কলকাতা, 24 নভেম্বর : বামেদের ডাকা আসন্ন সাধারণ ধর্মঘটের দিন বেসরকারি বাস-মিনিবাস, ট্যাক্সি ও অটোর পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন জানাল রাজ্য পরিবহন দপ্তর । 26 নভেম্বরের এই ধর্মঘটে সাধারণ মানুষজন যাতে যাতায়াতের ক্ষেত্রে নাকাল না হতে হয় সেই বিষয়ে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন ।
26 নভেম্বর বৃহস্পতিবার সাধারণ ধর্মঘটের দিন যাতে যান চলাচল স্বাভাবিক ও মসৃণ থাকে তাই আজ বেলতলা পরিবহন দপ্তরে বাস, মিনি-বাস, ট্যাক্সি ও অটো সংগঠনগুলির নেতৃত্বদের সাথে বৈঠক করে রাজ্য পরিবহন দপ্তর । ধর্মঘটের দিন যাঁরা কাজে বেরোবেন তাঁদের যাতায়াতে কোনও সমস্যা না হয় তাই পর্যাপ্ত পরিমাণে বাস, ট্যাক্সি ও অটো পথে নামাবার আর্জি জানানো হয়েছে । পাশাপাশি কোন পথে কত সংখ্যক বেসরকারি বাস বা ট্যাক্সি নামানো হবে সে বিষয়েও আলোচনা হয় । পরিবহন দপ্তরের তরফে সংগঠনগুলিকে 100 শতাংশ পরিষেবা দেওয়ার আবেদন করা হয়েছে । পাশাপাশি রাস্তা যথেষ্ট সংখ্যায় পুলিশ মোতায়েন করার পাশাপাশি বাস বা ট্যাক্সি ভাঙচুর করা হলে সেক্ষেত্রে বীমার ব্যবস্থা থাকবে বলে আশ্বাস দিয়েছে পরিবহন দপ্তর ।
অন্যদিকে বাস মালিকরা জানান, ওইদিন গাড়ি পথে নামাতে আপত্তি নেই তাঁদের । তবে চলবে না পুলিশি দৌড়াত্ব। যদিও সেই বিষয়ে মালিক পক্ষকে আশ্বাস দিয়েছে পরিবহন কর্তারা । বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের (BTA) সাধারণ সম্পাদক বিমল বলেন, "ধর্মঘটের দিন আমাদের সংগঠনের তরফে সব ট্যাক্সিই পথে নামবে বলে জানিয়েছি । তবে সন্ধ্যের পর চালকরা গাড়ি চালাতে কতটা ইচ্ছুক হবে তার উপর নির্ভর করছে রাতে কতটা গাড়ি পাওয়া যাবে । যদি কোথাও ট্যাক্সির উপর কোনও ভাঙচুর না হলে হয়ত রাতেও ট্যাক্সি পাওয়া যাবে । তবে পরিবহন দপ্তরের তরফে বীমার আশ্বাস দেওয়া হয়েছে ।"
ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "সরকার যেহেতু চায় ধর্মঘটের দিন গাড়ি চলুক তাই সেদিন আমরা আমাদের যথাসম্ভব গাড়ি নামানোর চেষ্টা করব। তবে সবটাই নির্ভর করছে সেদিন কত সংখ্যক কর্মী কাজে যোগ দিতে পারবেন তার উপর।"