ETV Bharat / state

Mamata Avoids Bayron Issue: রমেশের কটাক্ষে পালটা ডেরেকের; ধন্যবাদ জানালেন মমতা, এড়ালেন বাইরন প্রসঙ্গ - বাইরন বিশ্বাস

বাইরন বিশ্বাসকে নিয়ে কোনও প্রশ্নের জবাব দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ প্রসঙ্গে জয়রাম রমেশের সমালোচনা তিনি বলেন, জাতীয় দলের মর্যাদার বাধ্যবাধকতার দিকে তাকিয়ে গোয়া ও মেঘালয়ে লড়েছে তৃণমূল ৷ যদিও এ দিন রমেশকে কটাক্ষ করতে ছাড়েননি ডেরেক ও ব্রায়েন ৷

Mamata Avoids Bayron Issue
Mamata Avoids Bayron Issue
author img

By

Published : May 30, 2023, 6:58 PM IST

কলকাতা, 30 মে: বাইরন বিশ্বাসের দলবদল নিয়ে প্রদেশ কংগ্রেস তো বটেই, এমনকী কংগ্রেস হাইকমান্ডেরও রোষের মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে ৷ তাদের তীব্র সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেসের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ তাঁকে আবার পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন ৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় ক্ষেত্রে বিরোধী জোটের ঐক্যের কথা মাথায় রেখে সরাসরি রমেশের সমালোচনার পথে হাঁটেননি ৷ বরং তাঁর মন্তব্যের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ৷ আর জাতীয় দলের মর্যাদা রক্ষার বাধ্যবাধকতার কথা তুলে ধরে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী ৷

নির্বাচনে জয়লাভের তিন মাসের মধ্যেই সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের দলবদল নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ এই ঘটনায় কংগ্রেস-সহ রাজ্যের সব বিরোধী দল শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে ৷ মঙ্গলবার এই নিয়ে মুখ খুলেছে জাতীয় কংগ্রেসও ৷ জাতীয় কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ এই নিয়ে টুইট করে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসকে ৷

তিনি লিখেছেন, ঐতিহাসিক জয়ে কংগ্রেস বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার তিন মাস পর বাইরন বিশ্বাসকে লোভ দেখিয়ে নিয়ে গিয়েছে তৃণমূল । এটা সাগরদিঘি বিধানসভা এলাকার জনগণের ম্যান্ডেটের সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা । এর আগে গোয়া, মেঘালয়, ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যে এমনই চোরাচালানের ফলে বিরোধী ঐক্য শক্তিশালী হয়নি, শুধুমাত্র বিজেপির উদ্দেশ্য পূরণ হয়েছে ।

  • Three months after he was elected as a Congress MLA in a historic victory Bayron Biswas has been lured away by the TMC in West Bengal. This is a complete betrayal of the mandate of the people of the Sagardighi Assembly constituency. Such poaching which has happened earlier in…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) May 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রমেশের এই টুইটের জবাব দিয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ টুইটে ডেরেক লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন সত্ত্বেও দু সপ্তাহ আগে কংগ্রেসের বিবৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছে ৷ কংগ্রেস বিরোধী ঐক্যে আস্থা ভঙ্গ করে গোলাপের তোড়া আশা করে ? তারপর আবার বলছে বিজেপিকে শক্তিশালী করার কথা? বড় হও ।"

ডেরেক রমেশের বিরুদ্ধে খড়গহস্ত হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আজ পালটা আক্রমণের পথে হাঁটেননি ৷ বরং তিনি বোঝাতে চেয়েছেন, জাতীয় দলের মর্যাদা রক্ষার বাধ্যবাধকতার তাগিদে গোয়া, মেঘালয়-সহ বিভিন্ন রাজ্যে লড়েছে তৃণমূল কংগ্রেস ৷

তাঁর কথায়, "আমরা সবাই জাতীয় ক্ষেত্রে এক ৷ রাজ্যক্ষেত্রে সব দলকে এটা বুঝতে হবে যে, রাজ্যে সব দলের আলাদা বাধ্যবাধকতা থাকে ৷ আমরা শুধু মেঘালয় ও গোয়াতে লড়েছি ৷ অন্যান্য রাজ্যে আমরা লড়িনি ৷ বরং কংগ্রেসকে সমর্থন দিয়েছি ৷ যে কেউ যা কিছু বলতে পারে ৷ আমি এ বিষয়ে কিছু বলব না ৷ আপনাদেরও বুঝতে হবে ৷ জাতীয় দলের মর্যাদার জন্য আমাদের অনেক কিছু করতে হয় ৷ এটা শুধু ভোটে জেতার জন্য নয়, ভোটের হারের জন্য করা হয় ৷ যার দ্বারা আমরাও জাতীয় দল হতে পারি ৷ নির্বাচন কমিশন আমাদের সঙ্গে খারাপ করেছে ৷ আগেই আমাদের নাম কেটে দিয়েছে ৷ আমরা চাই তিন-চারটে জায়গায় আমাদের কিছু কিছু লোক থাকুক ৷ যাতে আমাদের জাতীয় দলের তকমাটাও থাকে ৷ শুধু ওদের এই তকমা থাকবে ? আর কারও থাকবে না ?"

রমেশকে এ দিন ধন্যবাদও জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "জয়রাম রমেশজি তৃণমূল কংগ্রেসের বিষয়ে যা বলেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই ৷ যাঁরাই আমাদের সমালোচনা করবে, তাঁদের আমি ধন্যবাদ জানাব ৷" যদিও আজ বাইরন বিশ্বাসকে নিয়ে প্রশ্ন সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এ বিষয়ে কিছু জানি না ৷ আমি পেপারে দেখেছি ৷ দলের একটা সিস্টেম আছে ৷ ব্লকস্তরে এগুলো করে ৷ ওদের জিজ্ঞেস করুন ৷ আমি এগুলো করি না ৷"

আরও পড়ুন: রাজ্যে 1 লক্ষ 25 হাজার কর্মী নিয়োগের ঘোষণা, চাকরি বাতিল নিয়ে সরব মমতা

কলকাতা, 30 মে: বাইরন বিশ্বাসের দলবদল নিয়ে প্রদেশ কংগ্রেস তো বটেই, এমনকী কংগ্রেস হাইকমান্ডেরও রোষের মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে ৷ তাদের তীব্র সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেসের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ তাঁকে আবার পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন ৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় ক্ষেত্রে বিরোধী জোটের ঐক্যের কথা মাথায় রেখে সরাসরি রমেশের সমালোচনার পথে হাঁটেননি ৷ বরং তাঁর মন্তব্যের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ৷ আর জাতীয় দলের মর্যাদা রক্ষার বাধ্যবাধকতার কথা তুলে ধরে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী ৷

নির্বাচনে জয়লাভের তিন মাসের মধ্যেই সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের দলবদল নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ এই ঘটনায় কংগ্রেস-সহ রাজ্যের সব বিরোধী দল শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে ৷ মঙ্গলবার এই নিয়ে মুখ খুলেছে জাতীয় কংগ্রেসও ৷ জাতীয় কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ এই নিয়ে টুইট করে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসকে ৷

তিনি লিখেছেন, ঐতিহাসিক জয়ে কংগ্রেস বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার তিন মাস পর বাইরন বিশ্বাসকে লোভ দেখিয়ে নিয়ে গিয়েছে তৃণমূল । এটা সাগরদিঘি বিধানসভা এলাকার জনগণের ম্যান্ডেটের সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা । এর আগে গোয়া, মেঘালয়, ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যে এমনই চোরাচালানের ফলে বিরোধী ঐক্য শক্তিশালী হয়নি, শুধুমাত্র বিজেপির উদ্দেশ্য পূরণ হয়েছে ।

  • Three months after he was elected as a Congress MLA in a historic victory Bayron Biswas has been lured away by the TMC in West Bengal. This is a complete betrayal of the mandate of the people of the Sagardighi Assembly constituency. Such poaching which has happened earlier in…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) May 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রমেশের এই টুইটের জবাব দিয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ টুইটে ডেরেক লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন সত্ত্বেও দু সপ্তাহ আগে কংগ্রেসের বিবৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছে ৷ কংগ্রেস বিরোধী ঐক্যে আস্থা ভঙ্গ করে গোলাপের তোড়া আশা করে ? তারপর আবার বলছে বিজেপিকে শক্তিশালী করার কথা? বড় হও ।"

ডেরেক রমেশের বিরুদ্ধে খড়গহস্ত হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আজ পালটা আক্রমণের পথে হাঁটেননি ৷ বরং তিনি বোঝাতে চেয়েছেন, জাতীয় দলের মর্যাদা রক্ষার বাধ্যবাধকতার তাগিদে গোয়া, মেঘালয়-সহ বিভিন্ন রাজ্যে লড়েছে তৃণমূল কংগ্রেস ৷

তাঁর কথায়, "আমরা সবাই জাতীয় ক্ষেত্রে এক ৷ রাজ্যক্ষেত্রে সব দলকে এটা বুঝতে হবে যে, রাজ্যে সব দলের আলাদা বাধ্যবাধকতা থাকে ৷ আমরা শুধু মেঘালয় ও গোয়াতে লড়েছি ৷ অন্যান্য রাজ্যে আমরা লড়িনি ৷ বরং কংগ্রেসকে সমর্থন দিয়েছি ৷ যে কেউ যা কিছু বলতে পারে ৷ আমি এ বিষয়ে কিছু বলব না ৷ আপনাদেরও বুঝতে হবে ৷ জাতীয় দলের মর্যাদার জন্য আমাদের অনেক কিছু করতে হয় ৷ এটা শুধু ভোটে জেতার জন্য নয়, ভোটের হারের জন্য করা হয় ৷ যার দ্বারা আমরাও জাতীয় দল হতে পারি ৷ নির্বাচন কমিশন আমাদের সঙ্গে খারাপ করেছে ৷ আগেই আমাদের নাম কেটে দিয়েছে ৷ আমরা চাই তিন-চারটে জায়গায় আমাদের কিছু কিছু লোক থাকুক ৷ যাতে আমাদের জাতীয় দলের তকমাটাও থাকে ৷ শুধু ওদের এই তকমা থাকবে ? আর কারও থাকবে না ?"

রমেশকে এ দিন ধন্যবাদও জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "জয়রাম রমেশজি তৃণমূল কংগ্রেসের বিষয়ে যা বলেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই ৷ যাঁরাই আমাদের সমালোচনা করবে, তাঁদের আমি ধন্যবাদ জানাব ৷" যদিও আজ বাইরন বিশ্বাসকে নিয়ে প্রশ্ন সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এ বিষয়ে কিছু জানি না ৷ আমি পেপারে দেখেছি ৷ দলের একটা সিস্টেম আছে ৷ ব্লকস্তরে এগুলো করে ৷ ওদের জিজ্ঞেস করুন ৷ আমি এগুলো করি না ৷"

আরও পড়ুন: রাজ্যে 1 লক্ষ 25 হাজার কর্মী নিয়োগের ঘোষণা, চাকরি বাতিল নিয়ে সরব মমতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.