ETV Bharat / state

শীতের শুরুতেই সুখবর CTC-র ! শহরে চলবে 10টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাম - kolkata tram]

চলতি বছরে পুজোর মুখেই 6টি এক কামরার ট্রামের উদ্বোধন করেছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । আগামী বছর শুরুর দিকেই শহরে চালু হবে 10টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত এক কামরার ট্রাম ৷

tram
tram
author img

By

Published : Nov 29, 2019, 9:26 AM IST

কলকাতা, 29 নভেম্বর : যাত্রীদের কথা মাথায় রেখে নতুন উদ্যোগ নিল CTC ৷ আগামী বছর শুরুর দিকেই শহরে চলবে 10টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত এক কামরার ট্রাম ৷ তারপর আরও কয়েকটি ট্রামের উদ্বোধন হতে পারে শহরে ৷ দুর্গাপুজোর আগে 6টি এক কামরার ট্রামের উদ্বোধন হয়েছিল ৷

ট্রাম অবশ্যই পরিবেশ বান্ধব ৷ কিন্তু বারবার অভিযোগ উঠেছে তার গতিবেগ নিয়ে ৷ শহরের ব্যস্ততার সঙ্গে মানিয়ে চলতে পারেনি ৷ সময়ের সঙ্গে পুরনো হয়েছে ৷ অভিযোগ উঠেছে, তার ধীর গতি যানজট তৈরি করে ৷ মাঝে বন্ধ হয়েছিল ট্রাম পরিষেবা ৷ যদিও আবার তা চালু করা হয় ৷ যানজট কম করতে অধিকাংশ রুটেই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । সেতুর সংরক্ষণের জন্য কয়েকটি রুটের ট্রাম পরিষেবা বন্ধ ৷ কোথাও মেট্রো পরিষেবার কাজের জন্য বন্ধ ট্রাম চলাচল ৷ তাই সেই সমস্যার সমাধান করতে চলতি বছরে পুজোর মুখেই 6টি এক কামরার ট্রামের উদ্বোধন করেছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । আপাতত শহরের 7টি রুটে ট্রাম চলাচল করে । এইদিকে , নোনাপুকুর ট্রাম ডিপোর ওয়ার্কশপে নতুন ট্রাম তৈরির কাজ প্রায় শেষের মুখে ৷

ক্যালকাটা ট্রামওয়েস কম্পানি (CTC) র এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, " এই মুহূর্তে শহরের পথে যে 6টি শীতাতপ নিয়ন্ত্রিত ও সাধারণ ট্রাম চলছে তাতে আমরা খুব ভালো সাড়া পেয়েছি । সাধারণত দু'কামরার ট্রাম চালিয়ে যে উপার্জন হয় তার চেয়ে অনেক বেশি উপার্জন হয়েছে এক কামরার ট্রাম চালিয়ে । যাত্রীদের মধ্যে নন AC-র চেয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ট্রামের চাহিদা অনেক বেশি । এ বছর গরমের সময় শীতাতপ নিয়ন্ত্রিত ট্রামে ভিড় হত ৷ তাই আরও ট্রাম শহরের পথে নামানো হলে নিঃসন্দেহে ট্রাম কম্পানির রোজগার বাড়বে ও সাধারণ মানুষেরও উপকার হবে । নতুন এই এক বগির ট্রামগুলির গতি ঘণ্টায় প্রায় 35 কিমি ।"

ট্রামের অনেকগুলি রুট আজ বহুদিন হলে বন্ধ হয়ে রয়েছে তাই নতুন ট্রাম নামলে সেগুলি কোন কোন পথে চালানো হবে? এই বিষয় ট্রাময়েজের আধিকারিক বলেন যে, "এটা সত্যি কথা যে বিভিন্ন কারণে বহু ট্রাম ট্র্যাক বন্ধ হয়ে রয়েছে। তাই বর্তমানে যে রুটগুলি চালু আছে সেখান দিয়েই নতুন গাড়িগুলি চালানো হবে ।"

কলকাতা, 29 নভেম্বর : যাত্রীদের কথা মাথায় রেখে নতুন উদ্যোগ নিল CTC ৷ আগামী বছর শুরুর দিকেই শহরে চলবে 10টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত এক কামরার ট্রাম ৷ তারপর আরও কয়েকটি ট্রামের উদ্বোধন হতে পারে শহরে ৷ দুর্গাপুজোর আগে 6টি এক কামরার ট্রামের উদ্বোধন হয়েছিল ৷

ট্রাম অবশ্যই পরিবেশ বান্ধব ৷ কিন্তু বারবার অভিযোগ উঠেছে তার গতিবেগ নিয়ে ৷ শহরের ব্যস্ততার সঙ্গে মানিয়ে চলতে পারেনি ৷ সময়ের সঙ্গে পুরনো হয়েছে ৷ অভিযোগ উঠেছে, তার ধীর গতি যানজট তৈরি করে ৷ মাঝে বন্ধ হয়েছিল ট্রাম পরিষেবা ৷ যদিও আবার তা চালু করা হয় ৷ যানজট কম করতে অধিকাংশ রুটেই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । সেতুর সংরক্ষণের জন্য কয়েকটি রুটের ট্রাম পরিষেবা বন্ধ ৷ কোথাও মেট্রো পরিষেবার কাজের জন্য বন্ধ ট্রাম চলাচল ৷ তাই সেই সমস্যার সমাধান করতে চলতি বছরে পুজোর মুখেই 6টি এক কামরার ট্রামের উদ্বোধন করেছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । আপাতত শহরের 7টি রুটে ট্রাম চলাচল করে । এইদিকে , নোনাপুকুর ট্রাম ডিপোর ওয়ার্কশপে নতুন ট্রাম তৈরির কাজ প্রায় শেষের মুখে ৷

ক্যালকাটা ট্রামওয়েস কম্পানি (CTC) র এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, " এই মুহূর্তে শহরের পথে যে 6টি শীতাতপ নিয়ন্ত্রিত ও সাধারণ ট্রাম চলছে তাতে আমরা খুব ভালো সাড়া পেয়েছি । সাধারণত দু'কামরার ট্রাম চালিয়ে যে উপার্জন হয় তার চেয়ে অনেক বেশি উপার্জন হয়েছে এক কামরার ট্রাম চালিয়ে । যাত্রীদের মধ্যে নন AC-র চেয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ট্রামের চাহিদা অনেক বেশি । এ বছর গরমের সময় শীতাতপ নিয়ন্ত্রিত ট্রামে ভিড় হত ৷ তাই আরও ট্রাম শহরের পথে নামানো হলে নিঃসন্দেহে ট্রাম কম্পানির রোজগার বাড়বে ও সাধারণ মানুষেরও উপকার হবে । নতুন এই এক বগির ট্রামগুলির গতি ঘণ্টায় প্রায় 35 কিমি ।"

ট্রামের অনেকগুলি রুট আজ বহুদিন হলে বন্ধ হয়ে রয়েছে তাই নতুন ট্রাম নামলে সেগুলি কোন কোন পথে চালানো হবে? এই বিষয় ট্রাময়েজের আধিকারিক বলেন যে, "এটা সত্যি কথা যে বিভিন্ন কারণে বহু ট্রাম ট্র্যাক বন্ধ হয়ে রয়েছে। তাই বর্তমানে যে রুটগুলি চালু আছে সেখান দিয়েই নতুন গাড়িগুলি চালানো হবে ।"

Intro:আগামী বছর গোড়ার দিকেই আসতে চলেছে আরও 10টি এক কামরার শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাম। পুজোর ঠিক আগে উদ্বোধন হয়েছিল 6টি এক কামরার ট্রামের। শুধু তাই নয় এর পর দফায় দফায় নামানো হবে আরও ট্রাম।


Body:নতুন ট্রামগুলি কাজ অনেকটাই হয়ে এসেছে নোনাপুকুর ট্রাম ডিপোর ওয়ার্কশপে।

যানজট কম করতে অধিকাংশ রুতেই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর সাথে দোসর হয়েছে শহরের বিভিন্ন সেতুর স্বাস্থ্য সচেতনতার বিষয়টি। আবার কোথাও মেট্রোর কাজের জন্য ট্রাম চলাচল করতে পারছে না। সাকুল্যে বর্তমানে শহরের 7টি রুটে ট্রাম চলাচল করে।

বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে পরিবেশবান্ধব হলেও ট্রাম অত্যন্ত ধীর গতিতে চলে, তাই ট্রাম পরিষেবা তুলে দেওয়া হোক। শহরের রাস্তায় যানজটের সৃষ্টি করে ট্রামের মন্থর গতি। এই অভিযোগের মুখে পড়ে বহু রুটে ট্রাম চালানো বন্ধ করে দেওয়া হয়েছে। তাই সেই সমস্যার সমাধান করতে চলতি বছরে পুজোর মুখেই 6টি এক'কামরার ট্রামকার উদ্বোধন করেছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা ট্রামওয়েস কোম্পানি (CTC) র এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, " এইমুহূর্তে শহরের পথে যে 6টি শীতাতপ নিয়ন্ত্রিত ও নন এসি ট্রামকার চলছে তাতে আমরা খুব ভালো সারা পেয়েছি। সাধারণত দুকামরা ট্রাম চালিয়ে যে উপার্জন হয় তার চেয়ে অনেক বেশি উপার্জন হয়েছে এক কামরার ট্রাম চালিয়ে। যাত্রীদের মধ্যে নন এসির চেয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ট্রামের চাহিদা অনেক বেশি। এবছর গরমের সময় শীতাতপ নিয়ন্ত্রিত ট্রামে ভিড় হয়েছিল অনেক। তাই আরও ট্রাম শহরের পথে নামানো হলে নিঃসন্দেহে ট্রাম কোম্পানির আমদানি বাড়বে ও সাধারণ মানুষেরও উপকার হবে।"

তিনি বলেন সিঙ্গেল বগি ট্রামকারগুলি যাত্রীদের অনেক অল্প সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছে দেয়। নতুন এই এক বগির ট্রামগুলির গতি ঘন্টায় প্রায় 35 কিমি।


Conclusion:ট্রামের অনেকগুলি রুট আজ বহুদিন হলে বন্ধ হয়ে রয়েছে তাই নতুন ট্রাম নামলে সেগুলি কোন কোন পথে চালানো হবে? এই বিষয় ট্রাময়েজের আধিকারিক বলেন যে, "এটা সত্যি কথা যে বিভিন্ন কারণে বহু ট্রাম ট্র্যাক বন্ধ হয়ে রয়েছে। তাই বর্তমানে যে রুটগুলি চালু আছে সেখান দিয়েই নতুন গাড়িগুলি চালানো হবে।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.