ETV Bharat / state

অন্ধপ্রদেশে প্রবেশ গভীর নিম্নচাপের, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে

কলকাতায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

author img

By

Published : Oct 13, 2020, 12:27 PM IST

Weather office
Weather office

কলকাতা, 13 অক্টোবর : উত্তর অন্ধপ্রদেশের উপকূল এলাকায় প্রবেশ করেছে অতি গভীর নিম্নচাপ । স্থলভাগের প্রবেশের সময় ঝড়ের গতিবেগ 75 থেকে 80 কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকবে । ওড়িশা ও দক্ষিণের রাজ্যগুলোতে এই গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । অন্ধ্রপ্রদেশের সংলগ্ন এলাকাগুলোতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘণ্টায় । তবে, এই গভীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই গভীর নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে আজ বিশাখাপটনম ও নার্সার মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে । কাকিনাড়া উপকূলে যখন এই গভীর নিম্নচাপ স্পর্শ করবে তখন ঝড়ের গতি থাকবে 75 থেকে 80 কিলোমিটার । অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা ও পুদুচেরি উপকূলে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের ।

কলকাতায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তিকর গরম বাড়বে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 48 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে । বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় নিচের জেলাগুলোতে অস্বস্তিকর গরম অনুভূত হবে । আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানা গেছে, এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি । ঘূর্ণিঝড়ের যে বৈশিষ্ট্যগুলি থাকে সেগুলি এই অতি গভীর নিম্নচাপে নেই । তাই গভীর নিম্নচাপ রূপেই অন্ধপ্রদেশ মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ।

কলকাতা, 13 অক্টোবর : উত্তর অন্ধপ্রদেশের উপকূল এলাকায় প্রবেশ করেছে অতি গভীর নিম্নচাপ । স্থলভাগের প্রবেশের সময় ঝড়ের গতিবেগ 75 থেকে 80 কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকবে । ওড়িশা ও দক্ষিণের রাজ্যগুলোতে এই গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । অন্ধ্রপ্রদেশের সংলগ্ন এলাকাগুলোতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘণ্টায় । তবে, এই গভীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই গভীর নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে আজ বিশাখাপটনম ও নার্সার মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে । কাকিনাড়া উপকূলে যখন এই গভীর নিম্নচাপ স্পর্শ করবে তখন ঝড়ের গতি থাকবে 75 থেকে 80 কিলোমিটার । অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা ও পুদুচেরি উপকূলে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের ।

কলকাতায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তিকর গরম বাড়বে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 48 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে । বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় নিচের জেলাগুলোতে অস্বস্তিকর গরম অনুভূত হবে । আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানা গেছে, এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি । ঘূর্ণিঝড়ের যে বৈশিষ্ট্যগুলি থাকে সেগুলি এই অতি গভীর নিম্নচাপে নেই । তাই গভীর নিম্নচাপ রূপেই অন্ধপ্রদেশ মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.