ETV Bharat / state

ভুয়ো নথি, অভিষেককে সমন আদালতের - অভিষেককে সমন দিল্লির এক আদালতের

ভুয়ো নথি পেশের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করল দিল্লির এক আদালত । তাঁকে 7 সেপ্টেম্বরের আগে কোর্টে হাজির থাকতে বলা হয়েছে ।

ফাইল ছবি
author img

By

Published : Aug 14, 2019, 3:39 AM IST

দিল্লি, 14 অগাস্ট : তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুয়ো নথি পেশের অভিযোগে সমন জারি করল দিল্লির এক আদালত । মঙ্গলবার এই নির্দেশ জারি করা হয়েছে । তাঁকে 7 সেপ্টেম্বরের আগে কোর্টে হাজির থাকতে বলা হয়েছে ।

ভুয়ো ডিগ্রি মামলায় আগেই অভিষেককে আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু স্ত্রী সন্তান সম্ভবা, অসুস্থ এই যুক্তিতে সময় চান সাংসদ । এরপরই আদালত নির্দেশ দিয়েছে 7 সেপ্টেম্বরের আগে এ বিষয়ে প্রয়োজনীয় নথি পেশ করার জন্য । এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় নথিও পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে ।

ঘটনার সূত্রপাত 2014 সালে । 2014 ও 2019 পর পর দু'টি লোকসভা নির্বাচনে অংশ নেওয়ার আগে কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন সাংসদ, অভিযোগ এমনটাই । এই অভিযোগের প্রেক্ষিতেই আদালত নোটিশ পাঠায় সাংসদকে । যদিও অভিষেকের আইনজীবীর দাবি, এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন । মামলার কোনও যুক্তি নেই ।

দিল্লি, 14 অগাস্ট : তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুয়ো নথি পেশের অভিযোগে সমন জারি করল দিল্লির এক আদালত । মঙ্গলবার এই নির্দেশ জারি করা হয়েছে । তাঁকে 7 সেপ্টেম্বরের আগে কোর্টে হাজির থাকতে বলা হয়েছে ।

ভুয়ো ডিগ্রি মামলায় আগেই অভিষেককে আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু স্ত্রী সন্তান সম্ভবা, অসুস্থ এই যুক্তিতে সময় চান সাংসদ । এরপরই আদালত নির্দেশ দিয়েছে 7 সেপ্টেম্বরের আগে এ বিষয়ে প্রয়োজনীয় নথি পেশ করার জন্য । এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় নথিও পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে ।

ঘটনার সূত্রপাত 2014 সালে । 2014 ও 2019 পর পর দু'টি লোকসভা নির্বাচনে অংশ নেওয়ার আগে কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন সাংসদ, অভিযোগ এমনটাই । এই অভিযোগের প্রেক্ষিতেই আদালত নোটিশ পাঠায় সাংসদকে । যদিও অভিষেকের আইনজীবীর দাবি, এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন । মামলার কোনও যুক্তি নেই ।

Balangir (Odisha), Aug 13 (ANI): Harishankar Waterfall overflowed due to heavy rainfall in Odisha's Balangir on August 12. Later, the water entered inside Harishankar Temple in Balangir. Harishankar Waterfall is popularly known as a pilgrimage site in Odisha. Devotees who visit Harishankar Temple offer their prayers to two divine Hindu deities whose names are brought together as Harishankar where 'Hari' means Lord Vishnu and 'Shankar' means Lord Shiva.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.