ETV Bharat / state

Deaf-Mute Woman Raped : ভর সন্ধ্যায় মূক ও বধির তরুণীকে ট্যাক্সিতে তুলে ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত

author img

By

Published : Jan 28, 2022, 8:59 PM IST

বাইপাস এলাকায় এক মূক ও বধির তরুণীকে জোর করে ট্যাক্সিতে তুলে ধর্ষণ ৷ অভিযোগ পাওয়ার 24 ঘণ্টার মধ্যে ট্যাক্সিচালককে গ্রেফতার করল লালবাজার (Deaf-Mute Woman raped) ৷

Deaf-Mute Woman raped
Deaf-Mute Woman raped

কলকাতা, 28 জানুয়ারি : ফের ধর্ষণের মতো জঘন্য ঘটনা খোদ কলকাতার বুকে ৷ ভর সন্ধ্যাবেলায় এক মূক ও বধির তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় ট্যাক্সিচালক ৷ তারপর ট্যাক্সিতেই চলে ধর্ষণ (Deaf-Mute Woman raped) ৷ বিভিন্ন জায়গায় ঘুরে বাইপাসের উপর নির্যাতিতা নামিয়ে দেয় অভিযুক্ত ৷ 25 জানুয়ারির এই ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে অভিযুক্ত ট্যাক্সিচালক কামার আলম ওরফে রাজা গ্রেফতার হওয়ার পর ৷ মূক ও বধির হলেও নির্যাতিতার বুদ্ধির জোরেই শ্রীঘরে ঠাঁই হয়েছে অভিযুক্তের ৷ তবে সূর্য ডোবার পর কলকাতার রাস্তায় মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে এই ঘটনায় ৷

পুলিশ সূত্রে খবর, 25 জানুয়ারি সন্ধ্যাবেলা প্রগতি ময়দান থানা এলাকার আম্বেদকর ব্রিজের কাছে এই ঘটনাটি ঘটে । ঘড়িতে তখন 6টা 45 মিনিট ৷ একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন মূক ও বধির ওই তরুণী ৷ আচমকাই একটি ট্যাক্সি এসে দাঁড়ায় তাঁর সামনে ৷ এরপর জোর করে তরুণীকে তুলে নিয়ে বাইপাসের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে ট্যাক্সিটি । অভিযোগ, তরুণীকে ধর্ষণ করে ওই ট্যাক্সিচালক । এরপর বাইপাসের উপর তাঁকে নামিয়ে দিয়ে এলাকা ছাড়ে কামার আলম নামে ওই ট্যাক্সিচালক ।

বাড়ি ফিরে ঘটনার কথা জানান ওই তরুণী (deaf and mute woman raped in kolkata) ৷ পরদিন পরিবারের এক সদস্যকে সঙ্গে নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ জানাতে যান নির্যাতিতা ৷ তবে ওই তরুণীকে প্রগতি ময়দান থানায় পাঠিয়ে দেওয়া হয় ৷ এরপর ওই তরুণীর সঙ্গে কথা বলেন মহিলা পুলিশ কর্মীরা ৷ তরুণীর ইশারা বুঝতে পারে এমন ব্যক্তির সাহায্য নেওয়া হয় ৷ কারণ নির্যাতিতার যাঁকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সেই ব্যক্তিও মূক এবং বধির ৷ খবর পেয়ে আসেন কলকাতা পুলিশের ডিসি এবং স্পেশাল গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা ৷

আরও পড়ুন : Delhi gang rape case: আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে লড়ছে 8 বছরের গণধর্ষিতা, দিল্লিতে আটক 2 বালক

ট্যাক্সির রং নীল-সাদা তা জানান তরুণী ৷ তবে ওই ট্যাক্সিটির সামনের অংশের রং কালো ছিল ৷ গোয়েন্দাদের এই তথ্য দেন তিনি ৷ আর তাতেই ঘুরে যায় তদন্তের মোড় ৷ রাতভর ওই বিশেষ রঙের ট্যাক্সির খোঁজে বাইপাসের উপর তল্লাশি চালায় পুলিশ ৷ তদন্তকারীরা ট্যাক্সিচালকদের একটি তালিকাও বের করে ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্তের নাম কামার আলম ওরফে রাজা ৷ বাড়ি আনন্দপুর এলাকাতেই ৷ বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে তুলে আনেন গোয়েন্দারা ৷ এরপর তাকে গ্রেফতার করা হয় ৷ তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ এবং একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।

কলকাতা, 28 জানুয়ারি : ফের ধর্ষণের মতো জঘন্য ঘটনা খোদ কলকাতার বুকে ৷ ভর সন্ধ্যাবেলায় এক মূক ও বধির তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় ট্যাক্সিচালক ৷ তারপর ট্যাক্সিতেই চলে ধর্ষণ (Deaf-Mute Woman raped) ৷ বিভিন্ন জায়গায় ঘুরে বাইপাসের উপর নির্যাতিতা নামিয়ে দেয় অভিযুক্ত ৷ 25 জানুয়ারির এই ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে অভিযুক্ত ট্যাক্সিচালক কামার আলম ওরফে রাজা গ্রেফতার হওয়ার পর ৷ মূক ও বধির হলেও নির্যাতিতার বুদ্ধির জোরেই শ্রীঘরে ঠাঁই হয়েছে অভিযুক্তের ৷ তবে সূর্য ডোবার পর কলকাতার রাস্তায় মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে এই ঘটনায় ৷

পুলিশ সূত্রে খবর, 25 জানুয়ারি সন্ধ্যাবেলা প্রগতি ময়দান থানা এলাকার আম্বেদকর ব্রিজের কাছে এই ঘটনাটি ঘটে । ঘড়িতে তখন 6টা 45 মিনিট ৷ একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন মূক ও বধির ওই তরুণী ৷ আচমকাই একটি ট্যাক্সি এসে দাঁড়ায় তাঁর সামনে ৷ এরপর জোর করে তরুণীকে তুলে নিয়ে বাইপাসের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে ট্যাক্সিটি । অভিযোগ, তরুণীকে ধর্ষণ করে ওই ট্যাক্সিচালক । এরপর বাইপাসের উপর তাঁকে নামিয়ে দিয়ে এলাকা ছাড়ে কামার আলম নামে ওই ট্যাক্সিচালক ।

বাড়ি ফিরে ঘটনার কথা জানান ওই তরুণী (deaf and mute woman raped in kolkata) ৷ পরদিন পরিবারের এক সদস্যকে সঙ্গে নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ জানাতে যান নির্যাতিতা ৷ তবে ওই তরুণীকে প্রগতি ময়দান থানায় পাঠিয়ে দেওয়া হয় ৷ এরপর ওই তরুণীর সঙ্গে কথা বলেন মহিলা পুলিশ কর্মীরা ৷ তরুণীর ইশারা বুঝতে পারে এমন ব্যক্তির সাহায্য নেওয়া হয় ৷ কারণ নির্যাতিতার যাঁকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সেই ব্যক্তিও মূক এবং বধির ৷ খবর পেয়ে আসেন কলকাতা পুলিশের ডিসি এবং স্পেশাল গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা ৷

আরও পড়ুন : Delhi gang rape case: আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে লড়ছে 8 বছরের গণধর্ষিতা, দিল্লিতে আটক 2 বালক

ট্যাক্সির রং নীল-সাদা তা জানান তরুণী ৷ তবে ওই ট্যাক্সিটির সামনের অংশের রং কালো ছিল ৷ গোয়েন্দাদের এই তথ্য দেন তিনি ৷ আর তাতেই ঘুরে যায় তদন্তের মোড় ৷ রাতভর ওই বিশেষ রঙের ট্যাক্সির খোঁজে বাইপাসের উপর তল্লাশি চালায় পুলিশ ৷ তদন্তকারীরা ট্যাক্সিচালকদের একটি তালিকাও বের করে ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্তের নাম কামার আলম ওরফে রাজা ৷ বাড়ি আনন্দপুর এলাকাতেই ৷ বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে তুলে আনেন গোয়েন্দারা ৷ এরপর তাকে গ্রেফতার করা হয় ৷ তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ এবং একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.