কলকাতা, 24 মে : আমফানে ক্ষতিগ্রস্ত বাংলা । দুর্গতদের পাশে দাঁড়াল রামকৃষ্ণ মিশন । শুরু হয়েছে ত্রাণ বিলির কাজ । রান্না করা খাবার পরিবেশন থেকে শুরু করে রেশন সামগ্রী পৌঁছে দিচ্ছে তারা ।
আমফানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রাজ্যের বহু এলাকা । প্রাণ হারিয়েছেন অনেকে । গৃহহারা অসংখ্য মানুষ । ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছে শহর থেকে গ্রাম । তাই বরাবরের মতো এবারও এগিয়ে এসেছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন । রাজ্যের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছে তারা । রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী শুভেদনন্দজি মহারাজ জানিয়েছেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশনকে আমফান পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন ।
বিভিন্ন অঞ্চলে মিশনের রিলিফ কেন্দ্রগুলির মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে । গৃহহারাদের জন্য অস্থায়ী ঘর থেকে শুরু করে রান্না করা খাবার এবং রেশনের সামগ্রী দেওয়ার কাজ শুরু হয়েছে । এর আগে লকডাউনে দুস্থদের পাশে দাঁড়িয়েছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন । পাশাপাশি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজ়ার এবং গ্লাভসসহ অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিসপত্র বিতরণ করেছে তারা ।