ETV Bharat / state

Dust in Air: রাস্তার ধুলো হঠাতে 6 মন্ত্রীকে পথে নামাচ্ছে পরিবেশ দফতর - বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ

শীত পড়তেই বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ (Dust in Air) বাড়ছে ৷ সমস্য়া মোকাবিলায় রাজ্য়ের ছ'টি শহরের রাস্তায় জল ছড়ানো হবে ৷ জানালেন পরিবেশ মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhunia) ৷

Department of Environment will spray water on roads to reduce Dust in Air
Dust in Air: শীতে ধুলোর প্রকোপ কমাতে রাস্তায় জল ছড়াবে পরিবেশ দফতর
author img

By

Published : Nov 23, 2022, 7:45 PM IST

কলকাতা, 23 নভেম্বর: শীতকাল পড়তে না-পড়তেই বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ (Dust in Air) বৃদ্ধি পেতে শুরু করেছে ৷ বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা যত কমবে, ধূলিকণার এই পরিমাণ তত বাড়বে ৷ এই পরিস্থিতিতে অনেকেরই শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয় ৷ গ্রামের তুলনায় শহরাঞ্চলে এই সমস্যা আরও বেশি হয় ৷ তাই পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে রাজ্য পরিবেশ দফতর (Department of Environment) ৷ স্থির করা হয়েছে, আগামী 26 নভেম্বর থেকে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশ দফতরের যৌথ উদ্যোগে রাজ্যের ছ'টি শহরে দু'বেলা জল ছড়ানোর কাজ শুরু করা হবে ৷ বুধবার একথা জানালেন রাজ্য়ের পরিবেশ মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhunia) ৷

এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের ছয় মন্ত্রী ৷ তালিকায় প্রথমেই রয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্য়ের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি ধর্মতলা থেকে রাস্তায় জল ছড়ানোর প্রক্রিয়া শুরু করবেন ৷ বিধাননগরে সুজিত বসু, বারাকপুরে পার্থ ভৌমিক, হাওড়ায় অরূপ রায়, হলদিয়ায় বিপ্লব রায়চৌধুরী, আসানসোলে মলয় ঘটক এবং দুর্গাপুরে প্রদীপ মজুমদার এই কাজ করবেন ৷ তবে, লক্ষ্যণীয় বিষয় হল, পরিবেশ মন্ত্রী নিজে কোথাও ধুলো ভেজাতে রাস্তায় নামবেন না ৷ কেন এই সিদ্ধান্ত ?

আরও পড়ুন: 'উত্তর ভারত থেকে আসা' দূষিত বায়ু মোকাবিলায় গাছ লাগাবে রাজ্য

উত্তরে মানস ভুঁইয়া বলেন, "দলীয় কাজে ওই দিন আমাকে পুরুলিয়া যেতে হবে ৷ পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড মোড়ে দলীয় কর্মসূচিতে যোগ দিতে হবে ৷ তবে, আগামী 26 তারিখ, শনিবার রাজ্যের ছ'টি শহরে আমার সহকর্মীরা দায়িত্বের সঙ্গে এই কাজ শুরু করবেন ৷ এই কর্মসূচি চলবে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত ৷ দিনে দু'বার করে রাস্তায় জল দেওয়া হবে ৷ কোন শহরের কোন রুটে রাস্তা ধোয়া হবে, তা সংশ্লিষ্ট মন্ত্রীরাই স্থির করবেন ৷ খরচ দেবে পরিবেশ দফতর ৷"

ধুলো কমানোর দাওয়াই !

পরিবেশবিদরা বলছেন, শীতকালে তাপমাত্রা কমলেই বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ বাড়ে ৷ মূলত, পিএম 2.5 এবং পিএম 10, এই দুই ধরনের ভাসমান ধূলিকণার পরিমাণ বৃদ্ধি পায় ৷ যার মধ্যে পিএম 2.5 বেশি বিপজ্জনক ৷ পিএম 2.5 সরাসরি শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে ৷ আর পিএম 10 শ্বাস-প্রশ্বাসের সমস্যা ঘটায় ৷ কিন্তু, শহরের ব্যস্ত রাস্তাগুলিতে জল ছিটিয়ে ভাসমান ধূলিকণার পরিমাণ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায় ৷

একথা স্বীকার করলেও পরিবেশবিদ এসএম ঘোষ বলেন, "শুধুমাত্র রাস্তায় জল ছিটিয়ে বিশেষ লাভ হবে না ৷ রাস্তার পাশে থাকা গাছের পাতাও ধুয়ে দিতে হবে ৷ কারণ, গাছের পাতাতেও ধুলো জমে থাকে ৷ এতে গাছের শারীরবৃত্তীয় প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয় ৷ ফলে অক্সিজেনের উৎপাদন কমে ৷ তাই এদিকে নজর দেওয়াও দরকার ৷ পাশাপাশি, 15 বছরের বেশি পুরনো গাড়িও একেবারে নিষিদ্ধ করা দরকার ৷"

কলকাতা, 23 নভেম্বর: শীতকাল পড়তে না-পড়তেই বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ (Dust in Air) বৃদ্ধি পেতে শুরু করেছে ৷ বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা যত কমবে, ধূলিকণার এই পরিমাণ তত বাড়বে ৷ এই পরিস্থিতিতে অনেকেরই শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয় ৷ গ্রামের তুলনায় শহরাঞ্চলে এই সমস্যা আরও বেশি হয় ৷ তাই পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে রাজ্য পরিবেশ দফতর (Department of Environment) ৷ স্থির করা হয়েছে, আগামী 26 নভেম্বর থেকে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশ দফতরের যৌথ উদ্যোগে রাজ্যের ছ'টি শহরে দু'বেলা জল ছড়ানোর কাজ শুরু করা হবে ৷ বুধবার একথা জানালেন রাজ্য়ের পরিবেশ মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhunia) ৷

এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের ছয় মন্ত্রী ৷ তালিকায় প্রথমেই রয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্য়ের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি ধর্মতলা থেকে রাস্তায় জল ছড়ানোর প্রক্রিয়া শুরু করবেন ৷ বিধাননগরে সুজিত বসু, বারাকপুরে পার্থ ভৌমিক, হাওড়ায় অরূপ রায়, হলদিয়ায় বিপ্লব রায়চৌধুরী, আসানসোলে মলয় ঘটক এবং দুর্গাপুরে প্রদীপ মজুমদার এই কাজ করবেন ৷ তবে, লক্ষ্যণীয় বিষয় হল, পরিবেশ মন্ত্রী নিজে কোথাও ধুলো ভেজাতে রাস্তায় নামবেন না ৷ কেন এই সিদ্ধান্ত ?

আরও পড়ুন: 'উত্তর ভারত থেকে আসা' দূষিত বায়ু মোকাবিলায় গাছ লাগাবে রাজ্য

উত্তরে মানস ভুঁইয়া বলেন, "দলীয় কাজে ওই দিন আমাকে পুরুলিয়া যেতে হবে ৷ পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড মোড়ে দলীয় কর্মসূচিতে যোগ দিতে হবে ৷ তবে, আগামী 26 তারিখ, শনিবার রাজ্যের ছ'টি শহরে আমার সহকর্মীরা দায়িত্বের সঙ্গে এই কাজ শুরু করবেন ৷ এই কর্মসূচি চলবে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত ৷ দিনে দু'বার করে রাস্তায় জল দেওয়া হবে ৷ কোন শহরের কোন রুটে রাস্তা ধোয়া হবে, তা সংশ্লিষ্ট মন্ত্রীরাই স্থির করবেন ৷ খরচ দেবে পরিবেশ দফতর ৷"

ধুলো কমানোর দাওয়াই !

পরিবেশবিদরা বলছেন, শীতকালে তাপমাত্রা কমলেই বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ বাড়ে ৷ মূলত, পিএম 2.5 এবং পিএম 10, এই দুই ধরনের ভাসমান ধূলিকণার পরিমাণ বৃদ্ধি পায় ৷ যার মধ্যে পিএম 2.5 বেশি বিপজ্জনক ৷ পিএম 2.5 সরাসরি শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে ৷ আর পিএম 10 শ্বাস-প্রশ্বাসের সমস্যা ঘটায় ৷ কিন্তু, শহরের ব্যস্ত রাস্তাগুলিতে জল ছিটিয়ে ভাসমান ধূলিকণার পরিমাণ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায় ৷

একথা স্বীকার করলেও পরিবেশবিদ এসএম ঘোষ বলেন, "শুধুমাত্র রাস্তায় জল ছিটিয়ে বিশেষ লাভ হবে না ৷ রাস্তার পাশে থাকা গাছের পাতাও ধুয়ে দিতে হবে ৷ কারণ, গাছের পাতাতেও ধুলো জমে থাকে ৷ এতে গাছের শারীরবৃত্তীয় প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয় ৷ ফলে অক্সিজেনের উৎপাদন কমে ৷ তাই এদিকে নজর দেওয়াও দরকার ৷ পাশাপাশি, 15 বছরের বেশি পুরনো গাড়িও একেবারে নিষিদ্ধ করা দরকার ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.