ETV Bharat / state

TMC Dharna: গান্ধি মূর্তির পাদদেশে ধরনার ডাক তৃণমূলের, জায়গা ছাড়তে নারাজ চাকরিপ্রার্থীরা - ধরনায় নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা

এবার গান্ধি মূর্তির পাদদেশে ধরনায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন ৷ দু’বছরের বেশি ওই একই জায়গাতে চাকরির দাবিতে ধরনায় নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা। তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের ধরনার জন্য ময়দান থানা তাঁদের এই দু’দিন ওই জায়গায় না বসার অনুরোধ করা হয় ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 2, 2023, 10:57 PM IST

কলকাতা, 2 মে: গান্ধি মূর্তির পাদদেশে ধরনায় বসছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন । সকাল 10টা থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে পথে নামছে তৃণমূল কংগ্রেস। ধরনা মঞ্চে উপস্থিত থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়, চৈতালি চট্টোপাধ্যায়-সহ তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বরা । এই ধরনা কর্মসূচি চলবে বৃহস্পতিবার পর্যন্ত ৷

একই দাবি নিয়ে ধরনায় বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রের একাধিক বিষয়ে অর্থ না-দেওয়ার অভিযোগ তুলে তিনি রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ধরনায় বসেছিলেন। আর এবার সেই একই দাবি নিয়ে ধরনায় বসবেন তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন । এই প্রসঙ্গেই চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "মুখ্যমন্ত্রী তো ধরনা দিয়েছিলেন, তাও কোনও সমাধান হল না । তাই এবার আমরা ধরনায় বসব । একশো দিনের টাকা, আবাস যোজনার টাকা-সহ একাধিক বিষয়ে কেন্দ্র যে বঞ্চনা করছে রাজ্যের সঙ্গে তার জন্যই আমরা ধরনা দিয়ে টাকা চাইব ।" বুধবার সকাল 10টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত এই ধরনা চলবে ।

অন্যদিকে, দু’বছরের বেশি ওই একই জায়গাতে চাকরির দাবিতে ধরনায় রয়েছেন নবম থেকে দ্বাদশ শ্রেণির যোগ্য চাকরিপ্রার্থীরা । বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললেও নিয়োগপত্র তাঁরা পান না । তাই দিনের পর দিন ওই গান্ধি মূর্তির পাদদেশেই ধরনা করেন তাঁরা। তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনও তাদের এই দু’দিন ওই জায়গায় ধরনায় না-বসার অনুরোধ করা হয়। তবে সেই অনুরোধ মানতে চাননি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা ।

আরও পডুন: বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের থেকে নিয়োগ দুর্নীতির 2টি মামলা গেল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে

তাঁদের প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের এই ধরনায় বসার হাইকোর্টের নির্দেশ আছে কি না ? এর পাশাপাশিই তাঁরা এও জানিয়েছিলেন যাতে, তাঁদের মঞ্চের পিছনে তৃণমূল কংগ্রেস ধরনাবস্থান করে । কিন্তু তাও মানতে নারাজ ময়দান থানা। তাই চাকরিপ্রার্থীরা পরিষ্কার জানিয়েছেন, বুধবার হয়তো একদিনের জন্য সহযোগিতা করলেও, বৃহস্পতিবার তাঁরা আবারও ধরনামঞ্চে উপস্থিত থাকবেন।

কলকাতা, 2 মে: গান্ধি মূর্তির পাদদেশে ধরনায় বসছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন । সকাল 10টা থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে পথে নামছে তৃণমূল কংগ্রেস। ধরনা মঞ্চে উপস্থিত থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়, চৈতালি চট্টোপাধ্যায়-সহ তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বরা । এই ধরনা কর্মসূচি চলবে বৃহস্পতিবার পর্যন্ত ৷

একই দাবি নিয়ে ধরনায় বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রের একাধিক বিষয়ে অর্থ না-দেওয়ার অভিযোগ তুলে তিনি রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ধরনায় বসেছিলেন। আর এবার সেই একই দাবি নিয়ে ধরনায় বসবেন তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন । এই প্রসঙ্গেই চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "মুখ্যমন্ত্রী তো ধরনা দিয়েছিলেন, তাও কোনও সমাধান হল না । তাই এবার আমরা ধরনায় বসব । একশো দিনের টাকা, আবাস যোজনার টাকা-সহ একাধিক বিষয়ে কেন্দ্র যে বঞ্চনা করছে রাজ্যের সঙ্গে তার জন্যই আমরা ধরনা দিয়ে টাকা চাইব ।" বুধবার সকাল 10টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত এই ধরনা চলবে ।

অন্যদিকে, দু’বছরের বেশি ওই একই জায়গাতে চাকরির দাবিতে ধরনায় রয়েছেন নবম থেকে দ্বাদশ শ্রেণির যোগ্য চাকরিপ্রার্থীরা । বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললেও নিয়োগপত্র তাঁরা পান না । তাই দিনের পর দিন ওই গান্ধি মূর্তির পাদদেশেই ধরনা করেন তাঁরা। তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনও তাদের এই দু’দিন ওই জায়গায় ধরনায় না-বসার অনুরোধ করা হয়। তবে সেই অনুরোধ মানতে চাননি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা ।

আরও পডুন: বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের থেকে নিয়োগ দুর্নীতির 2টি মামলা গেল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে

তাঁদের প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের এই ধরনায় বসার হাইকোর্টের নির্দেশ আছে কি না ? এর পাশাপাশিই তাঁরা এও জানিয়েছিলেন যাতে, তাঁদের মঞ্চের পিছনে তৃণমূল কংগ্রেস ধরনাবস্থান করে । কিন্তু তাও মানতে নারাজ ময়দান থানা। তাই চাকরিপ্রার্থীরা পরিষ্কার জানিয়েছেন, বুধবার হয়তো একদিনের জন্য সহযোগিতা করলেও, বৃহস্পতিবার তাঁরা আবারও ধরনামঞ্চে উপস্থিত থাকবেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.