ETV Bharat / state

ভুয়ো ইমেল আইডি থেকে সেরাম ইন্সটিটিউটকে ইমেল করেছিল দেবাঞ্জন - Debanjan emailed Serum Institute

ধৃত দেবাঞ্জন দেব পুলিশকে জানায়, একাধিক সরকারি এজেন্সিগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সে । তাদের বিশ্বাস অর্জন করে একাধিক সরকারি স্টাম্প পেপার ও লেটারপ্যাড পেত দেবাঞ্জন । ফলে গোয়েন্দারা মনে করছেন এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে । পাশাপাশি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, দেবাঞ্জনের মোট 8টি ব্যাঙ্ক অ্যাক্যাউন্ট রয়েছে ।

Fake Vaccination Case
Fake Vaccination Case
author img

By

Published : Jun 27, 2021, 6:15 PM IST

কলকাতা, 27 জুন : কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এল । নিজেকে কলকাতা পুরসভার ডেপুটি সেক্রেটারি হিসাবে পরিচয় দিয়ে সেরাম ইস্টিটিউটের সঙ্গেও যোগাযোগ করেছিল দেবাঞ্জন । শুধু তাই নয়, ডেপুটি সেক্রেটারির নামে নকল ইমেল আইডিও তৈরি করেছিল সে । সেই ইমেল আইডি থেকে মেল করে সেরাম ইনস্টিটিউশনকে কোভিশিল্ড পাঠানোর অনুরোধ করেছিল ধৃত দেবাঞ্জন দেব । তার এহেন কীর্তি শুনে হতবাক গোয়েন্দারা । দেবাঞ্জনকে যতবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ততই নতুন নতুন তথ্য পাচ্ছেন গোয়েন্দারা ।

ধৃত দেবাঞ্জন দেব পুলিশকে জানায় একাধিক সরকারি এজেন্সিগুলির প্রতিনিধিদের সঙ্গে তার ভাল সম্পর্ক রয়েছে । তাদের থেকে সরকারি স্টাম্প পেপার ও লেটারপ্যাড পেত দেবাঞ্জন । ফলে গোয়েন্দারা মনে করছেন, এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে । পাশাপাশি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে দেবাঞ্জনের মোট 8টি ব্যাঙ্ক অ্যাক্যাউন্ট রয়েছে ।

আরও পড়ুন : দেবাঞ্জন-কাণ্ডে পরস্পরকে দোষারোপ তৃণমূলের দুই নেতার, তাল ঠুকছে বিজেপি

রবিবার লালবাজারে দেবাঞ্জনের সঙ্গী ও তার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ প্রয়োজনে আবার তাদের ডাকা হতে পারে বলে জানা গিয়েছে ।

কলকাতা, 27 জুন : কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এল । নিজেকে কলকাতা পুরসভার ডেপুটি সেক্রেটারি হিসাবে পরিচয় দিয়ে সেরাম ইস্টিটিউটের সঙ্গেও যোগাযোগ করেছিল দেবাঞ্জন । শুধু তাই নয়, ডেপুটি সেক্রেটারির নামে নকল ইমেল আইডিও তৈরি করেছিল সে । সেই ইমেল আইডি থেকে মেল করে সেরাম ইনস্টিটিউশনকে কোভিশিল্ড পাঠানোর অনুরোধ করেছিল ধৃত দেবাঞ্জন দেব । তার এহেন কীর্তি শুনে হতবাক গোয়েন্দারা । দেবাঞ্জনকে যতবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ততই নতুন নতুন তথ্য পাচ্ছেন গোয়েন্দারা ।

ধৃত দেবাঞ্জন দেব পুলিশকে জানায় একাধিক সরকারি এজেন্সিগুলির প্রতিনিধিদের সঙ্গে তার ভাল সম্পর্ক রয়েছে । তাদের থেকে সরকারি স্টাম্প পেপার ও লেটারপ্যাড পেত দেবাঞ্জন । ফলে গোয়েন্দারা মনে করছেন, এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে । পাশাপাশি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে দেবাঞ্জনের মোট 8টি ব্যাঙ্ক অ্যাক্যাউন্ট রয়েছে ।

আরও পড়ুন : দেবাঞ্জন-কাণ্ডে পরস্পরকে দোষারোপ তৃণমূলের দুই নেতার, তাল ঠুকছে বিজেপি

রবিবার লালবাজারে দেবাঞ্জনের সঙ্গী ও তার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ প্রয়োজনে আবার তাদের ডাকা হতে পারে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.