ETV Bharat / state

Dev receives award for serving people in covid time: কোভিডকালে মানুষের পাশে থাকায় দেবকে কুর্নিশ লোকসভার স্পিকারের

কোভিডকালে মানুষের পাশে থাকায় ঘাটালের সাংসদ দেবকে কুর্নিশ জানালেন লোকসভার স্পিকার (Dev receives award for serving people in covid time) ৷ এই সম্মান পেয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে ধন্যবাদ জানিয়েছেন দেব (Dev Tweets to thank Om Birla) ৷

dev-thanks-loksabha-speaker-om-birla-for-giving-him-award-for-serving-people-in-covid-time
কোভিডকালে মানুষের পাশে থাকায় দেবকে কুর্নিশ কেন্দ্রের
author img

By

Published : Feb 15, 2022, 1:28 PM IST

Updated : Feb 15, 2022, 1:46 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: তিনি পর্দার নায়ক ৷ তিনি বাস্তবেরও নায়ক ৷ বারবার নিজের কাজে তা প্রমাণ করেছেন ব্যস্ত সাংসদ-অভিনেতা ৷ এবার মিলল স্বীকৃতিও ৷ কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে থাকার জন্য তৃণমূল সাংসদ দেবকে কুর্নিশ জানালেন লোকসভার স্পিকার (Dev receives award for serving people in covid time) ৷

যে সাংসদরা নানা ভাবে সঙ্কটের সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের স্বীকৃতি দিয়েছে সংসদ (Best practices during covid 19) ৷ সেই তালিকায় রয়েছেন দেবও (Dev thanks loksabha speaker Om Birla) ৷ এই সম্মান দেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে ধন্যবাদ জানিয়েছেন ঘাটালের সাংসদ (Dev Tweets to thank Om Birla) ৷

লোকসভার যে সাংসদরা ভাল অভ্যেস ও সৃজনশীলতার দ্বারা কোভিডকালে নানা ভাবে মানুষের পাশে থেকেছেন, সেই তালিকায় জ্বলজ্বল করছে দেবের নাম ৷ সংসদের দেওয়া স্বীকৃতিতে উল্লেখ করা হয়েছে, ডেবরায় সাংসদের অফিসকে 10 আসনের অক্সিজেন-সহ কোভিড রিলিফ সেন্টারে পরিণত করেছেন দেব ৷ ফুটপাথে থাকা এক বৃদ্ধার হার্টের স্টেন্ট অপারেশনে সাহায্য করেছেন তিনি ৷ সেই অস্ত্রোপচারের যাবতীয় খরচ বহন করেন তিনি ৷ যে সব রোগীরা আইসোলেশনে ছিলেন, তাঁদের বাড়ি বাড়ি খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া, নিজের কেন্দ্রে বেশ কয়েকটি রক্তদান শিবিরের আয়োজন করা, ঘাটাল সর্দার হাসপাতালের রোগীর পরিবারের খাবারের ব্যবস্থা করা, কোভিড রোগীদের জন্য 500-রও বেশি অক্সিমিটারের ব্যবস্থা করা-সহ নানা কাজ করেছেন তিনি ৷ দেবের এমনই নানা অবদানের কথা তুলে ধরে ঘাটালের সাংসদকে সম্মান জানিয়েছে সংসদ ৷

আরও পড়ুন: Tonic: জন্মদিনের আগেই রিটার্ন গিফট, ভাল থাকার টনিক আনছেন দেব

  • Just received this today.
    Thank You Hon'ble Speaker Shree @ombirlakota for this recognition & honour.
    I stood by the people not only as an MP, but as a Human being first, as everyone should.
    I thank my fellow Parliamentarians who stood by our people during such hour of need. 🙏🏻🙏🏻 pic.twitter.com/PZhmP3VTKM

    — Dev (@idevadhikari) February 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সম্মান পেয়ে নিজের টুইটার হ্যান্ডেলে লোকসভার অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়েছেন দেব ৷ স্বীকৃতি তুলে ধরে তিনি লিখেছেন, "আজই এটা পেয়েছি ৷ এই স্বীকৃতি ও সম্মান দেওয়ার জন্য মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লাকে ধন্যবাদ ৷ আমি শুধু সাংসদ হিসেবেই নয়, আগে একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি, সবার এটাই করা উচিত ৷" প্রয়োজনের সময়ে তাঁর মতোই আরও যা সাংসদরা মানুষের পাশে থেকেছেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন তারকা সাংসদ ৷

কলকাতা, 15 ফেব্রুয়ারি: তিনি পর্দার নায়ক ৷ তিনি বাস্তবেরও নায়ক ৷ বারবার নিজের কাজে তা প্রমাণ করেছেন ব্যস্ত সাংসদ-অভিনেতা ৷ এবার মিলল স্বীকৃতিও ৷ কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে থাকার জন্য তৃণমূল সাংসদ দেবকে কুর্নিশ জানালেন লোকসভার স্পিকার (Dev receives award for serving people in covid time) ৷

যে সাংসদরা নানা ভাবে সঙ্কটের সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের স্বীকৃতি দিয়েছে সংসদ (Best practices during covid 19) ৷ সেই তালিকায় রয়েছেন দেবও (Dev thanks loksabha speaker Om Birla) ৷ এই সম্মান দেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে ধন্যবাদ জানিয়েছেন ঘাটালের সাংসদ (Dev Tweets to thank Om Birla) ৷

লোকসভার যে সাংসদরা ভাল অভ্যেস ও সৃজনশীলতার দ্বারা কোভিডকালে নানা ভাবে মানুষের পাশে থেকেছেন, সেই তালিকায় জ্বলজ্বল করছে দেবের নাম ৷ সংসদের দেওয়া স্বীকৃতিতে উল্লেখ করা হয়েছে, ডেবরায় সাংসদের অফিসকে 10 আসনের অক্সিজেন-সহ কোভিড রিলিফ সেন্টারে পরিণত করেছেন দেব ৷ ফুটপাথে থাকা এক বৃদ্ধার হার্টের স্টেন্ট অপারেশনে সাহায্য করেছেন তিনি ৷ সেই অস্ত্রোপচারের যাবতীয় খরচ বহন করেন তিনি ৷ যে সব রোগীরা আইসোলেশনে ছিলেন, তাঁদের বাড়ি বাড়ি খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া, নিজের কেন্দ্রে বেশ কয়েকটি রক্তদান শিবিরের আয়োজন করা, ঘাটাল সর্দার হাসপাতালের রোগীর পরিবারের খাবারের ব্যবস্থা করা, কোভিড রোগীদের জন্য 500-রও বেশি অক্সিমিটারের ব্যবস্থা করা-সহ নানা কাজ করেছেন তিনি ৷ দেবের এমনই নানা অবদানের কথা তুলে ধরে ঘাটালের সাংসদকে সম্মান জানিয়েছে সংসদ ৷

আরও পড়ুন: Tonic: জন্মদিনের আগেই রিটার্ন গিফট, ভাল থাকার টনিক আনছেন দেব

  • Just received this today.
    Thank You Hon'ble Speaker Shree @ombirlakota for this recognition & honour.
    I stood by the people not only as an MP, but as a Human being first, as everyone should.
    I thank my fellow Parliamentarians who stood by our people during such hour of need. 🙏🏻🙏🏻 pic.twitter.com/PZhmP3VTKM

    — Dev (@idevadhikari) February 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সম্মান পেয়ে নিজের টুইটার হ্যান্ডেলে লোকসভার অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়েছেন দেব ৷ স্বীকৃতি তুলে ধরে তিনি লিখেছেন, "আজই এটা পেয়েছি ৷ এই স্বীকৃতি ও সম্মান দেওয়ার জন্য মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লাকে ধন্যবাদ ৷ আমি শুধু সাংসদ হিসেবেই নয়, আগে একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি, সবার এটাই করা উচিত ৷" প্রয়োজনের সময়ে তাঁর মতোই আরও যা সাংসদরা মানুষের পাশে থেকেছেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন তারকা সাংসদ ৷

Last Updated : Feb 15, 2022, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.