কলকাতা, 25 ফেব্রুয়ারি : দিল্লির সংঘর্ষের আঁচ পড়েছে কলকাতাতেও । নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তর-পূর্ব দিল্লি এখন অগ্নিগর্ভ । বাড়ছে মৃতের সংখ্যা, ছড়িয়ে পড়ছে হিংসা । ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা । এই হিংসা-সংঘর্ষের বিরোধিতা করছে কলকাতা । শুরু হয়েছে রাস্তা অবরোধ । পরিস্থিতির আঁচ পেয়ে কলকাতা পুলিশ কমিশনার সতর্কতা জারি করেছেন । বিশেষ নির্দেশ রয়েছে ডেপুটি কমিশনরদের উপর ।
রফি আহমেদ কিদওয়াই রোড ও এস এন ব্যানার্জি রোডের সংযোগস্থলে অবরোধ করছেন বিরোধীরা । শহরের অন্যত্র এই প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে । তার আগেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে লালবাজার । পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করছে । কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা শহরের সবকটি ডিভিশনকে সতর্ক করে দিয়েছেন । বিশেষ বার্তা দেওয়া হয়েছে ডেপুটি কমিশনারদের । কোনওরকম অরাজক পরিস্থিতি কলকাতায় যাতে তৈরি না হয় তা দেখার জন্য সবকটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে ।
সম্প্রতি পুলিশকে লক্ষ্য করে জফরাবাদ এলাকায় পাথর ছোড়ে প্রতিবাদীরা । পুলিশের তরফে পালটা গুলি চালানো হয় । এখনও পর্যন্ত সেখানে 10 জনের মৃত্যু হয়েছে, গুলিতে জখম অনেকেই । দিল্লি প্রশাসন সূত্রে খবর, সবমিলিয়ে 150 জনেরও বেশি জখম হয়েছেন ৷
এই প্রসঙ্গে লালবাজারের এক শীর্ষ কর্তা বলেন, "এর আগেই পশ্চিমবঙ্গে যখন বিক্ষিপ্ত হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে তখন আমরা কলকাতায় আমরা বড় ঘটনা ঘটতে দিইনি । এবারও কলকাতা পুলিশ যাতে কোনও হিংসার ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর ।" যুগ্ম-কমিশনার হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার বলেন, "আমরা কলকাতার সবকটি থানাকে সতর্ক করে দিয়েছি । যে কোনও পরিস্থিতিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।"