ETV Bharat / state

Debasish Kumar: 'পকেটমারি হলেও এবার ছুটে যাবেন', রাজ্যপালকে কটাক্ষ মেয়র পারিষদ দেবাশিস কুমারের - মেয়র পারিষদ

"পকেটমারি হলেও এবার ছুটে যাবেন", কাটা গাছ দেখতে যাওয়ায় রাজ্যপালকে কটাক্ষ দেবাশিস কুমারের ৷

ETV bharat
রাজ্যপালকে কটাক্ষ দেবাশিস কুমারের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 10:56 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: ক্রমশই প্রকট হচ্ছে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত ৷ শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য নানা বিষয় রাজ্যের সঙ্গে তীব্র সংঘাত তৈরি হচ্ছে রাজ্যপালের। তারমধ্যেই এবার নজিরবিহীন কাণ্ড ঘটালেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস । বড় গাছ কেটে ফেলার খবর কাগজে বড় গাছ কেটে ফেলার খবর পেয়েই বালিগঞ্জ এলাকায় পরিদর্শনে গেলেন । এই অতিসক্রিয়তা নিয়ে অবশ্য রাজ্যপালকে নিশানা করল কলকাতা পৌরনিগম । উদ্যান বিভাগের মেয়র পরিষদ সদস্য ও রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমারের কটাক্ষ বলন, "এবার কারও পকেটমারি খবর হলেও দেখে ছুটবেন ।"

গাছ কাটা নিয়ে এবার টানাপোড়েন শুরু হল কলকাতা পৌরনিগম এবং রাজভবনের মধ্যে ৷ যে গাছ নিয়ে এই বিতর্ক সেই বালিগঞ্জে আশি বছরের পুরনো অশ্বথ গাছ কাটা হয়েছে রবিবার । সোমবার 69 নম্বর ওয়ার্ডে ওই গাছ কাটার খবর পাওয়ার পরেই মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে যায় কলকাতা পৌরনিগমের উদ‌্যান বিভাগের আধিকারিকরা । বিনা অনুমতিতে যাঁরা গাছ কেটেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানায় । এদিকে মঙ্গলবার সকালে হঠাৎই এলাকা পরিদর্শনে যান রাজ‌্যপাল সিভি আনন্দ বোস । তারপরেই বলেন, "কেটে ফেলা ওই অশ্বথ গাছের স্মৃতিতে আরও একশোটা গাছ লাগাবেন তিনি। কোনওটার নাম দেবেন রবীন্দ্রনাথ ঠাকুর, কোনওটা মাতঙ্গিনী হাজরার নামে ।"

আরও পড়ুন: উপাচার্য নিয়োগ বিলে সই না করা নিয়ে হাইকোর্টে রাজ্যপালের ভূমিকা প্রশ্নের মুখে

বন দফতরের আইন অনুযায়ী তাদের অনুমতি ছাড়া গাছ কাটা বেআইনি । এদিন মেয়র পারিষদ (উদ‌্যান) দেবাশিস কুমার বলেন, "বালিগঞ্জের ওই গাছ কাটার ঘটনায় যা যা ব‌্যবস্থা নেওয়া উচিৎ তা গ্রহন করেছি ।" রাজ‌্যপাল প্রসঙ্গে তাঁর মন্তব‌্য, "সক্রিয় হতে হতে রাজ‌্যপাল এমন জায়গায় চলে গিয়েছেন, কাল পকেটমারির খবর পেলে সেখানেও দৌড়ে যাবেন।"

কলকাতা, 12 সেপ্টেম্বর: ক্রমশই প্রকট হচ্ছে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত ৷ শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য নানা বিষয় রাজ্যের সঙ্গে তীব্র সংঘাত তৈরি হচ্ছে রাজ্যপালের। তারমধ্যেই এবার নজিরবিহীন কাণ্ড ঘটালেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস । বড় গাছ কেটে ফেলার খবর কাগজে বড় গাছ কেটে ফেলার খবর পেয়েই বালিগঞ্জ এলাকায় পরিদর্শনে গেলেন । এই অতিসক্রিয়তা নিয়ে অবশ্য রাজ্যপালকে নিশানা করল কলকাতা পৌরনিগম । উদ্যান বিভাগের মেয়র পরিষদ সদস্য ও রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমারের কটাক্ষ বলন, "এবার কারও পকেটমারি খবর হলেও দেখে ছুটবেন ।"

গাছ কাটা নিয়ে এবার টানাপোড়েন শুরু হল কলকাতা পৌরনিগম এবং রাজভবনের মধ্যে ৷ যে গাছ নিয়ে এই বিতর্ক সেই বালিগঞ্জে আশি বছরের পুরনো অশ্বথ গাছ কাটা হয়েছে রবিবার । সোমবার 69 নম্বর ওয়ার্ডে ওই গাছ কাটার খবর পাওয়ার পরেই মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে যায় কলকাতা পৌরনিগমের উদ‌্যান বিভাগের আধিকারিকরা । বিনা অনুমতিতে যাঁরা গাছ কেটেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানায় । এদিকে মঙ্গলবার সকালে হঠাৎই এলাকা পরিদর্শনে যান রাজ‌্যপাল সিভি আনন্দ বোস । তারপরেই বলেন, "কেটে ফেলা ওই অশ্বথ গাছের স্মৃতিতে আরও একশোটা গাছ লাগাবেন তিনি। কোনওটার নাম দেবেন রবীন্দ্রনাথ ঠাকুর, কোনওটা মাতঙ্গিনী হাজরার নামে ।"

আরও পড়ুন: উপাচার্য নিয়োগ বিলে সই না করা নিয়ে হাইকোর্টে রাজ্যপালের ভূমিকা প্রশ্নের মুখে

বন দফতরের আইন অনুযায়ী তাদের অনুমতি ছাড়া গাছ কাটা বেআইনি । এদিন মেয়র পারিষদ (উদ‌্যান) দেবাশিস কুমার বলেন, "বালিগঞ্জের ওই গাছ কাটার ঘটনায় যা যা ব‌্যবস্থা নেওয়া উচিৎ তা গ্রহন করেছি ।" রাজ‌্যপাল প্রসঙ্গে তাঁর মন্তব‌্য, "সক্রিয় হতে হতে রাজ‌্যপাল এমন জায়গায় চলে গিয়েছেন, কাল পকেটমারির খবর পেলে সেখানেও দৌড়ে যাবেন।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.