ETV Bharat / state

Derek O'Brien: 'নির্বাচন কমিশনার নিয়োগ বিল সংবিধান বিরোধী', মন্তব্য সাংসদ ডেরেকের - তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সংবিধান বিরোধী ৷ সংসদের বিশেষ অধিবেশনে এই বিল আনা প্রসঙ্গে বললেন ডেরেক ও'ব্রায়েন ৷

ETV Bharat
রাজ্যসভার তৃণমূল ডেরেক ও ব্রায়েন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 1:10 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: নির্বাচন কমিশনার নিয়োগ বিল বা সিইসি বিল নিয়ে সুর সপ্তমে তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতিকে সরিয়ে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ কমিটিতে এক কেন্দ্রীয় মন্ত্রীকে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এর কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

গতকালই দলকে এর বিরুদ্ধে সর্বাত্মক বিরোধিতার নির্দেশ দিয়েছিলেন তিনি ৷ এরপর এই বিষয়ে সরব হলেন ডেরেক ও'ব্রায়েন ৷ তিনি বলেন, "নরেন্দ্র মোদি এবং বিজেপি প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানেরই দখল নিতে চাইছে ৷ এটা সত্যিই লজ্জার ৷ একদিকে আমরা ভাষণ দিতে গিয়ে সংসদীয় গণতন্ত্রের কথা বলছি ৷ এদিকে আসন্ন বিশেষ অধিবেশনে এমন একটি বিল নিয়ে আসা হচ্ছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এর থেকে একটা জিনিস পরিষ্কার যে, বিজেপি বুঝতে পেরে গিয়েছে তাদের সময় শেষ হয়ে আসছে ৷ 2024 সালে লোকসভা নির্বাচনের তারা পরাজিত হবে ৷ আর সেই পরাজয়ের ভয় থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷"

এই নির্বাচন কমিশনার নিয়োগ বিল নিয়ে প্রথম থেকেই সরব তৃণমূল ৷ সংসদের বিশেষ অধিবেশনে এই বিল আনার কথা শোনামাত্রই কড়া প্রতিক্রিয়া দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার তিনি বলেন, "মগের মুলুক নাকি ! বিনাশকালে বুদ্ধিনাশ হচ্ছে ।"

  • VIDEO | "On one end, we are celebrating parliamentary democracy by giving speeches and in the same special session, they (central government) are bringing this Bill (on the appointment of Chief Election Commissioner CEC and other election commissioners) which is completely… pic.twitter.com/lYT9MpmwBy

    — Press Trust of India (@PTI_News) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপরই তিনি দলকে এর বিরুদ্ধে সর্বাত্মক বিরোধিতার নির্দেশ দেন ৷ সংসদের ভিতরে এবং বাইরে এই বিলের বিরুদ্ধে ঝড় তোলার কথাও বলেন তিনি ৷ এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে দিয়েছেন ৷ এই সিদ্ধান্তের মাধ্যমে আদতে দেশের বিচার ব্যবস্থাকে বুলডোজার দিয়ে গুঁড়িতে দিতে চাইছে কেন্দ্র ৷

আরও পড়ুন: স্বাক্ষরিত মউ! পঁচিশে মাদ্রিদ বইমেলার থিম কান্ট্রি ভারত

ডেরেক বলেন, "মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে এতদিন যে কমিটি ছিল, সেই কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত সম্পূর্ণরূপে গণতন্ত্র বিরোধী এবং অসাংবিধানিক ৷ সিলেকশন প্যানেল থেকে ভারতের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া সমর্থনযোগ্য নয় ৷ আমরা কোনওভাবেই এই সিদ্ধান্তকে সমর্থন করব না ৷"

কলকাতা, 15 সেপ্টেম্বর: নির্বাচন কমিশনার নিয়োগ বিল বা সিইসি বিল নিয়ে সুর সপ্তমে তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতিকে সরিয়ে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ কমিটিতে এক কেন্দ্রীয় মন্ত্রীকে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এর কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

গতকালই দলকে এর বিরুদ্ধে সর্বাত্মক বিরোধিতার নির্দেশ দিয়েছিলেন তিনি ৷ এরপর এই বিষয়ে সরব হলেন ডেরেক ও'ব্রায়েন ৷ তিনি বলেন, "নরেন্দ্র মোদি এবং বিজেপি প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানেরই দখল নিতে চাইছে ৷ এটা সত্যিই লজ্জার ৷ একদিকে আমরা ভাষণ দিতে গিয়ে সংসদীয় গণতন্ত্রের কথা বলছি ৷ এদিকে আসন্ন বিশেষ অধিবেশনে এমন একটি বিল নিয়ে আসা হচ্ছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এর থেকে একটা জিনিস পরিষ্কার যে, বিজেপি বুঝতে পেরে গিয়েছে তাদের সময় শেষ হয়ে আসছে ৷ 2024 সালে লোকসভা নির্বাচনের তারা পরাজিত হবে ৷ আর সেই পরাজয়ের ভয় থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷"

এই নির্বাচন কমিশনার নিয়োগ বিল নিয়ে প্রথম থেকেই সরব তৃণমূল ৷ সংসদের বিশেষ অধিবেশনে এই বিল আনার কথা শোনামাত্রই কড়া প্রতিক্রিয়া দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার তিনি বলেন, "মগের মুলুক নাকি ! বিনাশকালে বুদ্ধিনাশ হচ্ছে ।"

  • VIDEO | "On one end, we are celebrating parliamentary democracy by giving speeches and in the same special session, they (central government) are bringing this Bill (on the appointment of Chief Election Commissioner CEC and other election commissioners) which is completely… pic.twitter.com/lYT9MpmwBy

    — Press Trust of India (@PTI_News) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপরই তিনি দলকে এর বিরুদ্ধে সর্বাত্মক বিরোধিতার নির্দেশ দেন ৷ সংসদের ভিতরে এবং বাইরে এই বিলের বিরুদ্ধে ঝড় তোলার কথাও বলেন তিনি ৷ এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে দিয়েছেন ৷ এই সিদ্ধান্তের মাধ্যমে আদতে দেশের বিচার ব্যবস্থাকে বুলডোজার দিয়ে গুঁড়িতে দিতে চাইছে কেন্দ্র ৷

আরও পড়ুন: স্বাক্ষরিত মউ! পঁচিশে মাদ্রিদ বইমেলার থিম কান্ট্রি ভারত

ডেরেক বলেন, "মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে এতদিন যে কমিটি ছিল, সেই কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত সম্পূর্ণরূপে গণতন্ত্র বিরোধী এবং অসাংবিধানিক ৷ সিলেকশন প্যানেল থেকে ভারতের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া সমর্থনযোগ্য নয় ৷ আমরা কোনওভাবেই এই সিদ্ধান্তকে সমর্থন করব না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.