ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর কুমিরের কান্না কৃষকদের ব্যথা উপশম করবে না, আক্রমণ রাজ্যপালের - প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি

কৃষি বিলের বিরোধিতায় লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরই মাঝে প্রধানমন্ত্রী কিষাণ নিধিতে অংশ না নেওয়ায় তাঁকে আক্রমণ করলেন রাজ্যপাল ।

Jagdeep Dhankhar
Jagdeep Dhankhar
author img

By

Published : Sep 22, 2020, 10:46 AM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : ফের রাজ্য সরকারকে আক্রমণ করে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এর আগে রাজ্যের আইনশৃঙ্খলা সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন ৷ এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে অংশ না নেওয়ায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন তিনি ৷

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পটির বাস্তবায়ন হয়নি পশ্চিমবঙ্গে ৷ এর জন্য রাজ্যের একাধিক কৃষক বঞ্চিত হয়েছে ৷ এই প্রসঙ্গে তুলে মুখ্যমন্ত্রীর উদ্দেশে রাজ্যপাল টুইটারে লেখেন, ’’প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে অংশ না নেওয়ায় পশ্চিমবঙ্গের 70 লাখ কৃষক 8,400 কোটি টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে ৷ তা তিনি কেন অস্বীকার করবেন ? কৃষকরা 12 হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেত ৷ কিন্তু তাও তারা হারিয়েছে ৷ ’’ এরপর মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি লেখেন , তাঁর কুমিরের কান্না কৃষকদের ব্যথা উপশম করবে না ৷

  • Why deny @MamataOfficial benefit Rs 8,400 crores to 70 lac WB farmers. by failure to participation in PM-Kisan Samman Nidhi !

    So far every farmer has lost Rs. 12,000/- that would have come to his bank account.

    Urge CM -Crocodile Tears will not relieve pain of farmers. (1/3) pic.twitter.com/CR02yoTPIb

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর আরও অভিযোগ , ’’পশ্চিমবঙ্গ বাদে দেশের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প থেকে প্রচুর উপকৃত হয়েছেন এবং এখন পর্যন্ত 92 হাজার কোটি টাকা তাদের হাতে পৌঁছেছে । এটা পশ্চিমবঙ্গের কৃষকদের প্রতি অবিচার করা হল ৷’’

মুখ্যমন্ত্রী এই বিষয়ে পদক্ষেপ করবেন এই আশা নিয়ে তিনি লেখেন , ’’কোরোনা মহামারী চলাকালীন কৃষকদের জন্য তিন লাখ কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা করা হয়েছিল তার মধ্যে 30 হাজার কোটি টাকা থেকে পশ্চিমবঙ্গের কৃষকরা বঞ্চিত হয়েছে ৷ প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা যাতে কৃষকরা পান সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও পদক্ষেপ করবেন এই আশা করছি ৷ ’’

কৃষি বিলের বিরোধিতায় সংসদে প্রতিবাদ-বিক্ষোভ জারি রয়েছে ৷ গতরাত থেকে সংসদ চত্বরে ধরনা দিয়েছে বিরোধীরা ৷ আজ কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে কৃষি বিলের বিরোধিতায় ধরনা কর্মসূচি রয়েছে তৃণমূলের ৷ কৃষি বিলের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ডাকও দিয়েছেন তৃণমূল নেত্রী । এরই মাঝে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প থেকে রাজ্যের কৃষকদের বঞ্চিত হওয়ার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশ্ন তুললেন রাজ্যপাল ৷

কলকাতা, 22 সেপ্টেম্বর : ফের রাজ্য সরকারকে আক্রমণ করে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এর আগে রাজ্যের আইনশৃঙ্খলা সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন ৷ এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে অংশ না নেওয়ায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন তিনি ৷

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পটির বাস্তবায়ন হয়নি পশ্চিমবঙ্গে ৷ এর জন্য রাজ্যের একাধিক কৃষক বঞ্চিত হয়েছে ৷ এই প্রসঙ্গে তুলে মুখ্যমন্ত্রীর উদ্দেশে রাজ্যপাল টুইটারে লেখেন, ’’প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে অংশ না নেওয়ায় পশ্চিমবঙ্গের 70 লাখ কৃষক 8,400 কোটি টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে ৷ তা তিনি কেন অস্বীকার করবেন ? কৃষকরা 12 হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেত ৷ কিন্তু তাও তারা হারিয়েছে ৷ ’’ এরপর মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি লেখেন , তাঁর কুমিরের কান্না কৃষকদের ব্যথা উপশম করবে না ৷

  • Why deny @MamataOfficial benefit Rs 8,400 crores to 70 lac WB farmers. by failure to participation in PM-Kisan Samman Nidhi !

    So far every farmer has lost Rs. 12,000/- that would have come to his bank account.

    Urge CM -Crocodile Tears will not relieve pain of farmers. (1/3) pic.twitter.com/CR02yoTPIb

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর আরও অভিযোগ , ’’পশ্চিমবঙ্গ বাদে দেশের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প থেকে প্রচুর উপকৃত হয়েছেন এবং এখন পর্যন্ত 92 হাজার কোটি টাকা তাদের হাতে পৌঁছেছে । এটা পশ্চিমবঙ্গের কৃষকদের প্রতি অবিচার করা হল ৷’’

মুখ্যমন্ত্রী এই বিষয়ে পদক্ষেপ করবেন এই আশা নিয়ে তিনি লেখেন , ’’কোরোনা মহামারী চলাকালীন কৃষকদের জন্য তিন লাখ কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা করা হয়েছিল তার মধ্যে 30 হাজার কোটি টাকা থেকে পশ্চিমবঙ্গের কৃষকরা বঞ্চিত হয়েছে ৷ প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা যাতে কৃষকরা পান সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও পদক্ষেপ করবেন এই আশা করছি ৷ ’’

কৃষি বিলের বিরোধিতায় সংসদে প্রতিবাদ-বিক্ষোভ জারি রয়েছে ৷ গতরাত থেকে সংসদ চত্বরে ধরনা দিয়েছে বিরোধীরা ৷ আজ কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে কৃষি বিলের বিরোধিতায় ধরনা কর্মসূচি রয়েছে তৃণমূলের ৷ কৃষি বিলের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ডাকও দিয়েছেন তৃণমূল নেত্রী । এরই মাঝে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প থেকে রাজ্যের কৃষকদের বঞ্চিত হওয়ার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশ্ন তুললেন রাজ্যপাল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.