ETV Bharat / state

করোনায় মৃতের দেহবদল, কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল

author img

By

Published : Jun 1, 2021, 10:17 PM IST

মে মাসের 12 তারিখে লেকটাউনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শঙ্কর গুছাইত (52)কে ৷ বেলেঘাটার বাসিন্দা তিনি ৷ করোনার চিকিৎসা চলছিল তাঁর ৷ তারপর গতকাল রাত সাড়ে এগারোটার সময় সংশ্লিষ্ট হাসপাতালেই মারা যান তিনি ৷ সমস্ত প্রোটকল মেনে দেহ যখন মৃতের আত্মীয়দের হাতে এসে পৌঁছায় তখন দেখা যায় দেহটি শঙ্করের দেহ নয় ৷ এরপরই হাসপাতাল চত্বরে মৃতের পরিবার বিক্ষোভ দেখাতে থাকে ৷

করোনায় মৃতের দেহবদল, কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল
করোনায় মৃতের দেহবদল, কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল

কলকাতা, 1 জুন : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের ৷ অনেক টালবাহানার পর তাঁর মৃতদেহ পরিবারের লোকের হাতে তুলেও দেওয়া হল ৷ কিন্তু প্লাস্টিক মোড়া মৃতের মুখ সরাতেই চমকে উঠলেন মৃতের পরিবারের লোক ৷ এ কি ! ইনি তো তাঁদের আত্মীয় নন ৷ সেই নিয়েই ধুন্ধুমার বাধল লেকটাউনের একটি বেসরকারি হাসপাতালের সামনে ৷ মৃতের পরিবার দেহবদলের অভিযোগ তুলেছেন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ কিন্তু দায় স্বীকার করেনি হাসপাতাল কর্তৃপক্ষ ৷

মে মাসের 12 তারিখে লেকটাউনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শঙ্কর গুছাইত (52)কে ৷ বেলেঘাটার বাসিন্দা তিনি ৷ করোনার চিকিৎসা চলছিল তাঁর ৷ তারপর গতকাল রাত সাড়ে এগারোটার সময় সংশ্লিষ্ট হাসপাতালেই মারা যান তিনি ৷ সমস্ত প্রোটকল মেনে দেহ যখন মৃতের আত্মীয়দের হাতে এসে পৌঁছায় তখন দেখা যায় দেহটি শঙ্করের দেহ নয় ৷ এরপরই হাসপাতাল চত্বরে মৃতের পরিবার বিক্ষোভ দেখাতে থাকে ৷

করোনায় মৃতের দেহবদল, কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল

মৃতের পরিবারের অভিযোগ, রোজ ভিডিয়ো কলে কথা বলার পর আজ কেন চেনা মানুষটিকে চেনা যাবে না ৷ প্লাস্টিকের কভারের মধ্যে অন্যের মৃতদেহ রেখে শঙ্কর গুছাইতের নাম, ঠিকানা লিখে দেওয়া হয়েছে ৷ পুলিশ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের হয়ে কথা বলছে ৷

আরও পড়ুন : সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল, ঘোষণা কেন্দ্রের

কলকাতা, 1 জুন : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের ৷ অনেক টালবাহানার পর তাঁর মৃতদেহ পরিবারের লোকের হাতে তুলেও দেওয়া হল ৷ কিন্তু প্লাস্টিক মোড়া মৃতের মুখ সরাতেই চমকে উঠলেন মৃতের পরিবারের লোক ৷ এ কি ! ইনি তো তাঁদের আত্মীয় নন ৷ সেই নিয়েই ধুন্ধুমার বাধল লেকটাউনের একটি বেসরকারি হাসপাতালের সামনে ৷ মৃতের পরিবার দেহবদলের অভিযোগ তুলেছেন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ কিন্তু দায় স্বীকার করেনি হাসপাতাল কর্তৃপক্ষ ৷

মে মাসের 12 তারিখে লেকটাউনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শঙ্কর গুছাইত (52)কে ৷ বেলেঘাটার বাসিন্দা তিনি ৷ করোনার চিকিৎসা চলছিল তাঁর ৷ তারপর গতকাল রাত সাড়ে এগারোটার সময় সংশ্লিষ্ট হাসপাতালেই মারা যান তিনি ৷ সমস্ত প্রোটকল মেনে দেহ যখন মৃতের আত্মীয়দের হাতে এসে পৌঁছায় তখন দেখা যায় দেহটি শঙ্করের দেহ নয় ৷ এরপরই হাসপাতাল চত্বরে মৃতের পরিবার বিক্ষোভ দেখাতে থাকে ৷

করোনায় মৃতের দেহবদল, কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল

মৃতের পরিবারের অভিযোগ, রোজ ভিডিয়ো কলে কথা বলার পর আজ কেন চেনা মানুষটিকে চেনা যাবে না ৷ প্লাস্টিকের কভারের মধ্যে অন্যের মৃতদেহ রেখে শঙ্কর গুছাইতের নাম, ঠিকানা লিখে দেওয়া হয়েছে ৷ পুলিশ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের হয়ে কথা বলছে ৷

আরও পড়ুন : সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল, ঘোষণা কেন্দ্রের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.