ETV Bharat / state

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস - আবহাওয়ার খবর

আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

rain forecast
কলকাতায় মেঘলা আকাশ
author img

By

Published : Aug 17, 2020, 1:58 PM IST

কলকাতা, 17 অগাস্ট : ফের উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ৷ যার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে । অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মৌসুমি অক্ষরেখা জয়পুর থেকে ছত্তিশগড়ের মধ্য দিয়ে জামশেদপুর থেকে দিঘা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । নিম্নচাপ ও মৌসুমি বায়ু- এই দুইয়ের প্রভাবেই আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের ৷

আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতে বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় আজ সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে । দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কলকাতা ও সংলগ্ন এলাকায় । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 17 অগাস্ট : ফের উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ৷ যার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে । অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মৌসুমি অক্ষরেখা জয়পুর থেকে ছত্তিশগড়ের মধ্য দিয়ে জামশেদপুর থেকে দিঘা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । নিম্নচাপ ও মৌসুমি বায়ু- এই দুইয়ের প্রভাবেই আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের ৷

আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতে বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় আজ সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে । দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কলকাতা ও সংলগ্ন এলাকায় । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.