ETV Bharat / state

Corona Update WB : দৈনিক সংক্রমণ নামল পাঁচশোর ঘরে, শীর্ষে উত্তর 24 পরগনা - করোনা আপডেট

দৈনিক আক্রান্তের নিরিখে কলকাতার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল উত্তর 24 পরগনা ৷ আজ কলকাতাকে ছাড়িয়ে গিয়েছে উত্তর 24 পরগনা ৷

Corona Tracker
Corona Tracker
author img

By

Published : Sep 13, 2021, 8:29 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : রাজ্যে কমল দৈনিক সংক্রমণ ৷ গতকালের তুলনায় প্রায় 250 জন কম আক্রান্ত হয়েছেন ৷ গতকাল আক্রান্ত হয়েছিলেন 751 জন ৷ আজ আক্রান্তের সংখ্যা 506 ৷ দৈনিক মৃতের সংখ্যা 10 ৷ তবে গতকালের তুলনায় আজ নমুনা পরীক্ষা কম হয়েছে ৷

সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 15 লাখ 57 হাজার 414 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 587 জন ৷ বর্তমানে সুস্থতার হার 98.29 শতাংশ ৷ সবমিলিয়ে করোনামুক্ত হয়েছেন 15 লাখ 30 হাজার 731 জন ৷ রাজ্যে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা 8 হাজার 96 জন ৷ আজ মোট 27 হাজার 50টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত সবমিলিয়ে রাজ্যে 1 কোটি 75 লাখ 05 হাজার 502টি নমুনা পরীক্ষা হয়েছে ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 1 লাখ 43 হাজার 913 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 39 হাজার 945 জন ৷ সবমিলিয়ে ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন 3 কোটি 38 লাখ 02 হাজার 392 জন ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 1 কোটি 34 লাখ 55 হাজার 439 জন ৷

আরও পড়ুন : Covid-19 : দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কর্পোরেটের খরচ 1,600 কোটির বেশি, দাবি সমীক্ষায়

রাজ্যের মধ্যে দৈনিক আক্রান্তের নিরিখে সবার উপরে উত্তর 24 পরগনা ৷ আজ কলকাতায় আক্রান্তের সংখ্যা 93 জন ৷ মৃত্যু হয়েছে 3 জনের ৷ সেখানে উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 104 ৷ মৃতের সংখ্যা 2 ৷ কলকাতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ফের কনটেনমেন্ট জ়োন চালু হতে পারে ৷

কলকাতা, 13 সেপ্টেম্বর : রাজ্যে কমল দৈনিক সংক্রমণ ৷ গতকালের তুলনায় প্রায় 250 জন কম আক্রান্ত হয়েছেন ৷ গতকাল আক্রান্ত হয়েছিলেন 751 জন ৷ আজ আক্রান্তের সংখ্যা 506 ৷ দৈনিক মৃতের সংখ্যা 10 ৷ তবে গতকালের তুলনায় আজ নমুনা পরীক্ষা কম হয়েছে ৷

সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 15 লাখ 57 হাজার 414 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 587 জন ৷ বর্তমানে সুস্থতার হার 98.29 শতাংশ ৷ সবমিলিয়ে করোনামুক্ত হয়েছেন 15 লাখ 30 হাজার 731 জন ৷ রাজ্যে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা 8 হাজার 96 জন ৷ আজ মোট 27 হাজার 50টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত সবমিলিয়ে রাজ্যে 1 কোটি 75 লাখ 05 হাজার 502টি নমুনা পরীক্ষা হয়েছে ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 1 লাখ 43 হাজার 913 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 39 হাজার 945 জন ৷ সবমিলিয়ে ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন 3 কোটি 38 লাখ 02 হাজার 392 জন ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 1 কোটি 34 লাখ 55 হাজার 439 জন ৷

আরও পড়ুন : Covid-19 : দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কর্পোরেটের খরচ 1,600 কোটির বেশি, দাবি সমীক্ষায়

রাজ্যের মধ্যে দৈনিক আক্রান্তের নিরিখে সবার উপরে উত্তর 24 পরগনা ৷ আজ কলকাতায় আক্রান্তের সংখ্যা 93 জন ৷ মৃত্যু হয়েছে 3 জনের ৷ সেখানে উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 104 ৷ মৃতের সংখ্যা 2 ৷ কলকাতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ফের কনটেনমেন্ট জ়োন চালু হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.