ETV Bharat / state

Cyclone Jawad Updates : সাগরেই শক্তিক্ষয়, রাজ্যে আসছে না ঘূর্ণিঝড় জাওয়াদ - Cyclone Jawad Updates

ঘূর্ণিঝড় জাওয়াদের এরাজ্যের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই (cyclone jawad will not land in west bengal coast) ৷ শনিবার এই পূর্বাভাসই দিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ সাগরেই শক্তিক্ষয় হচ্ছে জাওয়াদের ৷ তবে সোমবার পর্যন্ত ভারী থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৷

Cyclone Jawad
রাজ্যে আসছে না ঘূর্ণিঝড় জাওয়াদ
author img

By

Published : Dec 4, 2021, 6:53 PM IST

Updated : Dec 4, 2021, 8:46 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : যেন পর্বতের মুষিক প্রসব ৷ ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে যখন চিন্তায় রাজ্যবাসী, ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসনিক স্তরে চলছে চূড়ান্ত তৎপরতা, তখনই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ শনিবার বিকেলে কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন, জাওয়াদের এরাজ্যের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই (cyclone jawad will not land in west bengal coast) ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গ উপকূলে কোনও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই ৷ আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷"

সাগরেই শক্তিক্ষয়, রাজ্যে আসছে না ঘূর্ণিঝড় জাওয়াদ

সঞ্জীববাবু এদিন জানিয়েছেন, পুরী থেকে প্রায় 390 কিমি দক্ষিণ-পূর্বে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে জাওয়াদ ৷ ধীরে ধীরে সেটি উত্তর দিকে এগোচ্ছে ৷ আগামী কয়েক ঘণ্টা এভাবেই এগোনোর পর শক্তিক্ষয় হবে এই ঘূর্ণিঝড়ের ৷ দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে জাওয়াদ ৷ রবিবার দুপুর নাগাদ পুরীর কাছে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় ৷ এরপর আরও দুর্বল হয়ে সেটি এগোবে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ৷

আরও পড়ুন : Cyclone Jawad Alert : জাওয়াদ মোকাবিলায় গঙ্গাবক্ষে বাড়তি নজরদারি, নজরে শহরের বিপজ্জনক বাড়িও

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জাওয়াদ না এলেও শনিবার সন্ধের পর থেকেই রাজ্যের উপকূলভাগে ঝোড়ো হাওয়া বইবে ৷ হাওয়ার গতি হবে 35-45 কিমি প্রতি ঘণ্টা, যা সর্বোচ্চ 55 কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে ৷ রবিবার বিকেলের পর থেকে এই হাওয়ার দাপট কমবে ৷ তবে ঘূর্ণিঝড় না এলেও আগামী সোমবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ বৃষ্টি হবে মূলত রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে ৷ শনিবার ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৷ রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে ৷ সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে ৷

পশ্চিমবঙ্গের পাশাপাশি রবিবার বৃষ্টি হবে ওড়িশা, অসম, ত্রিপুরা ও মেঘালয়ের বিভিন্ন প্রান্তে ৷

কলকাতা, 4 ডিসেম্বর : যেন পর্বতের মুষিক প্রসব ৷ ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে যখন চিন্তায় রাজ্যবাসী, ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসনিক স্তরে চলছে চূড়ান্ত তৎপরতা, তখনই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ শনিবার বিকেলে কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন, জাওয়াদের এরাজ্যের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই (cyclone jawad will not land in west bengal coast) ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গ উপকূলে কোনও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই ৷ আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷"

সাগরেই শক্তিক্ষয়, রাজ্যে আসছে না ঘূর্ণিঝড় জাওয়াদ

সঞ্জীববাবু এদিন জানিয়েছেন, পুরী থেকে প্রায় 390 কিমি দক্ষিণ-পূর্বে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে জাওয়াদ ৷ ধীরে ধীরে সেটি উত্তর দিকে এগোচ্ছে ৷ আগামী কয়েক ঘণ্টা এভাবেই এগোনোর পর শক্তিক্ষয় হবে এই ঘূর্ণিঝড়ের ৷ দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে জাওয়াদ ৷ রবিবার দুপুর নাগাদ পুরীর কাছে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় ৷ এরপর আরও দুর্বল হয়ে সেটি এগোবে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ৷

আরও পড়ুন : Cyclone Jawad Alert : জাওয়াদ মোকাবিলায় গঙ্গাবক্ষে বাড়তি নজরদারি, নজরে শহরের বিপজ্জনক বাড়িও

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জাওয়াদ না এলেও শনিবার সন্ধের পর থেকেই রাজ্যের উপকূলভাগে ঝোড়ো হাওয়া বইবে ৷ হাওয়ার গতি হবে 35-45 কিমি প্রতি ঘণ্টা, যা সর্বোচ্চ 55 কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে ৷ রবিবার বিকেলের পর থেকে এই হাওয়ার দাপট কমবে ৷ তবে ঘূর্ণিঝড় না এলেও আগামী সোমবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ বৃষ্টি হবে মূলত রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে ৷ শনিবার ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৷ রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে ৷ সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে ৷

পশ্চিমবঙ্গের পাশাপাশি রবিবার বৃষ্টি হবে ওড়িশা, অসম, ত্রিপুরা ও মেঘালয়ের বিভিন্ন প্রান্তে ৷

Last Updated : Dec 4, 2021, 8:46 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.