ETV Bharat / state

Dengue in Kolkata: ফুটপাথে বাঁশের বেড়াই মশার আঁতুড়ঘর ! উদাসীনতার অভিযোগ কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে - bamboo holes in kolkata footpath

কলকাতার ফুটপাথে গাছের চারা লাগানো হয়েছে ৷ সেই চারাগুলি বাঁশ দিয়ে ঘিরে রাখা আছে ৷ এদিকে সেই বাঁশের মাথায় জমা জলে ডিম পাড়ছে ডেঙ্গি মশা ৷

ETV Bharat
বাঁশের বেড়াই মশার আঁতুড়ঘর
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 9:56 AM IST

Updated : Sep 26, 2023, 10:38 AM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: রাস্তার ফুটপাথেই মশার বসত ৷ শহরের বিভিন্ন জায়গায় ফুটপাথের ধার ধরে রয়েছে গ্রিন বাফার জোন ৷ সবুজায়ন করতে লাগানো হয়েছে গাছের চারা ৷ সেই চারাগুলির সুরক্ষায় দেওয়া হয়েছে সুন্দর সবুজ, হলুদ রঙের বাঁশের বেড়া ৷ এদিকে বর্ষার মরশুমে সেই বাঁশের বেড়াই হয়েছে ডেঙ্গি মশা ইডিস ইজিপটাইয়ের আঁতুড়ঘর ৷ এমন জায়গায় ডেঙ্গির মশার খোঁজ পেয়ে মাথায় হাত কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের ভেক্টর কন্ট্রোল বিভাগের কর্মীদের ৷ তবে এতে উদাসীনতার ছবির বদল হয়নি বিন্দুমাত্র ৷

বেশ কিছুদিন আগে বালিগঞ্জ সার্কুলার রোড, বিধান সরণি, এস এন ব্যানার্জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ একাধিক রাস্তায় ফুটপাথের ধার ধরে এই গ্রিন বাফার জোন দেখা যাচ্ছে ৷ এত দিন এই জায়গাগুলিতে লোহার রেলিং লাগানো হত ৷ তবে পৌরনিগমের আর্থিক সংকট সামাল দিতে বিকল্প বাঁশের সুন্দর বেড়া দেওয়া শুরু হয়েছে ৷ দেখতেও ভালো লাগছে ৷

সাজানো রঙিন বাঁশের মাথাগুলিতেই বর্ষার জল জমেছে ৷ সেখানে ডিম পাড়ছে ডেঙ্গি মশা ৷ কিন্তু নজরদারি না-থাকায় প্রায় অধিকাংশ জায়গায় এই মশার বাড়বাড়ন্ত ৷ এই ঘটনা চোখে আসতেই প্যান্ডেল নিয়ে ক্লাব কর্তাদের সতর্ক করেছে ভেক্টর কন্ট্রোল কর্মীরা ৷ কর্পোরেশনের তরফে পুজো কমিটিগুলির কাছে চিঠি দেওয়া হয়েছে, যাতে লম্বা বাঁশগুলির মাথায় বালি দেওয়া হয় ৷

কলকাতা পৌরনিগমের পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাস জানান, বাঁশের মাথায় গর্ত থাকে ৷ আর সেই বাঁশটি লম্বা করে লাগানো হলে সেই গর্তে জল জমা হতে থাকে ৷ জমে থাকা জলে ইডিস ইজিপটাই মশারা ডিম পাড়ে ৷ সেখান থেকে পূর্ণাঙ্গ মশা সৃষ্টি হয় ৷ তাই ওই ধরনের মাথাগুলি কোনও ভাবে ঢেকে দিতে হবে ৷ বালি দিয়ে বুজিয়ে দিলেও হবে ৷ জল যেন কোনও ভাবেই না জমতে পারে ৷ একটি টায়ারে জল জমে থাকলে সেখান থেকে দু-একটা নয় প্রায় 5 হাজার পূর্ণাঙ্গ মশার জন্ম হতে পারে ৷ আর বাঁশ বা ফুলদানির মতো সরু অংশে প্রায় একসঙ্গে শতাধিক ডেঙ্গি মশা জন্মাতে পারে ৷

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার সেলিমপুর এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয় এক ব্যক্তি ৷ তাঁর বাড়ির আশপাশে অভিযান চালাতে গিয়েই ভেক্টর কন্ট্রোল টিমের সামনে এই ঘটনা উঠে আসে ৷

এরপর উদ্যান বিভাগকে স্বাস্থ্য বিভাগের ভেক্টর কন্ট্রোলের পক্ষে জানানো হয়েছিল, এই সব বাফার জোন বা যে সব ডিভাইডার উদ্যানে বাঁশের বেড়া ব্যবহার করা হবে, সেই সব জায়গায় বাঁশের মাথা ঢাকা বা কিছু দিয়ে বুজিয়ে দিতে হবে ৷ যাতে কোনও ভাবেই সেখানে জল জমতে না পারে ৷

পাশাপশি আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে বহু জায়গায় মণ্ডপের কাজ শুরু হয়েছে ৷ সেখানে ক্লাব কর্তাদের সতর্ক করা হয়েছে ৷ কাউন্সিলররা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন বলেই আশাবাদী স্বাস্থ্য কর্তারা ৷ কিন্তু বাফার জোন এখনও যেমনকার তেমনই আছে ৷

আরও পড়ুন: ডেঙ্গির বাড়বাড়ন্ত, মশা সেজে রাস্তায় সচেতনতার বার্তা যুবকের

কলকাতা, 26 সেপ্টেম্বর: রাস্তার ফুটপাথেই মশার বসত ৷ শহরের বিভিন্ন জায়গায় ফুটপাথের ধার ধরে রয়েছে গ্রিন বাফার জোন ৷ সবুজায়ন করতে লাগানো হয়েছে গাছের চারা ৷ সেই চারাগুলির সুরক্ষায় দেওয়া হয়েছে সুন্দর সবুজ, হলুদ রঙের বাঁশের বেড়া ৷ এদিকে বর্ষার মরশুমে সেই বাঁশের বেড়াই হয়েছে ডেঙ্গি মশা ইডিস ইজিপটাইয়ের আঁতুড়ঘর ৷ এমন জায়গায় ডেঙ্গির মশার খোঁজ পেয়ে মাথায় হাত কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের ভেক্টর কন্ট্রোল বিভাগের কর্মীদের ৷ তবে এতে উদাসীনতার ছবির বদল হয়নি বিন্দুমাত্র ৷

বেশ কিছুদিন আগে বালিগঞ্জ সার্কুলার রোড, বিধান সরণি, এস এন ব্যানার্জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ একাধিক রাস্তায় ফুটপাথের ধার ধরে এই গ্রিন বাফার জোন দেখা যাচ্ছে ৷ এত দিন এই জায়গাগুলিতে লোহার রেলিং লাগানো হত ৷ তবে পৌরনিগমের আর্থিক সংকট সামাল দিতে বিকল্প বাঁশের সুন্দর বেড়া দেওয়া শুরু হয়েছে ৷ দেখতেও ভালো লাগছে ৷

সাজানো রঙিন বাঁশের মাথাগুলিতেই বর্ষার জল জমেছে ৷ সেখানে ডিম পাড়ছে ডেঙ্গি মশা ৷ কিন্তু নজরদারি না-থাকায় প্রায় অধিকাংশ জায়গায় এই মশার বাড়বাড়ন্ত ৷ এই ঘটনা চোখে আসতেই প্যান্ডেল নিয়ে ক্লাব কর্তাদের সতর্ক করেছে ভেক্টর কন্ট্রোল কর্মীরা ৷ কর্পোরেশনের তরফে পুজো কমিটিগুলির কাছে চিঠি দেওয়া হয়েছে, যাতে লম্বা বাঁশগুলির মাথায় বালি দেওয়া হয় ৷

কলকাতা পৌরনিগমের পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাস জানান, বাঁশের মাথায় গর্ত থাকে ৷ আর সেই বাঁশটি লম্বা করে লাগানো হলে সেই গর্তে জল জমা হতে থাকে ৷ জমে থাকা জলে ইডিস ইজিপটাই মশারা ডিম পাড়ে ৷ সেখান থেকে পূর্ণাঙ্গ মশা সৃষ্টি হয় ৷ তাই ওই ধরনের মাথাগুলি কোনও ভাবে ঢেকে দিতে হবে ৷ বালি দিয়ে বুজিয়ে দিলেও হবে ৷ জল যেন কোনও ভাবেই না জমতে পারে ৷ একটি টায়ারে জল জমে থাকলে সেখান থেকে দু-একটা নয় প্রায় 5 হাজার পূর্ণাঙ্গ মশার জন্ম হতে পারে ৷ আর বাঁশ বা ফুলদানির মতো সরু অংশে প্রায় একসঙ্গে শতাধিক ডেঙ্গি মশা জন্মাতে পারে ৷

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার সেলিমপুর এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয় এক ব্যক্তি ৷ তাঁর বাড়ির আশপাশে অভিযান চালাতে গিয়েই ভেক্টর কন্ট্রোল টিমের সামনে এই ঘটনা উঠে আসে ৷

এরপর উদ্যান বিভাগকে স্বাস্থ্য বিভাগের ভেক্টর কন্ট্রোলের পক্ষে জানানো হয়েছিল, এই সব বাফার জোন বা যে সব ডিভাইডার উদ্যানে বাঁশের বেড়া ব্যবহার করা হবে, সেই সব জায়গায় বাঁশের মাথা ঢাকা বা কিছু দিয়ে বুজিয়ে দিতে হবে ৷ যাতে কোনও ভাবেই সেখানে জল জমতে না পারে ৷

পাশাপশি আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে বহু জায়গায় মণ্ডপের কাজ শুরু হয়েছে ৷ সেখানে ক্লাব কর্তাদের সতর্ক করা হয়েছে ৷ কাউন্সিলররা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন বলেই আশাবাদী স্বাস্থ্য কর্তারা ৷ কিন্তু বাফার জোন এখনও যেমনকার তেমনই আছে ৷

আরও পড়ুন: ডেঙ্গির বাড়বাড়ন্ত, মশা সেজে রাস্তায় সচেতনতার বার্তা যুবকের

Last Updated : Sep 26, 2023, 10:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.