ETV Bharat / state

70 শতাংশ কর্মী দিয়ে চালানো হবে সরকারি দপ্তর : মুখ্যমন্ত্রী - corona virus news

70 শতাংশ কর্মী দিয়ে রাজ্যের সরকারি দপ্তরগুলি চালানো হবে । যাতে দ্রুত রাজ্য়ের পরিস্থিতি স্বাভাবিক করা যায়।

ছবি
ছবি
author img

By

Published : May 29, 2020, 11:55 PM IST

কলকাতা, 29 মে : একদিকে বেড়ে চলেছে কোরোনা সংক্রমণ । অন্যদিকে আমফানের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত । এই পরিস্থিতিতে আজকের সাংবাদিক বৈঠকে রাজ্যের সরকারি দপ্তরগুলিতে কাজ স্বাভাবিক করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ।

সাংবাদিক বৈঠকের পর টুইটে মুখ্যমন্ত্রী বলেখেন, "রাজ্যে একের পর এক সংকটজনক পরিস্থিতি। এই পরিপ্রেক্ষিতে আমরা রাজ্যের সরকারি দপ্তরগুলিতে কর্মীসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি । 50 শতাংশ থেকে বাড়িয়ে 70 শতাংশ কর্মী দিয়ে সরকারি দপ্তর চালানো হবে । এই মুহূর্তে রাজ্য়ের যা পরিস্থিতি তা দ্রুত স্বাভাবিক করাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। এর ফলে পরিষেবারগুলি নিরবচ্ছিন্নভাবে শুরু করা যাবে ।"

  • With multiple crises in the state, we've decided to increase State Government workforce capacity from 50% to 70%. Continuation of restoration work is one of the top priorities & this workforce increase will ensure that public services are uninterrupted and unhindered. (1/3)

    — Mamata Banerjee (@MamataOfficial) May 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে বেসরকারি ক্ষেত্রে কর্মীদের যথাসম্ভব বাড়িতে থেকেই কাজ করার আবেদন করেছেন মুখ্য়মন্ত্রী । টুইটে তিনি লেখেন, "বেসরকারি ক্ষেত্রে আমি সবাইকে নিরাপদে থাকার আবেদন জানাচ্ছি । যথাসম্ভব বাড়িতে থেকেই কাজ করার চেষ্টা করুক বেসরকারি কর্মীরা। এক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলি তাঁদের নিজেদের পরিস্থিতি অনুযায়ী কর্মীসংখ্য়া বাড়ানো বা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং সেইমতো কাজ করবে ।"

আজকের সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের সমস্ত ধর্মীয় স্থান 1 জুন থেকে খোলা থাকবে ৷ পাট ও চা শিল্পের ক্ষেত্রে 100 শতাংশ কাজ শুরু হবে । পাশাপাশি বাসের আসন সংখ্যার সমান যাত্রী উঠতে পারবেন ৷ অর্থাৎ যতগুলি আসন, ততজন যাত্রী ৷

কলকাতা, 29 মে : একদিকে বেড়ে চলেছে কোরোনা সংক্রমণ । অন্যদিকে আমফানের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত । এই পরিস্থিতিতে আজকের সাংবাদিক বৈঠকে রাজ্যের সরকারি দপ্তরগুলিতে কাজ স্বাভাবিক করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ।

সাংবাদিক বৈঠকের পর টুইটে মুখ্যমন্ত্রী বলেখেন, "রাজ্যে একের পর এক সংকটজনক পরিস্থিতি। এই পরিপ্রেক্ষিতে আমরা রাজ্যের সরকারি দপ্তরগুলিতে কর্মীসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি । 50 শতাংশ থেকে বাড়িয়ে 70 শতাংশ কর্মী দিয়ে সরকারি দপ্তর চালানো হবে । এই মুহূর্তে রাজ্য়ের যা পরিস্থিতি তা দ্রুত স্বাভাবিক করাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। এর ফলে পরিষেবারগুলি নিরবচ্ছিন্নভাবে শুরু করা যাবে ।"

  • With multiple crises in the state, we've decided to increase State Government workforce capacity from 50% to 70%. Continuation of restoration work is one of the top priorities & this workforce increase will ensure that public services are uninterrupted and unhindered. (1/3)

    — Mamata Banerjee (@MamataOfficial) May 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে বেসরকারি ক্ষেত্রে কর্মীদের যথাসম্ভব বাড়িতে থেকেই কাজ করার আবেদন করেছেন মুখ্য়মন্ত্রী । টুইটে তিনি লেখেন, "বেসরকারি ক্ষেত্রে আমি সবাইকে নিরাপদে থাকার আবেদন জানাচ্ছি । যথাসম্ভব বাড়িতে থেকেই কাজ করার চেষ্টা করুক বেসরকারি কর্মীরা। এক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলি তাঁদের নিজেদের পরিস্থিতি অনুযায়ী কর্মীসংখ্য়া বাড়ানো বা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং সেইমতো কাজ করবে ।"

আজকের সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের সমস্ত ধর্মীয় স্থান 1 জুন থেকে খোলা থাকবে ৷ পাট ও চা শিল্পের ক্ষেত্রে 100 শতাংশ কাজ শুরু হবে । পাশাপাশি বাসের আসন সংখ্যার সমান যাত্রী উঠতে পারবেন ৷ অর্থাৎ যতগুলি আসন, ততজন যাত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.