ETV Bharat / state

New Garia-Ruby Metro: নিউ গড়িয়া-রুবি মোড় সিআরএস পরিদর্শন শেষ, রুটে মেট্রো চালুর অপেক্ষা - কলকাতা মেট্রো

শেষ হল কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত সিআরএস পরিদর্শন (New Garia-Ruby Metro) ৷ এবার শুধু ছাড়পত্রের অপেক্ষা ৷

CRS inspection
কলকাতা মেট্রো
author img

By

Published : Jan 31, 2023, 11:33 AM IST

কলকাতা, 31 জানুয়ারি: শীঘ্রই কলকাতাবাসী পেতে চলেছে মেট্রোর আর একটি রুট ৷ সেটি হল নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত (New Garia to Ruby Metro) ৷ তার আগে সোমবার কমিশনার অফ রেলওয়ে সেফটি'র (সিআরএসে) পরিদর্শন পর্ব শেষ হল । কবি সুভাষ থেকে রাজারহাট হয়ে দমদম বিমানবন্দর পর্যন্ত কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন (orange line) এদিন পরিদর্শন করা হয় ৷ এবার কেবল ছাড়পত্র মেলার অপেক্ষা । তারপরেই যেকোনও দিন শুরু হয়ে যাবে ওই অংশের যাত্রী পরিষেবা ।

নতুন মেট্রো রুট পরিদর্শন: কলকাতা মেট্রোর নিউ গড়িয়া থেকে রুবি মোড় (লাইন 6) পর্যন্ত রুটের এদিন সিআরএস পরিদর্শন হয় । সোমবার নর্থ ফ্রন্টিয়ার সার্কেলের কমিশনার ওফ রেলওয়ে সেফটি শুভময় মিত্র অরেঞ্জ লাইন, অর্থাৎ নিউ গড়িয়া বা কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত পরিদর্শন করেন (CRS inspects New Garia to Ruby Metro route) । গত বছরের সেপ্টেম্বর মাসে এই রুটে ট্রায়াল রান শুরু হয় । সোমবার সকাল 9টা নাগাদ শুরু হয় পরিদর্শন পর্ব । প্রায় সন্ধ্যে 6টা পর্যন্ত চলে এই পরিদর্শন কর্মসূচি । 5.4 কিমি মেট্রো লাইনের এই অংশে আপাতত পাঁচটি স্টেশন চালু করা হবে বলে জানা গিয়েছে । এই অংশের কাজের জন্য ব্যয় হয়েছে প্রায় 1550 কোটি টাকা বলে রেল সূত্রের খবর ।

New Garia to Ruby Metro
কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত ট্রলি ইনস্পেকশন

সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন রেলের আধিকারিকরা: সিআরএস এবং তাঁর দলের আধিকারিকরা পাঁচটি স্টেশন- কবি সুভাষ বা নিউ গড়িয়া, সত্যজিৎ রায় বা হাইল্যান্ড পার্ক, জ্যোতিরিন্দ্র নন্দী বা মেট্রো ক্যাশ অ্যান্ড কেরি ও অজয় নগর, কবি সুকান্ত বা অভিষিক্তা ক্রসিং এবং হেমন্ত মুখোপাধ্যায়ের বা রুবি মোর ঘুরে দেখেন সোমবার । পাশাপাশি স্টেশনগুলিতে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তাঁরা । সবকটি স্টেশনের কাজ প্রায় শেষের মুখে । আগুনের উৎসস্থল খোঁজা ও তা নির্বাপণের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন রেলের আধিকারিকরা ৷ স্টেশন কন্ট্রোল প্যানেল, ট্র্যাকের সবকটি পয়েন্ট, সাব স্টেশন, প্ল্যাটফর্ম, ট্র্যাক, এসকেলেটর, লিফট, যাত্রী সুরক্ষা ও যাত্রী স্বাচ্ছন্দের সমস্ত দিকগুলিও খতিয়ে দেখেন তাঁরা ।

নতুন মেট্রো রুট চালুর অপেক্ষা: কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত ট্রলি ইনস্পেকশন চলে সোমবার । অর্থাৎ ট্রলি চালিয়ে ট্র্যাক পরীক্ষা করা হয় এদিন । এমনকী সোমবার সন্ধ্যের দিকে রেকে চেপে স্পিড ট্রায়াল করে দেখেন সিআরএস আধিকারিকরা । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের মধ্যেই সিআরএসএর কমপ্লায়েন্স-সহ রিপোর্ট চলে আসবে । আর সেই রিপোর্টের ওপরেই নির্ভর করছে কত দ্রুত যাত্রী সেবার জন্য খুলে যাবে এই অংশে । এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে ৷

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, জোকা-তারাতলা মেট্রো রুটে শুরু যাত্রী পরিষেবা

কলকাতা, 31 জানুয়ারি: শীঘ্রই কলকাতাবাসী পেতে চলেছে মেট্রোর আর একটি রুট ৷ সেটি হল নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত (New Garia to Ruby Metro) ৷ তার আগে সোমবার কমিশনার অফ রেলওয়ে সেফটি'র (সিআরএসে) পরিদর্শন পর্ব শেষ হল । কবি সুভাষ থেকে রাজারহাট হয়ে দমদম বিমানবন্দর পর্যন্ত কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন (orange line) এদিন পরিদর্শন করা হয় ৷ এবার কেবল ছাড়পত্র মেলার অপেক্ষা । তারপরেই যেকোনও দিন শুরু হয়ে যাবে ওই অংশের যাত্রী পরিষেবা ।

নতুন মেট্রো রুট পরিদর্শন: কলকাতা মেট্রোর নিউ গড়িয়া থেকে রুবি মোড় (লাইন 6) পর্যন্ত রুটের এদিন সিআরএস পরিদর্শন হয় । সোমবার নর্থ ফ্রন্টিয়ার সার্কেলের কমিশনার ওফ রেলওয়ে সেফটি শুভময় মিত্র অরেঞ্জ লাইন, অর্থাৎ নিউ গড়িয়া বা কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত পরিদর্শন করেন (CRS inspects New Garia to Ruby Metro route) । গত বছরের সেপ্টেম্বর মাসে এই রুটে ট্রায়াল রান শুরু হয় । সোমবার সকাল 9টা নাগাদ শুরু হয় পরিদর্শন পর্ব । প্রায় সন্ধ্যে 6টা পর্যন্ত চলে এই পরিদর্শন কর্মসূচি । 5.4 কিমি মেট্রো লাইনের এই অংশে আপাতত পাঁচটি স্টেশন চালু করা হবে বলে জানা গিয়েছে । এই অংশের কাজের জন্য ব্যয় হয়েছে প্রায় 1550 কোটি টাকা বলে রেল সূত্রের খবর ।

New Garia to Ruby Metro
কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত ট্রলি ইনস্পেকশন

সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন রেলের আধিকারিকরা: সিআরএস এবং তাঁর দলের আধিকারিকরা পাঁচটি স্টেশন- কবি সুভাষ বা নিউ গড়িয়া, সত্যজিৎ রায় বা হাইল্যান্ড পার্ক, জ্যোতিরিন্দ্র নন্দী বা মেট্রো ক্যাশ অ্যান্ড কেরি ও অজয় নগর, কবি সুকান্ত বা অভিষিক্তা ক্রসিং এবং হেমন্ত মুখোপাধ্যায়ের বা রুবি মোর ঘুরে দেখেন সোমবার । পাশাপাশি স্টেশনগুলিতে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তাঁরা । সবকটি স্টেশনের কাজ প্রায় শেষের মুখে । আগুনের উৎসস্থল খোঁজা ও তা নির্বাপণের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন রেলের আধিকারিকরা ৷ স্টেশন কন্ট্রোল প্যানেল, ট্র্যাকের সবকটি পয়েন্ট, সাব স্টেশন, প্ল্যাটফর্ম, ট্র্যাক, এসকেলেটর, লিফট, যাত্রী সুরক্ষা ও যাত্রী স্বাচ্ছন্দের সমস্ত দিকগুলিও খতিয়ে দেখেন তাঁরা ।

নতুন মেট্রো রুট চালুর অপেক্ষা: কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত ট্রলি ইনস্পেকশন চলে সোমবার । অর্থাৎ ট্রলি চালিয়ে ট্র্যাক পরীক্ষা করা হয় এদিন । এমনকী সোমবার সন্ধ্যের দিকে রেকে চেপে স্পিড ট্রায়াল করে দেখেন সিআরএস আধিকারিকরা । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের মধ্যেই সিআরএসএর কমপ্লায়েন্স-সহ রিপোর্ট চলে আসবে । আর সেই রিপোর্টের ওপরেই নির্ভর করছে কত দ্রুত যাত্রী সেবার জন্য খুলে যাবে এই অংশে । এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে ৷

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, জোকা-তারাতলা মেট্রো রুটে শুরু যাত্রী পরিষেবা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.