ETV Bharat / state

মেটিয়াব্রুজ়ে বিদ্যুৎ পরিষেবার দাবিতে বিক্ষোভ, জখম তৃণমূল বিধায়ক

মেটিয়াব্রুজ়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে অবরোধ । বিক্ষোভকারীদের ছোড়া ইটে জখম তৃণমূল বিধায়ক ।

ছবি
ছবি
author img

By

Published : May 26, 2020, 7:52 PM IST

Updated : May 26, 2020, 8:51 PM IST

কলকাতা, 26 মে : বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে অবরোধ মেটিয়াব্রুজ়ে । বিক্ষোভকারীদের ছোড়া ইটে গুরুতর জখম হলেন তৃণমূল বিধায়ক আবদুল খালেক মোল্লা। বর্তমানে তিনি CMRI হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাস্থানে পুলিশ বাহিনী নিয়ে পৌঁছান DC পোর্ট । হামলাকারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

নাদিয়াল থানার কাঞ্চনতলা এলাকা গত সাত দিন ধরে বিদ্যুৎহীন। জলের সমস্যাও রয়েছে । এই পরিস্থিতিতেই ইদ পালিত হয়েছে। এনিয়ে স্থানীয়রা বারবার বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন । যাতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়। এলাকাবাসীর অভিযোগ, বিধায়কের সঙ্গে দেখা করার পরও কোনও লাভ হয়নি । আজ CESC-র তরফে জানানো হয়েছে, রাজাবাগান-নাদিয়াল থানায় এলাকায় বেশ কিছু সমস্যা রয়েছে। তাই বিদ্যুৎ পরিষেবা শুরু করা যাচ্ছে না । এরপরই বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থানে পৌঁছান বিধায়ক আবদুল খালেক মোল্লা। তারপর পরিস্থিতি আরও জটিল হয় । কিছুক্ষণের মধ্যেই ইট বৃষ্টি শুরু হয়ে যায়। ইটের আঘাতে গুরুতর জখম হন বিধায়ক। জখম হন আরও দু'জন। তড়িঘড়ি বিধায়ককে CMRI হাসপাতালে ভরতি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় নাদিয়াল থানার পুলিশ । কিন্তু পরিস্থিতির সামাল দেওয়া যায়নি । পরে পৌঁছায় পোর্ট থানার পুলিশ বাহিনী ।

মেটিয়াব্রুজ়ে বিক্ষোভ, জখম তৃণমূল বিধায়ক

ঘটনাস্থানে আসেন DC পোর্ট ওয়াকার রাজা। তিনি বলেন, "পুলিশি হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে । ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হচ্ছে। দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে।"

কলকাতা, 26 মে : বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে অবরোধ মেটিয়াব্রুজ়ে । বিক্ষোভকারীদের ছোড়া ইটে গুরুতর জখম হলেন তৃণমূল বিধায়ক আবদুল খালেক মোল্লা। বর্তমানে তিনি CMRI হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাস্থানে পুলিশ বাহিনী নিয়ে পৌঁছান DC পোর্ট । হামলাকারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

নাদিয়াল থানার কাঞ্চনতলা এলাকা গত সাত দিন ধরে বিদ্যুৎহীন। জলের সমস্যাও রয়েছে । এই পরিস্থিতিতেই ইদ পালিত হয়েছে। এনিয়ে স্থানীয়রা বারবার বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন । যাতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়। এলাকাবাসীর অভিযোগ, বিধায়কের সঙ্গে দেখা করার পরও কোনও লাভ হয়নি । আজ CESC-র তরফে জানানো হয়েছে, রাজাবাগান-নাদিয়াল থানায় এলাকায় বেশ কিছু সমস্যা রয়েছে। তাই বিদ্যুৎ পরিষেবা শুরু করা যাচ্ছে না । এরপরই বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থানে পৌঁছান বিধায়ক আবদুল খালেক মোল্লা। তারপর পরিস্থিতি আরও জটিল হয় । কিছুক্ষণের মধ্যেই ইট বৃষ্টি শুরু হয়ে যায়। ইটের আঘাতে গুরুতর জখম হন বিধায়ক। জখম হন আরও দু'জন। তড়িঘড়ি বিধায়ককে CMRI হাসপাতালে ভরতি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় নাদিয়াল থানার পুলিশ । কিন্তু পরিস্থিতির সামাল দেওয়া যায়নি । পরে পৌঁছায় পোর্ট থানার পুলিশ বাহিনী ।

মেটিয়াব্রুজ়ে বিক্ষোভ, জখম তৃণমূল বিধায়ক

ঘটনাস্থানে আসেন DC পোর্ট ওয়াকার রাজা। তিনি বলেন, "পুলিশি হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে । ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হচ্ছে। দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে।"

Last Updated : May 26, 2020, 8:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.