইব ।" বুধবার সকাল 10টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত এই ধরনা চলবে ।
অন্যদিকে, দু’বছরের বেশি ওই একই জায়গাতে চাকরির দাবিতে ধরনায় রয়েছেন নবম থেকে দ্বাদশ শ্রেণির যোগ্য চাকরিপ্রার্থীরা । বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললেও নিয়োগপত্র তাঁরা পান না । তাই দিনের পর দিন ওই গান্ধি মূর্তির পাদদেশেই ধরনা করেন তাঁরা। তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনও তাদের এই দু’দিন ওই জায়গায় ধরনায় না-বসার অনুরোধ করা হয়। তবে সেই অনুরোধ মানতে চাননি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা ।
আরও পডুন: বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের থেকে নিয়োগ দুর্নীতির 2টি মামলা গেল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে
তাঁদের প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের এই ধরনায় বসার হাইকোর্টের নির্দেশ আছে কি না ? এর পাশাপাশিই তাঁরা এও জানিয়েছিলেন যাতে, তাঁদের মঞ্চের পিছনে তৃণমূল কংগ্রেস ধরনাবস্থান করে । কিন্তু তাও মানতে নারাজ ময়দান থানা। তাই চাকরিপ্রার্থীরা পরিষ্কার জানিয়েছেন, বুধবার হয়তো একদিনের জন্য সহযোগিতা করলেও, বৃহস্পতিবার তাঁরা আবারও ধরনামঞ্চে উপস্থিত থাকবেন।