ETV Bharat / state

Primary TET: এ বছরের টেট আগামী 10 ডিসেম্বর, ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের - প্রাথমিক শিক্ষা পর্ষদ

Next Primary TET on 10th December: বুধবার সাংবাদিক বৈঠক করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল । তিনি জানান, এ বছরের টেট হবে আগামী 10 ডিসেম্বর ৷

Primary TET
Primary TET
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 6:29 PM IST

Updated : Sep 13, 2023, 11:03 PM IST

এ বছরের টেট আগামী 10 ডিসেম্বর

কলকাতা, 13 সেপ্টেম্বর: নিয়োগ দুর্নীতির মাঝেই বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের । ঘোষণা করা হল টেট পরীক্ষার দিন । ডিসেম্বর মাসের 10 তারিখ হবে টেট পরীক্ষা । বেলা 12টা থেকে 3টা পর্যন্ত চলবে পরীক্ষা । বুধবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন পর্ষদ সভাপতি গৌতম পাল । তবে পরীক্ষার জন্য বেশ কিছু নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে পরীক্ষা কেন্দ্রে ফিস্কিং, বায়োমেট্রিক, ক্যামেরা নজরদারি থাকবে । মূল ওএমআর শিটের সাহায্যে পরীক্ষা হবে । পরীক্ষার্থীরা তাঁদের উত্তরপত্রের একটি নকল কপি নিজের কাছে নিয়ে যেতে পারবে ।

বুধবারই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পর্ষদের ওয়েবসাইটে । ফর্ম ফিলাপ শুরু হবে ঠিক তার পরের দিন থেকেই । বৃহস্পতিবার সন্ধে 7টা থেকে শুরু হবে টেট-এর ফর্ম ফিলাপ । তবে শুরুতেই স্পষ্ট করে দেওয়া হয়েছে কারা কারা বসতে পারবেন এই পরীক্ষায় । সুপ্রিম কোর্টের নিয়ম মেনে বি. এড করেছেন যাঁরা, তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন না । কেবল ডিএলএড এবং প্রাথমিক শিক্ষকের অন্যান্য প্রশিক্ষণপ্রাপ্তরা এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন ।

বুধবার গৌতম পাল বলেন, ‘‘শিক্ষামন্ত্রী (ব্রাত্য বসু) ও মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) চাইছেন যাতে দ্রুত নিয়োগ হয় । ইতিমধ্যেই আমরা ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়াও শেষ করেছি । প্রার্থীদের কিছু সমস্যায় নিয়োগ আটকে আছে । কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আমরা ছাড়পত্র পেয়েছি । আশা করি সুপ্রিম কোর্ট থেকেও দ্রুত ছাড়পত্র পাব । তখনই আমরা নিয়োগ করতে পারব ।’’

প্রসঙ্গত, গত বছর টেট পরীক্ষা হয়েছিল 11 ডিসেম্বর। পাঁচ বছর পর ওই পরীক্ষা হয়েছিল । তখনই পর্ষদ সভাপতি জানিয়েছিলেন, প্রতি বছর নিয়ম করে টেট হবে । এই বছরেও ডিসেম্বরে টেটের আয়োজন করছে পর্ষদ । 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষার অংশ নিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী । 150টি কেন্দ্রে প্রায় 37 হাজার পরীক্ষার্থী ছিলেন । পরীক্ষার কয়েকমাসের মাথায় ফলাফলও প্রকাশ করে পর্ষদ । লক্ষাধিক পরীক্ষার্থী প্রাথমিকের টেট পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন । তবে তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি আইনি জটিলতার কারণে ।

আরও পড়ুন: বিতর্কে না-গিয়ে নিজের পড়াশোনা করলে সাফল্য আসবেই, বললেন রাজ্যে টেটে প্রথম ইনা

এ বছরের টেট আগামী 10 ডিসেম্বর

কলকাতা, 13 সেপ্টেম্বর: নিয়োগ দুর্নীতির মাঝেই বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের । ঘোষণা করা হল টেট পরীক্ষার দিন । ডিসেম্বর মাসের 10 তারিখ হবে টেট পরীক্ষা । বেলা 12টা থেকে 3টা পর্যন্ত চলবে পরীক্ষা । বুধবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন পর্ষদ সভাপতি গৌতম পাল । তবে পরীক্ষার জন্য বেশ কিছু নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে পরীক্ষা কেন্দ্রে ফিস্কিং, বায়োমেট্রিক, ক্যামেরা নজরদারি থাকবে । মূল ওএমআর শিটের সাহায্যে পরীক্ষা হবে । পরীক্ষার্থীরা তাঁদের উত্তরপত্রের একটি নকল কপি নিজের কাছে নিয়ে যেতে পারবে ।

বুধবারই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পর্ষদের ওয়েবসাইটে । ফর্ম ফিলাপ শুরু হবে ঠিক তার পরের দিন থেকেই । বৃহস্পতিবার সন্ধে 7টা থেকে শুরু হবে টেট-এর ফর্ম ফিলাপ । তবে শুরুতেই স্পষ্ট করে দেওয়া হয়েছে কারা কারা বসতে পারবেন এই পরীক্ষায় । সুপ্রিম কোর্টের নিয়ম মেনে বি. এড করেছেন যাঁরা, তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন না । কেবল ডিএলএড এবং প্রাথমিক শিক্ষকের অন্যান্য প্রশিক্ষণপ্রাপ্তরা এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন ।

বুধবার গৌতম পাল বলেন, ‘‘শিক্ষামন্ত্রী (ব্রাত্য বসু) ও মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) চাইছেন যাতে দ্রুত নিয়োগ হয় । ইতিমধ্যেই আমরা ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়াও শেষ করেছি । প্রার্থীদের কিছু সমস্যায় নিয়োগ আটকে আছে । কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আমরা ছাড়পত্র পেয়েছি । আশা করি সুপ্রিম কোর্ট থেকেও দ্রুত ছাড়পত্র পাব । তখনই আমরা নিয়োগ করতে পারব ।’’

প্রসঙ্গত, গত বছর টেট পরীক্ষা হয়েছিল 11 ডিসেম্বর। পাঁচ বছর পর ওই পরীক্ষা হয়েছিল । তখনই পর্ষদ সভাপতি জানিয়েছিলেন, প্রতি বছর নিয়ম করে টেট হবে । এই বছরেও ডিসেম্বরে টেটের আয়োজন করছে পর্ষদ । 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষার অংশ নিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী । 150টি কেন্দ্রে প্রায় 37 হাজার পরীক্ষার্থী ছিলেন । পরীক্ষার কয়েকমাসের মাথায় ফলাফলও প্রকাশ করে পর্ষদ । লক্ষাধিক পরীক্ষার্থী প্রাথমিকের টেট পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন । তবে তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি আইনি জটিলতার কারণে ।

আরও পড়ুন: বিতর্কে না-গিয়ে নিজের পড়াশোনা করলে সাফল্য আসবেই, বললেন রাজ্যে টেটে প্রথম ইনা

Last Updated : Sep 13, 2023, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.