ETV Bharat / state

DA Protest at Eden: আইপিএল ম্যাচে ইডেনের গ্যালারিতে ডিএ পোস্টার, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন - IPL 2023

আইপিএল-এর ম্যাচে ডিএ-র পোস্টার ৷ সোমবার কেকেআর ও পঞ্জাব কিংসের ম্যাচে ইডেনের গ্যালারিতে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে পোস্টার তুলে ধরলেন একদল দর্শক ৷ আর সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

DA Protest in Eden Gardens ETV BHRATA
DA Protest in Eden Gardens
author img

By

Published : May 9, 2023, 5:39 PM IST

Updated : May 9, 2023, 6:56 PM IST

আইপিএল ম্যাচে ইডেনের গ্যালারিতে ডিএ পোস্টার

কলকাতা, 9 মে: ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের খেলা চলছে পুরোদমে ৷ সবার নজর বাইশ গজে ৷ আর তারই মাঝে প্ল্যাকার্ড হাতে দেখা মিলল কয়েকজনের ৷ যেখানে লেখা, ‘কেন্দ্রীয় মহার্ঘ ভাতা মিটিয়ে দিন’ ৷ এভাবেই ক্রিকেট মাঠেও পৌঁছে গেল ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে চলা আন্দোলন ৷ আর এই পোস্টারকে ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে ৷ 100দিনের বেশি শহিদ মিনারের সামনে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ ৷

শনিবার আন্দোলনের শততম দিনে একটি মহামিছিল করেছিল আন্দোলনকারী সরকারি কর্মীরা ৷ তার ঠিক পরদিন ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচেও দেখা গেল ডিএ-র দাবিতে প্রতিবাদ ৷ মাঠে কেকেআর-এর জন্য গলা ফাটাচ্ছে ইডেনে উপস্থিত দর্শকরা ৷ ঠিক সেই সময় স্টেডিয়ামের গ্যালারির একটি অংশে বেশ কয়েকজনকে দেখা গেল নিজেদের প্রাপ্য আদায়ের দাবিতে পোস্টার তুলে ধরেছেন ক্যামেরার সামনে ৷ সঙ্গে চলছে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে স্লোগান ৷

প্রতিবাদ আন্দোলন ঠিক আছে ৷ তবে পোস্টার হাতে নিয়ে তাঁরা মাঠে ঢুকলেন কীভাবে ? সেই নিয়ে প্রশ্ন উঠছে ৷ খেলা দেখতে আসা দর্শকদের মাঠে প্রবেশের ক্ষেত্রে অনেক কিছু নিয়ম মানতে হয় ৷ দাহ্য পদার্থ-সহ জলের বোতলের মতো নানান জিনিস রয়েছে তার মধ্যে ৷ এমনকি রাজনীতির সঙ্গে জড়িত এমন কিছু স্টেডিয়ামে নিয়ে প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে ৷ যদিও, সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের দাবি, তাঁরা এমন কোনও জিনিস নিয়ে যাননি, যা নিষিদ্ধ ছিল ৷ শান্তিপূর্ণভাবেই নিজেদের দাবি জানিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন: ডিএ' আন্দোলনের একশো দিন, অভিষেকের বাড়ির সামনে মিছিল পৌঁছতেই উড়ে এল 'চোর চোর ...' স্লোগান

প্রসঙ্গত, ডিএ-র দাবিতে শহিদ মিনারের নীচে অবস্থান করছেন সরকারি কর্মীদের একাংশ ৷ সেই আন্দোলন গত শনিবার একশো দিন অতিক্রান্ত করেছে ৷ শনিবার হাজরা মোড় থেকে মিছিল করেন সরকারি কর্মচারীরা ৷ আদালতের অনুমতি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে সেই মিছিল করেছিলেন সরকারি কর্মীরা ৷ হাজরা মোড়ে সমাবেশও করে যৌথ মঞ্চের সদস্যরা ৷ বিজেপি, কংগ্রেস ও বামেরাও সেই সমাবেশে যোগ দিয়েছিল ৷

আইপিএল ম্যাচে ইডেনের গ্যালারিতে ডিএ পোস্টার

কলকাতা, 9 মে: ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের খেলা চলছে পুরোদমে ৷ সবার নজর বাইশ গজে ৷ আর তারই মাঝে প্ল্যাকার্ড হাতে দেখা মিলল কয়েকজনের ৷ যেখানে লেখা, ‘কেন্দ্রীয় মহার্ঘ ভাতা মিটিয়ে দিন’ ৷ এভাবেই ক্রিকেট মাঠেও পৌঁছে গেল ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে চলা আন্দোলন ৷ আর এই পোস্টারকে ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে ৷ 100দিনের বেশি শহিদ মিনারের সামনে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ ৷

শনিবার আন্দোলনের শততম দিনে একটি মহামিছিল করেছিল আন্দোলনকারী সরকারি কর্মীরা ৷ তার ঠিক পরদিন ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচেও দেখা গেল ডিএ-র দাবিতে প্রতিবাদ ৷ মাঠে কেকেআর-এর জন্য গলা ফাটাচ্ছে ইডেনে উপস্থিত দর্শকরা ৷ ঠিক সেই সময় স্টেডিয়ামের গ্যালারির একটি অংশে বেশ কয়েকজনকে দেখা গেল নিজেদের প্রাপ্য আদায়ের দাবিতে পোস্টার তুলে ধরেছেন ক্যামেরার সামনে ৷ সঙ্গে চলছে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে স্লোগান ৷

প্রতিবাদ আন্দোলন ঠিক আছে ৷ তবে পোস্টার হাতে নিয়ে তাঁরা মাঠে ঢুকলেন কীভাবে ? সেই নিয়ে প্রশ্ন উঠছে ৷ খেলা দেখতে আসা দর্শকদের মাঠে প্রবেশের ক্ষেত্রে অনেক কিছু নিয়ম মানতে হয় ৷ দাহ্য পদার্থ-সহ জলের বোতলের মতো নানান জিনিস রয়েছে তার মধ্যে ৷ এমনকি রাজনীতির সঙ্গে জড়িত এমন কিছু স্টেডিয়ামে নিয়ে প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে ৷ যদিও, সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের দাবি, তাঁরা এমন কোনও জিনিস নিয়ে যাননি, যা নিষিদ্ধ ছিল ৷ শান্তিপূর্ণভাবেই নিজেদের দাবি জানিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন: ডিএ' আন্দোলনের একশো দিন, অভিষেকের বাড়ির সামনে মিছিল পৌঁছতেই উড়ে এল 'চোর চোর ...' স্লোগান

প্রসঙ্গত, ডিএ-র দাবিতে শহিদ মিনারের নীচে অবস্থান করছেন সরকারি কর্মীদের একাংশ ৷ সেই আন্দোলন গত শনিবার একশো দিন অতিক্রান্ত করেছে ৷ শনিবার হাজরা মোড় থেকে মিছিল করেন সরকারি কর্মচারীরা ৷ আদালতের অনুমতি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে সেই মিছিল করেছিলেন সরকারি কর্মীরা ৷ হাজরা মোড়ে সমাবেশও করে যৌথ মঞ্চের সদস্যরা ৷ বিজেপি, কংগ্রেস ও বামেরাও সেই সমাবেশে যোগ দিয়েছিল ৷

Last Updated : May 9, 2023, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.