ETV Bharat / state

12 বছর পরে সুন্দরবনে কুমির-শুমারি, সংখ্যা বৃদ্ধির আশা বন দফতরের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 10:36 PM IST

Crocodile Census 2024: সুন্দরবনে শুরু হতে চলেছে কুমির গণনার কাজ ৷ 18 ও 19 জানুয়ারি এই শুমারি অনুষ্ঠিত হবে । জানা গিয়েছে, একাধিক ছোট ছোট দলে বিভক্ত হয়ে কুমিরের খোঁজ করা হবে ৷

Etv Bharat
সুন্দরবনে কুমির শুমারি

কলকাতা, 16 জানুয়ারি: 12 বছর বাদে আবার সুন্দরবনের জঙ্গলে হতে চলেছে কুমির শুমারি । শেষবার 2012 সালে এই শুমারি হয়েছিল । সেবার বঙ্গোপসাগরের বিভিন্ন খাড়ি-খাল-বিল মিলে 99টি নোনা জলের কুমির পাওয়া গিয়েছিল । তারপর থেকে আর এই কুমির শুমারি হয়নি । এবার 18 ও 19 জানুয়ারি এই শুমারি অনুষ্ঠিত হবে । মূলত একাধিক ছোট ছোট দলে বিভক্ত হয়ে কুমিরের খোঁজ করা হবে এই দু'দিন । তবে এই কুমির গোনার সঙ্গে যেহেতু একটা আবহাওয়ার যোগ রয়েছে । আবহাওয়া প্রতিকূল হলে শুমারির জন্য পরিদর্শনের দিন বাড়তে পারে বলে খবর ।

এই বিষয়ে রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় জানান, মূলত কুমির শুমারির কথা মাথায় রেখে সুন্দরবনকে একাধিক সেক্টরে ভাগ করা হয়েছে । প্রত্যেক সেক্টরেই 8-10 জনের একটি দল তৈরি করে কুমির গণনার কাজ করা হবে । ছোট বড় নৌকা লঞ্চ নিয়ে এই দল সুন্দরবনের বিভিন্ন নদী-খাল-খাড়ির মধ্যে যাবে । প্রত্যেক দলেরই একজন করে স্পটার থাকবেন । স্থানীয় নাগরিকদের সাহায্য নিয়েই এই কুমির শুমারির কাজ করা হবে ।

সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ডিরেক্টর জাস্টিন জোন্সের কথায়, মূলত প্রবল অধ্যাবসায় এবং কড়া পরিশ্রমের মাধ্যমে এই গণনার কাজ হবে । মূলত এবার কুমির শুমারিতে প্রত্যেক কিলোমিটারে কত সংখ্যায় কুমির রয়েছে তাও খুঁজে বের করা হবে ।

বন দফতরের এক আধিকারিক এই কুমিরশুমারি সম্পর্কে বলেছেন, সাধারণত গ্রীষ্মকালে কুমির বেশিরভাগ সময় জলে থাকে তবে শীতের সময় শরীরের তাপমাত্রা সঠিক রাখতেই এরা ডাঙায় বসে রোদ পোহায় ৷ মূলত এই সুযোগকে কাজে লাগিয়েই কুমির গণনার কাজ করা হবে ৷ এবার সুন্দরবনে কুমিরের সংখ্যা বাড়বে বলেই বিশ্বাস ৷

আরও পড়ুন :

  1. খেলা নয়! বাস্তবেই জল থেকে উঠে ডাঙা ঘুরে ঘরে ফিরল কুমির
  2. মারা গেল অনন্তপদ্মনভ মন্দিরের অলৌকিক কুমির ‘বাবিয়া’
  3. মহিলাকে নদীতে টেনে নিয়ে গেল কুমির, ক্যামেরাবন্দি ভয়ানক দৃশ্য!

কলকাতা, 16 জানুয়ারি: 12 বছর বাদে আবার সুন্দরবনের জঙ্গলে হতে চলেছে কুমির শুমারি । শেষবার 2012 সালে এই শুমারি হয়েছিল । সেবার বঙ্গোপসাগরের বিভিন্ন খাড়ি-খাল-বিল মিলে 99টি নোনা জলের কুমির পাওয়া গিয়েছিল । তারপর থেকে আর এই কুমির শুমারি হয়নি । এবার 18 ও 19 জানুয়ারি এই শুমারি অনুষ্ঠিত হবে । মূলত একাধিক ছোট ছোট দলে বিভক্ত হয়ে কুমিরের খোঁজ করা হবে এই দু'দিন । তবে এই কুমির গোনার সঙ্গে যেহেতু একটা আবহাওয়ার যোগ রয়েছে । আবহাওয়া প্রতিকূল হলে শুমারির জন্য পরিদর্শনের দিন বাড়তে পারে বলে খবর ।

এই বিষয়ে রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় জানান, মূলত কুমির শুমারির কথা মাথায় রেখে সুন্দরবনকে একাধিক সেক্টরে ভাগ করা হয়েছে । প্রত্যেক সেক্টরেই 8-10 জনের একটি দল তৈরি করে কুমির গণনার কাজ করা হবে । ছোট বড় নৌকা লঞ্চ নিয়ে এই দল সুন্দরবনের বিভিন্ন নদী-খাল-খাড়ির মধ্যে যাবে । প্রত্যেক দলেরই একজন করে স্পটার থাকবেন । স্থানীয় নাগরিকদের সাহায্য নিয়েই এই কুমির শুমারির কাজ করা হবে ।

সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ডিরেক্টর জাস্টিন জোন্সের কথায়, মূলত প্রবল অধ্যাবসায় এবং কড়া পরিশ্রমের মাধ্যমে এই গণনার কাজ হবে । মূলত এবার কুমির শুমারিতে প্রত্যেক কিলোমিটারে কত সংখ্যায় কুমির রয়েছে তাও খুঁজে বের করা হবে ।

বন দফতরের এক আধিকারিক এই কুমিরশুমারি সম্পর্কে বলেছেন, সাধারণত গ্রীষ্মকালে কুমির বেশিরভাগ সময় জলে থাকে তবে শীতের সময় শরীরের তাপমাত্রা সঠিক রাখতেই এরা ডাঙায় বসে রোদ পোহায় ৷ মূলত এই সুযোগকে কাজে লাগিয়েই কুমির গণনার কাজ করা হবে ৷ এবার সুন্দরবনে কুমিরের সংখ্যা বাড়বে বলেই বিশ্বাস ৷

আরও পড়ুন :

  1. খেলা নয়! বাস্তবেই জল থেকে উঠে ডাঙা ঘুরে ঘরে ফিরল কুমির
  2. মারা গেল অনন্তপদ্মনভ মন্দিরের অলৌকিক কুমির ‘বাবিয়া’
  3. মহিলাকে নদীতে টেনে নিয়ে গেল কুমির, ক্যামেরাবন্দি ভয়ানক দৃশ্য!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.