ETV Bharat / state

Dengue in West Bengal: উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি, অগস্টে আক্রান্ত 15 হাজারের বেশি! - কলকাতার ডেঙ্গি পরিস্থিতি

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে ৷ অগস্ট মাসে এরাজ্যে মশাবাহিত এই রোগে 15 হাজার 672 জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 8:04 PM IST

Updated : Sep 17, 2023, 8:21 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: ডেঙ্গিকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতি রাজ্যে। শুধুমাত্র অগস্ট মাসেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 15 হাজার 672 জন । যা রীতিমত ভয় ধরাচ্ছে । গত বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি রিভিউ বৈঠক হয় । সেই বৈঠকে 5 সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত জেলা এবং পৌরসভা ধরে ধরে পুরো রাজ্যের সার্বিক ডেঙ্গি পরিস্থিতি কী, তার হিসেব দেখা হয় । এক্ষেত্রে যা পরিসংখ্যান উঠে এসেছে তা রীতিমত উদ্বেগজনক ।

রিভিউ বৈঠকে দেখা গিয়েছে 5 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত 24 হাজার 709 জন ৷ জুন মাস থেকেই রাজ্যে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । অগস্ট মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 15 হাজার 672 । কলকাতা পৌরসভা এলাকাতেই ডেঙ্গি আক্রান্ত এর সংখ্যা দেড় হাজার ৷ রাজ্যে জুন মাসে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন 624 জন । জুলাই মাসে এক লাফে সেই সংখ্যাই বেড়ে দাঁড়ায় 3 হাজার 778 ৷ আর তার ঠিক পরের মাসের হিসাব আরও ভয়াবহ । অগস্ট মাস নাগাদ রাজ্যে 15 হাজার 672 জন ডেঙ্গিতে আক্রান্ত হন ।

মশাবাহিত এই রোগে শুধু আক্রান্ত নয়, মৃত্যুও হয়েছে বহু মানুষের । বেসরকারি তথ্য অনুযায়ী রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 31 জনের । তবে সরকারি মতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাত্র 3 জনের । এই বিষয়ে মেডিক্যাল সার্ভিস সেন্টারের কলকাতা জেলার যুগ্ম সম্পাদক চিকিৎসক কবিউল হক বলেন, "মশাবাহিত এই রোগকে ঠেকানোর জন্য রাজ্য সরকারের যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার তার কিছুই আমরা দেখতে পাচ্ছি না । নাগরিকদের সচেতন হতে হবে । তবে এর পাশাপাশি সরকারকেও যথাযথ ব্যবস্থা নিতে হবে । বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা করা অনেকের পক্ষেই সম্ভব নয় । সরকারি হাসপাতালের বেডগুলি ভর্তি । তাই সেখানে সরকারের উচিত সঠিক ব্যবস্থাগুলি নেওয়া । সামনে পুজো আসছে সব জায়গায় খুঁটি পোতা চলছে । সেই সব জায়গায় জল জমে যাতে ডেঙ্গি মশার উৎপত্তি না হয় তা দেখার দায়িত্ব সরকারেরই । পরিসংখ্যান লুকিয়ে রাখতে আগের সরকারকেও দেখেছি, এই সরকারের এই প্রবণতা বেশি দেখছি ।"

আরও পড়ুন: শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে ডেঙ্গি ! শনাক্ত করুন এই লক্ষণ দিয়ে

তাঁর মতে, রোগীর মৃত্যুর যথার্থ কারণ জানানো উচিত ৷ যদি বলা হয় ডেঙ্গিতে তিনজনের মৃত্যু হয়েছে, তা কোনও মতেই সঠিক নয় ৷ কোনও এক রোগী যদি ডেঙ্গিতে আক্রান্ত হন ও তাঁর মৃত্যু হয় এবং তার যদি কমোর্বিডি থাকে তাহলে তাঁর মৃত্যুর কারণ ডেঙ্গিই হবে ।

কলকাতা, 17 সেপ্টেম্বর: ডেঙ্গিকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতি রাজ্যে। শুধুমাত্র অগস্ট মাসেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 15 হাজার 672 জন । যা রীতিমত ভয় ধরাচ্ছে । গত বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি রিভিউ বৈঠক হয় । সেই বৈঠকে 5 সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত জেলা এবং পৌরসভা ধরে ধরে পুরো রাজ্যের সার্বিক ডেঙ্গি পরিস্থিতি কী, তার হিসেব দেখা হয় । এক্ষেত্রে যা পরিসংখ্যান উঠে এসেছে তা রীতিমত উদ্বেগজনক ।

রিভিউ বৈঠকে দেখা গিয়েছে 5 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত 24 হাজার 709 জন ৷ জুন মাস থেকেই রাজ্যে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । অগস্ট মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 15 হাজার 672 । কলকাতা পৌরসভা এলাকাতেই ডেঙ্গি আক্রান্ত এর সংখ্যা দেড় হাজার ৷ রাজ্যে জুন মাসে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন 624 জন । জুলাই মাসে এক লাফে সেই সংখ্যাই বেড়ে দাঁড়ায় 3 হাজার 778 ৷ আর তার ঠিক পরের মাসের হিসাব আরও ভয়াবহ । অগস্ট মাস নাগাদ রাজ্যে 15 হাজার 672 জন ডেঙ্গিতে আক্রান্ত হন ।

মশাবাহিত এই রোগে শুধু আক্রান্ত নয়, মৃত্যুও হয়েছে বহু মানুষের । বেসরকারি তথ্য অনুযায়ী রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 31 জনের । তবে সরকারি মতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাত্র 3 জনের । এই বিষয়ে মেডিক্যাল সার্ভিস সেন্টারের কলকাতা জেলার যুগ্ম সম্পাদক চিকিৎসক কবিউল হক বলেন, "মশাবাহিত এই রোগকে ঠেকানোর জন্য রাজ্য সরকারের যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার তার কিছুই আমরা দেখতে পাচ্ছি না । নাগরিকদের সচেতন হতে হবে । তবে এর পাশাপাশি সরকারকেও যথাযথ ব্যবস্থা নিতে হবে । বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা করা অনেকের পক্ষেই সম্ভব নয় । সরকারি হাসপাতালের বেডগুলি ভর্তি । তাই সেখানে সরকারের উচিত সঠিক ব্যবস্থাগুলি নেওয়া । সামনে পুজো আসছে সব জায়গায় খুঁটি পোতা চলছে । সেই সব জায়গায় জল জমে যাতে ডেঙ্গি মশার উৎপত্তি না হয় তা দেখার দায়িত্ব সরকারেরই । পরিসংখ্যান লুকিয়ে রাখতে আগের সরকারকেও দেখেছি, এই সরকারের এই প্রবণতা বেশি দেখছি ।"

আরও পড়ুন: শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে ডেঙ্গি ! শনাক্ত করুন এই লক্ষণ দিয়ে

তাঁর মতে, রোগীর মৃত্যুর যথার্থ কারণ জানানো উচিত ৷ যদি বলা হয় ডেঙ্গিতে তিনজনের মৃত্যু হয়েছে, তা কোনও মতেই সঠিক নয় ৷ কোনও এক রোগী যদি ডেঙ্গিতে আক্রান্ত হন ও তাঁর মৃত্যু হয় এবং তার যদি কমোর্বিডি থাকে তাহলে তাঁর মৃত্যুর কারণ ডেঙ্গিই হবে ।

Last Updated : Sep 17, 2023, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.