ETV Bharat / state

Education Department : স্কুল খোলার প্রস্তুতিতে পরিকাঠামো জানতে চিঠি শিক্ষা দফতরের - teachers

দীর্ঘ দেড় বছর বন্ধ স্কুল-কলেজ । বিদ্যালয়ে গিয়ে পঠন-পাঠন বন্ধ ৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলা হতে পারে ৷ টানা দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ ৷ তাই স্কুলগুলির হাল-হকিকত জানতে সমীক্ষা শুরু স্কুল শিক্ষা দফতরের ৷

স্কুল খোলার প্রস্তুতি
স্কুল খোলার প্রস্তুতি
author img

By

Published : Aug 14, 2021, 1:54 PM IST

Updated : Aug 14, 2021, 2:23 PM IST

কলকাতা, 14 অগস্ট : গত বছর মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালু করা হয়েছিল । করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি জটিল হতেই ফের স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সব মিলিয়ে দেড় বছরেরও বেশি সময় ধরে করোনা প্যানডেমিকের কারণে বন্ধ রয়েছে স্কুল ৷ বর্তমানে রাজ্যের করোনা সংক্রমণ কিছুটা কম রয়েছে ৷ বিভিন্ন জায়গায় স্কুল খোলার দাবিতে সরব হয়েছেন ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষিকারাও ।

পরিস্থিতির উন্নতি হওয়ায় পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর পর স্কুল-কলেজ খোলার চেষ্টার কথা ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই রাজ্যে শুরু হল স্কুল খোলার প্রস্তুতির প্রথম ধাপ ৷ সে মতোই স্কুল শিক্ষা দফতর প্রতি জেলার ডিআইদের মাধ্যমে স্কুলগুলিতে একটি ফর্ম পাঠিয়েছে।

ফর্মটিতে জানতে চাওয়া হয়েছে স্কুলগুলির কী পরিস্থিতিতে রয়েছে অর্থাৎ ক্লাস রুমের অবস্থা, মিড-ডে মিলের রান্নাঘর, শৌচালয় সহ বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছে ৷ পাশাপাশি স্কুলের পরিকাঠামোগত কোনও মেরামতের প্রয়োজন রয়েছে কি না তাও জানতে চাওয়া হয়েছে ফর্মটিতে।

আরও পড়ুন : Kanyashree Divas : মেয়েদের সাফল্য উদযাপন করছি, কন্যাশ্রী দিবসে শুভেচ্ছা মমতার

এছাড়াও সমস্ত স্কুল চত্বর ও ক্লাসরুম পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও স্যানিটাইজেশনের জন্য কত খরচ পড়তে পারে তার একটা আনুমানিক হিসেব দিতে বলা হয়েছে স্কুলগুলিকে। ফর্মগুলি পূরণ করে ই-মেল করে পাঠাতে হবে। সেগুলি জমা পড়ার পর খতিয়ে দেখে খরচের হিসেব করা হবে বলে সূত্রের খবর।

কলকাতা, 14 অগস্ট : গত বছর মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালু করা হয়েছিল । করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি জটিল হতেই ফের স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সব মিলিয়ে দেড় বছরেরও বেশি সময় ধরে করোনা প্যানডেমিকের কারণে বন্ধ রয়েছে স্কুল ৷ বর্তমানে রাজ্যের করোনা সংক্রমণ কিছুটা কম রয়েছে ৷ বিভিন্ন জায়গায় স্কুল খোলার দাবিতে সরব হয়েছেন ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষিকারাও ।

পরিস্থিতির উন্নতি হওয়ায় পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর পর স্কুল-কলেজ খোলার চেষ্টার কথা ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই রাজ্যে শুরু হল স্কুল খোলার প্রস্তুতির প্রথম ধাপ ৷ সে মতোই স্কুল শিক্ষা দফতর প্রতি জেলার ডিআইদের মাধ্যমে স্কুলগুলিতে একটি ফর্ম পাঠিয়েছে।

ফর্মটিতে জানতে চাওয়া হয়েছে স্কুলগুলির কী পরিস্থিতিতে রয়েছে অর্থাৎ ক্লাস রুমের অবস্থা, মিড-ডে মিলের রান্নাঘর, শৌচালয় সহ বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছে ৷ পাশাপাশি স্কুলের পরিকাঠামোগত কোনও মেরামতের প্রয়োজন রয়েছে কি না তাও জানতে চাওয়া হয়েছে ফর্মটিতে।

আরও পড়ুন : Kanyashree Divas : মেয়েদের সাফল্য উদযাপন করছি, কন্যাশ্রী দিবসে শুভেচ্ছা মমতার

এছাড়াও সমস্ত স্কুল চত্বর ও ক্লাসরুম পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও স্যানিটাইজেশনের জন্য কত খরচ পড়তে পারে তার একটা আনুমানিক হিসেব দিতে বলা হয়েছে স্কুলগুলিকে। ফর্মগুলি পূরণ করে ই-মেল করে পাঠাতে হবে। সেগুলি জমা পড়ার পর খতিয়ে দেখে খরচের হিসেব করা হবে বলে সূত্রের খবর।

Last Updated : Aug 14, 2021, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.