ETV Bharat / state

Dead Body Recoverd: আলিপুরে যুবকের রহস্যমৃত্যু ! খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ

আবাসনের নীচে থেকে এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল আলিপুরের জাজেস কোড রোড এলাকায় (Dead Body Recoverd in Alipore) ৷ মৃত যুবকের নাম সিদ্ধার্থ শর্মা ৷ বয়স 30 বছর ৷ কীভাবে এই ঘটনা ঘটল ? তাহলে কি অসতর্কতার বশেই উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে সিদ্ধার্থের? নাকি এটি আত্মহত্যার ঘটনা? এর তদন্তে আলিপুর থানার পুলিশ ৷

Dead Body Recoverd
আলিপুর থানা
author img

By

Published : Dec 28, 2022, 10:47 PM IST

আলিপুর, 28 ডিসেম্বর: আবাসনের নীচ থেকে উদ্ধার হল বছর ত্রিশের সিদ্ধার্থ শর্মা নামে এক যুবকের রক্তাক্ত দেহ (Dead Body Recoverd) । বুধবার ঘটনাটি ঘটেছে রাত সাড়ে সাতটা নাগাদ। এলাকার লোকজন প্রথমে দেহটি দেখতে পান এবং তাঁরাই ওই আবাসনে খবর দেন। খবর পৌঁছয় স্থানীয় আলিপুর থানায় (Alipore Police)।

পুলিশ এসে দেহটি সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ পুলিশ সূত্রের খবর, সিদ্ধার্থ শর্মা নামে 30 বছরের ওই যুবক জাজেস কোড রোড এলাকার একটি আবাসনে থাকতেন। ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা (Detective Department, Kolkata Police) । দেহের বাহ্যিক অংশে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। দেহটি প্রাথমিকভাবে দেখে গোয়েন্দাদের অনুমান উপর থেকে পড়েই মৃত্যু হয়েছে সিদ্ধার্থ শর্মার ।

আরও পড়ুন: নিখোঁজ মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য কেতুগ্রামে

সিদ্ধার্থের পরিবারের সদস্যদের সঙ্গে কথা ইতিমধ্যেই কথা বলেছে আলিপুর থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল অর্থাৎ অসতর্কতার বশেই কি উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে সিদ্ধার্থের ? নাকি এটি আত্মহত্যার ঘটনা ? পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য সামনে এসেছে গোয়েন্দাদের । প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, আবাসনের একটি জানলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। এই ঘটনায় আলিপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷

আলিপুর, 28 ডিসেম্বর: আবাসনের নীচ থেকে উদ্ধার হল বছর ত্রিশের সিদ্ধার্থ শর্মা নামে এক যুবকের রক্তাক্ত দেহ (Dead Body Recoverd) । বুধবার ঘটনাটি ঘটেছে রাত সাড়ে সাতটা নাগাদ। এলাকার লোকজন প্রথমে দেহটি দেখতে পান এবং তাঁরাই ওই আবাসনে খবর দেন। খবর পৌঁছয় স্থানীয় আলিপুর থানায় (Alipore Police)।

পুলিশ এসে দেহটি সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ পুলিশ সূত্রের খবর, সিদ্ধার্থ শর্মা নামে 30 বছরের ওই যুবক জাজেস কোড রোড এলাকার একটি আবাসনে থাকতেন। ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা (Detective Department, Kolkata Police) । দেহের বাহ্যিক অংশে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। দেহটি প্রাথমিকভাবে দেখে গোয়েন্দাদের অনুমান উপর থেকে পড়েই মৃত্যু হয়েছে সিদ্ধার্থ শর্মার ।

আরও পড়ুন: নিখোঁজ মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য কেতুগ্রামে

সিদ্ধার্থের পরিবারের সদস্যদের সঙ্গে কথা ইতিমধ্যেই কথা বলেছে আলিপুর থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল অর্থাৎ অসতর্কতার বশেই কি উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে সিদ্ধার্থের ? নাকি এটি আত্মহত্যার ঘটনা ? পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য সামনে এসেছে গোয়েন্দাদের । প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, আবাসনের একটি জানলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। এই ঘটনায় আলিপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.