ETV Bharat / state

কোরোনা : শহরে জাতিবিদ্বেষমূলক কটূক্তির শিকার দার্জিলিংয়ের 2 পড়ুয়া - racial slurs linked to Corona virus in Kolkata

বাড়ি দার্জিলিংয়ে । প্রেসিডেন্সি ও যাদবপুরের দুই পড়ুয়াকে কলকাতার রাস্তায় কোরোনা নিয়ে জাতিবিদ্বেষমূলক কটূক্তি করল পথচারীরা ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 18, 2020, 1:31 PM IST

কলকাতা, 18 মার্চ : আতঙ্ক কোরোনা ৷ আর তার জেরে শহরের রাস্তায় দার্জিলিংয়ের দুই বাসিন্দাকে জাতিবিদ্বেষমূলক কটূক্তির অভিযোগ উঠল । এদের মধ্যে একজন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী । অন্যজন যাদবপুরের ছাত্র । যদিও ঘটনায় এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী জানান, কয়েকদিন আগে দু'জন আত্মীয়ের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি । সেইসময় পাশে দাঁড়িয়ে থাকা দু'জন ব্যক্তি বলে ওঠে, দেখ কোরোনা ভাইরাস এসেছে । অভিযোগ, এরপর ওই ছাত্রী দু'জনের কাছে এগিয়ে যেতে তাকে ঝামেলা না করে এগিয়ে যেতে বলা হয় । পরে যদিও অভিযোগ অস্বীকার করেছেন দুই ব্যক্তি । তাঁরা জানান, বন্ধুর সঙ্গে কোরোনায় মৃত্যু নিয়ে আলোচনা করছিলেন । কাউকে কোনও কটূক্তি করা হয়নি । জানা যায় ওই ছাত্রীর কাছে ক্ষমাও চান তারা । পরে ঘটনাটি নিয়ে হোয়াটসঅ্যাপে একটি ভিডিয়ো শেয়ার করেন ওই ছাত্রী ।

অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অভিযোগ, কয়েকদিন আগে একটি রিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি । সেইসময় এক রূপান্তরকামী মহিলা এসে বলেন, 'সরে দাঁড়া কোরোনা এসেছে ।' খুব বিরক্তসহকারে দেখা হয়েছিল তাঁদের ৷ ওড়না দিয়ে মুখ ঢাকছিল নিজেদের । নিজের অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করেছেন তিনি ।

ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি । এবিষয়ে, যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, "যদি এইরকম কোনও ঘটনা ঘটে থাকে । তাহলে তার প্রতিবাদ করছি । এই মুহূর্তে আমরা সকলে মিলে জনগণকে সচেতন করার কাজ করছি ।''

কলকাতা, 18 মার্চ : আতঙ্ক কোরোনা ৷ আর তার জেরে শহরের রাস্তায় দার্জিলিংয়ের দুই বাসিন্দাকে জাতিবিদ্বেষমূলক কটূক্তির অভিযোগ উঠল । এদের মধ্যে একজন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী । অন্যজন যাদবপুরের ছাত্র । যদিও ঘটনায় এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী জানান, কয়েকদিন আগে দু'জন আত্মীয়ের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি । সেইসময় পাশে দাঁড়িয়ে থাকা দু'জন ব্যক্তি বলে ওঠে, দেখ কোরোনা ভাইরাস এসেছে । অভিযোগ, এরপর ওই ছাত্রী দু'জনের কাছে এগিয়ে যেতে তাকে ঝামেলা না করে এগিয়ে যেতে বলা হয় । পরে যদিও অভিযোগ অস্বীকার করেছেন দুই ব্যক্তি । তাঁরা জানান, বন্ধুর সঙ্গে কোরোনায় মৃত্যু নিয়ে আলোচনা করছিলেন । কাউকে কোনও কটূক্তি করা হয়নি । জানা যায় ওই ছাত্রীর কাছে ক্ষমাও চান তারা । পরে ঘটনাটি নিয়ে হোয়াটসঅ্যাপে একটি ভিডিয়ো শেয়ার করেন ওই ছাত্রী ।

অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অভিযোগ, কয়েকদিন আগে একটি রিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি । সেইসময় এক রূপান্তরকামী মহিলা এসে বলেন, 'সরে দাঁড়া কোরোনা এসেছে ।' খুব বিরক্তসহকারে দেখা হয়েছিল তাঁদের ৷ ওড়না দিয়ে মুখ ঢাকছিল নিজেদের । নিজের অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করেছেন তিনি ।

ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি । এবিষয়ে, যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, "যদি এইরকম কোনও ঘটনা ঘটে থাকে । তাহলে তার প্রতিবাদ করছি । এই মুহূর্তে আমরা সকলে মিলে জনগণকে সচেতন করার কাজ করছি ।''

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.