ETV Bharat / state

আমফানে রাজ্যে 1,02,442 কোটি টাকার ক্ষয়ক্ষতি : কেন্দ্রীয় দল

author img

By

Published : Jun 6, 2020, 8:24 PM IST

Updated : Jun 6, 2020, 8:57 PM IST

কেন্দ্রীয় প্রতিনিধি দলের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ি-ঘর ও শস্য নষ্টের পরিমাণ প্রায় 44, 420 কোটি টাকা ।

ছবি
ছবি

কলকাতা, 6 জুন : আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর প্রাথমিক রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় প্রতিনিধি দল । কেন্দ্রীয় দলের সদস্যরা যে তথ্য দিয়েছেন, সেই অনুযায়ী আমফানের জেরে রাজ্যে 1 লাখ 2 হাজার 442 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এর মধ্যে ঝড়-বৃষ্টির জেরে 28 লাখের বেশি বাড়ি ভেঙে গেছে রাজ্যে । ফলে প্রায় 28, 560 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এর পাশাপাশি বোরো ধান, মুগ, তিল, পাট, আখ, ভুট্টা, তুলো মিলিয়ে 17 লাখ হেক্টর জমিতে 15,860 কোটি টাকার ক্ষতি হয়েছে ।

গতকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনার আমফান বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করে কেন্দ্রীয় প্রতিনিধি দল । দু'টি দলে ভাগ হয়ে তারা ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি । সার্বিক ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে পরে একটি রিপোর্টও তৈরি করে কেন্দ্রীয় প্রতিনিধি দল । নবান্ন সূত্রে খবর, আজকের বৈঠকে সেই ক্ষয়ক্ষতির রিপোর্ট নিয়ে মুখ‍্যসচিবের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ।

  • West Bengal: According to an assessment report of an Inter-Ministerial Central Team, damages worth Rs 1,02, 442 crores occurred due to #CycloneAmphan in the state; 28.56 lakh houses damaged. pic.twitter.com/M8lWuIQ5Gk

    — ANI (@ANI) June 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="

West Bengal: According to an assessment report of an Inter-Ministerial Central Team, damages worth Rs 1,02, 442 crores occurred due to #CycloneAmphan in the state; 28.56 lakh houses damaged. pic.twitter.com/M8lWuIQ5Gk

— ANI (@ANI) June 6, 2020 ">

কেন্দ্রীয় দলের তরফে যে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে, ঘর-বাড়ি, ফসলের পাশাপাশি আম লিচু সহ প্রচুর ফল নষ্ট হয়েছে । এর পরিমাণ প্রায় 6,581 কোটি টাকা । মাছ ধরার ক্ষেত্রে ছোটো অস্থায়ী ঘর ও মাছ ধরার নৌকা মিলিয়ে প্রায় 2000 কোটি টাকার ক্ষতি হয়েছে । প্রায় 21.22 লাখ পশুর মৃত্যু হয়েছে । এক্ষেত্রে আর্থিক ক্ষতি 452 কোটি । পানীয় জল সরবরাহের ক্ষেত্রে 1192 টি জলের পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে । যার পরিমাণ প্রায় 2,060 কোটি টাকা ।সড়ক, সেতু ও কালভার্ট মিলিয়ে 2,237 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । বিদ্যুতের খুঁটি ভেঙে, সাব স্টেশনের ক্ষয়ক্ষতি সহ বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে ক্ষতির পরিমাণ 3,230 কোটি টাকা । প্রায় 1.58 লাখ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে । যার পরিমাণ 1,033 কোটি টাকা । 14,640টি স্কুল ও 301টি কলেজ মিলিয়ে মোট 793 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামোগত 1,270 কোটি টাকার ক্ষতি হয়েছে । 12,678টি অঙ্গনওয়াড়ির পরিকাঠামোগত ক্ষতি হয়েছে । যার পরিমাণ 342 কোটি টাকা । এর পাশাপাশি ছোটো, মাঝারি ও ক্ষুদ্র শিল্পে 26,790 কোটি টাকার ক্ষতি হয়েছে ।

কলকাতা, 6 জুন : আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর প্রাথমিক রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় প্রতিনিধি দল । কেন্দ্রীয় দলের সদস্যরা যে তথ্য দিয়েছেন, সেই অনুযায়ী আমফানের জেরে রাজ্যে 1 লাখ 2 হাজার 442 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এর মধ্যে ঝড়-বৃষ্টির জেরে 28 লাখের বেশি বাড়ি ভেঙে গেছে রাজ্যে । ফলে প্রায় 28, 560 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এর পাশাপাশি বোরো ধান, মুগ, তিল, পাট, আখ, ভুট্টা, তুলো মিলিয়ে 17 লাখ হেক্টর জমিতে 15,860 কোটি টাকার ক্ষতি হয়েছে ।

গতকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনার আমফান বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করে কেন্দ্রীয় প্রতিনিধি দল । দু'টি দলে ভাগ হয়ে তারা ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি । সার্বিক ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে পরে একটি রিপোর্টও তৈরি করে কেন্দ্রীয় প্রতিনিধি দল । নবান্ন সূত্রে খবর, আজকের বৈঠকে সেই ক্ষয়ক্ষতির রিপোর্ট নিয়ে মুখ‍্যসচিবের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ।

  • West Bengal: According to an assessment report of an Inter-Ministerial Central Team, damages worth Rs 1,02, 442 crores occurred due to #CycloneAmphan in the state; 28.56 lakh houses damaged. pic.twitter.com/M8lWuIQ5Gk

    — ANI (@ANI) June 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় দলের তরফে যে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে, ঘর-বাড়ি, ফসলের পাশাপাশি আম লিচু সহ প্রচুর ফল নষ্ট হয়েছে । এর পরিমাণ প্রায় 6,581 কোটি টাকা । মাছ ধরার ক্ষেত্রে ছোটো অস্থায়ী ঘর ও মাছ ধরার নৌকা মিলিয়ে প্রায় 2000 কোটি টাকার ক্ষতি হয়েছে । প্রায় 21.22 লাখ পশুর মৃত্যু হয়েছে । এক্ষেত্রে আর্থিক ক্ষতি 452 কোটি । পানীয় জল সরবরাহের ক্ষেত্রে 1192 টি জলের পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে । যার পরিমাণ প্রায় 2,060 কোটি টাকা ।সড়ক, সেতু ও কালভার্ট মিলিয়ে 2,237 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । বিদ্যুতের খুঁটি ভেঙে, সাব স্টেশনের ক্ষয়ক্ষতি সহ বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে ক্ষতির পরিমাণ 3,230 কোটি টাকা । প্রায় 1.58 লাখ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে । যার পরিমাণ 1,033 কোটি টাকা । 14,640টি স্কুল ও 301টি কলেজ মিলিয়ে মোট 793 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামোগত 1,270 কোটি টাকার ক্ষতি হয়েছে । 12,678টি অঙ্গনওয়াড়ির পরিকাঠামোগত ক্ষতি হয়েছে । যার পরিমাণ 342 কোটি টাকা । এর পাশাপাশি ছোটো, মাঝারি ও ক্ষুদ্র শিল্পে 26,790 কোটি টাকার ক্ষতি হয়েছে ।

Last Updated : Jun 6, 2020, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.