কলকাতা, 15 নভেম্বর: তিলোত্তমায় ফের প্রাণ কাড়ল ডেঙ্গি (Dengue Claims 2 Life)৷ বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হল দুই ডেঙ্গি আক্রান্তের । উত্তর 24 পরগনার বারাসাতের বাসিন্দা মল্লিকা দাস (24) ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালে । সোমবার রাতে তাঁর মৃত্যু হয়েছে । হাসপাতাল সূত্রে খবর, প্রথমে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মল্লিকাকে । সেখানে শারীরিক অবস্থার সংকটজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে । সেখানেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে । এদিন ডেঙ্গি শক সিনড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই তরুণীর ।
একইদিনে আইডি হাসপাতালেই মৃত্যু হয়েছে আমিনা খাতুনের (39) । রাজারহাটের বাসিন্দা আমিনা। প্রবল জ্বর নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি । চিকিৎসা শুরু করতে না করতেই সোমবার মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন: করোনার পর ডেঙ্গি বা ম্যালেরিয়া কতটা ভয়াবহ? জানাচ্ছেন চিকিৎসকরা
এই দিনে ডেঙ্গি জোড়া মৃত্য়ুতে আতঙ্ক ছড়িয়েছে শহরে ৷ ডেঙ্গি ঘিরে ক্রমেই বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ঠান্ডা পড়লেই ডেঙ্গি কমবে। তবে চিকিৎসকদের মতে সেই নিয়ে রয়েছে আশঙ্কা। অন্যদিকে এখনও রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা কত তা স্পষ্ট করে জানা যায়নি। তবে ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত প্রায় 52 হাজার।