ETV Bharat / state

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব কতটা পড়বে বাংলায় ? পড়ুন হাওয়া অফিসের বিস্তারিত পূর্বাভাস - Midhili Latest Update

WB Weather Update: শুক্রবারই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে ৷ মিধিলি ঘূর্ণিঝড়ে কারণে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কীভাবে পড়বে জানিয়ে দিল হাওয়া অফিস ৷

Etv Bharat
গতি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মিধিলি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 8:04 AM IST

Updated : Nov 17, 2023, 8:12 AM IST

কলকাতা, 17 নভেম্বর: শুক্রবারই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ নাম মিধিলি ৷ মলদ্বীপ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ৷ মিধিলি শব্দের মানে দুর্যোগ ৷ তবে সেই দুর্যোগের প্রভাব বাংলার উপর কতটা পড়বে তা নিয়ে চিন্তায় ছিল প্রশাসন থেকে শুরু করে হাওয়া অফিসের কর্তারা ৷ অবশেষে স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস ৷ কারণ এই নিম্নচাপ ঘূর্নিঝড়ে পরিণত হলেও তার সম্ভাব্য গতিপথ হতে চলেছে বাংলাদেশ । এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গনেশ চন্দ্র দাস ৷

তিনি জানিয়েছেন, মঙ্গলবার বিকেল থেকে হাওয়া বদল শুরু হয়েছে। উপকূলবর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি হয়েছে। শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। আগামীকাল অর্থাৎ শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ৷ যাঁরা আগেই মাছ ধরতে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন তাঁদের 15 নভেম্বর বিকেলের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকেই 40/ 50 কিলোমিটার গতিবেগে উপকূল সংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে ৷

শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। আগামিকাল শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল সংলগ্ন কয়েকটি জেলায়। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। নিম্নচাপের প্রভাব সরলেই শীতের আমেজ ফের ফিরবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.9 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 83 শতাংশ। শুক্রবার দিনের আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন:

1. আজ মধ্যপ্রদেশে সম্মুখ সমরে শিবরাজ-কমলনাথ, দ্বিতীয় দফার ভোট ছত্তিশগড়েও

2. 200 ফুটের বেইলি ব্রিজ গড়ে নজির সেনার, বন্যার দেড় মাস পর যোগাযোগ স্বাভাবিক উত্তর সিকিমে

3. প্রকট কাজী পরিবারের দ্বন্দ্ব, অনির্বাণের বিরুদ্ধে আইনি পথে নজরুলের আরেক নাতি অরিন্দম

কলকাতা, 17 নভেম্বর: শুক্রবারই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ নাম মিধিলি ৷ মলদ্বীপ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ৷ মিধিলি শব্দের মানে দুর্যোগ ৷ তবে সেই দুর্যোগের প্রভাব বাংলার উপর কতটা পড়বে তা নিয়ে চিন্তায় ছিল প্রশাসন থেকে শুরু করে হাওয়া অফিসের কর্তারা ৷ অবশেষে স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস ৷ কারণ এই নিম্নচাপ ঘূর্নিঝড়ে পরিণত হলেও তার সম্ভাব্য গতিপথ হতে চলেছে বাংলাদেশ । এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গনেশ চন্দ্র দাস ৷

তিনি জানিয়েছেন, মঙ্গলবার বিকেল থেকে হাওয়া বদল শুরু হয়েছে। উপকূলবর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি হয়েছে। শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। আগামীকাল অর্থাৎ শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ৷ যাঁরা আগেই মাছ ধরতে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন তাঁদের 15 নভেম্বর বিকেলের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকেই 40/ 50 কিলোমিটার গতিবেগে উপকূল সংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে ৷

শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। আগামিকাল শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল সংলগ্ন কয়েকটি জেলায়। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। নিম্নচাপের প্রভাব সরলেই শীতের আমেজ ফের ফিরবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.9 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 83 শতাংশ। শুক্রবার দিনের আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন:

1. আজ মধ্যপ্রদেশে সম্মুখ সমরে শিবরাজ-কমলনাথ, দ্বিতীয় দফার ভোট ছত্তিশগড়েও

2. 200 ফুটের বেইলি ব্রিজ গড়ে নজির সেনার, বন্যার দেড় মাস পর যোগাযোগ স্বাভাবিক উত্তর সিকিমে

3. প্রকট কাজী পরিবারের দ্বন্দ্ব, অনির্বাণের বিরুদ্ধে আইনি পথে নজরুলের আরেক নাতি অরিন্দম

Last Updated : Nov 17, 2023, 8:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.