কলকাতা, 30 মে : রাজ্যে রোজই বাড়ছে করোনা পরীক্ষার সংখ্যা ৷ নমুনা পরীক্ষা বাড়লেও নিম্নমুখী করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় 70 হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে ৷ রাজ্যে বর্তমানে দৈনিক আক্রান্ত সাড়ে এগারো হাজারের নিচে ৷
আক্রান্তের পাশাপাশি কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 11 হাজার 284 জন ৷ গতকাল যা ছিল 11হাজার 514 ৷ মৃত্যু হয়েছে 142 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 148 ৷ একদিনে সুস্থ হয়েছেন 18 হাজার 642 জন ৷ সুস্থতার হার বেড়ে হয়েছে 91.93 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় 70 হাজার 315 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷
আরও পড়ুন : সেই যোগীরাজ্য ! কোভিডে মৃতের দেহ নদীতে ফেলার ভিডিয়ো ভাইরাল
সংক্রমণের নিরিখে প্রথম দুটি স্থানে রয়েছে উত্তর 24 পরগনা ও কলকাতা ৷ গত 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 2 হাজার 482 জন ৷ মৃত্য়ু হয়েছে 49 জনের ৷ কলকাতায় আক্রান্তের সংখ্যা 1 হাজার 830 ৷ মৃতের সংখ্যা 33 ৷ এরপর রয়েছে দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া ৷ এই জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা পাঁচশোর নিচে রয়েছে ৷