কলকাতা, 18 জুন : রাজ্য করোনার গ্রাফ নিম্নমুখী ৷ স্বস্তি বাড়িয়ে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ আজ আরও কিছুটা কমল সংক্রমণ ৷ মৃত্যুও অনেকটা নিয়ন্ত্রণে ৷
কয়েকদিন ধরে তিন হাজারেই ঘোরাফেরা করছিল দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ আজ তা দুই হাজারের ঘরে নেমেছে ৷ স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 788 জন ৷ বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল 3 হাজার 18 ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 58 জনের ৷ আগের 24 ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল 64 জন ৷
সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 14 লাখ 77 হাজার 37 জন ৷ মৃত্যু হয়েছে 17 হাজার 240 জনের ৷ একদিনে সুস্থ হয়েছেন 2 হাজার 112 জন ৷ বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 22 হাজার 691 ৷ আজ 55 হাজার 367 জনের করোনা পরীক্ষা হয়েছে ৷ এখনও পর্যন্ত রাজ্যে 1 কোটি 35 লাখ 78 হাজার 748 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷
আরও পড়ুন, করোনার ধাক্কায় চন্দননগরের আলোক শিল্পে অন্ধকার
এদিকে, আক্রান্তের নিরিখে জেলার মধ্যে শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা ৷ তবে আগের থেকে অনেকটাই কমেছে সংক্রমণ ৷ এখানে একদিনে আক্রান্ত হয়েছে 388 ৷ কলকাতাতেও অনেকটা কমেছে আক্রান্তের সংখ্যা ৷ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 287 জনের ৷