ETV Bharat / state

পার্কস্ট্রিট মেট্রো স্টেশন পর্যবেক্ষণ CRS ও ICF-র - CRF

রেকটি পর্যবেক্ষণ করার পর কমিশনার শৈলেশ গড় বলেন, "মেট্রোর রেক ও ঘটনাস্থান পরীক্ষা করে দেখলাম । শনিবার দুর্ঘটনার সময় যে সব মেট্রো কর্মীরা কর্মরত ছিলেন তাঁদের সঙ্গেও কথা বলব । তবে মেট্রোর রেকগুলি নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত করা হবে । তারপরই মেট্রো কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কিছু বলা সম্ভব ।"

মেট্রো স্টেশন পর্যবেক্ষণ CRF ও ICF-র
author img

By

Published : Jul 15, 2019, 5:31 PM IST

Updated : Jul 15, 2019, 5:56 PM IST

কলকাতা, 15 জুলাই : আজ পার্কস্ট্রিট মেট্রো স্টেশন পর্যবেক্ষণ করল কমিশন অফ রেলওয়ে সেফটি (CRS) ও ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-র একটি প্রতিনিধি দল । পর্যবেক্ষণের পর CRS-এর তরফে জানানো হয়, মেট্রোর রেকগুলির সম্পূর্ণ তদন্ত না করে মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছু বলা সম্ভব নয় ।

মেট্রোরেলের প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "CRS একটি উচ্চ পর্যায়ের ইনস্পেকশন কমিটি । এই কমিটির প্রধান কর্তা হলেন শৈলেশ গড় । এই কমিটির তরফে আজ একটি দল গঠন করে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের দুর্ঘটনাস্থান ঘুরে দেখা হয় । তাছাড়া প্রতিনিধি দল স্টেশনের CCTV ও থার্ড রেলও ঘুরে দেখেন । পাশাপাশি যে ট্রেনগুলি সেই সময় পার্কস্ট্রিট স্টেশনে ঢুকছিল সেই ট্রেনগুলির মোটরম্যান ও চালকদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা । অন্যদিকে, শনিবার যে রেকটিতে দুর্ঘটনাটি ঘটে সেই রেকটি টালিগঞ্জ মেট্রো স্টেশনে থাকায় প্রতিনিধি দল সেটিকেও পর্যবেক্ষণ করেন । রেকটির স্মার্ট গেট সহ ভিতর ঘুরে দেখেন তাঁরা ।"

রেকটি পর্যবেক্ষণ করার পর কমিশনার শৈলেশ গড় বলেন, "মেট্রোর রেক ও ঘটনাস্থান পরীক্ষা করে দেখলাম । শনিবার দুর্ঘটনার সময় যে সব মেট্রো কর্মীরা কর্মরত ছিলেন তাঁদের সঙ্গেও কথা বলব । তবে মেট্রোর রেকগুলি নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত করা হবে । তারপরই মেট্রো কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কিছু বলা সম্ভব ।"

শনিবার কলকাতা মেট্রোর দরজায় হাত আটকে মৃত্যু হয় সজল কাঞ্জিলালের । সন্ধে ছ'টা চল্লিশ নাগাদ ঘটনাটি ঘটে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে । প্রাথমিকভাবে জানা গিয়েছিল, পার্কস্ট্রিট স্টেশনে মেট্রোয় উঠতে যাচ্ছিলেন ওই যাত্রী । সেই সময় তাঁর হাত আটকে যায় দরজায় । তিনি বাইরেই ঝুলছিলেন । সেই অবস্থাতেই চলতে শুরু করে মেট্রো । এরই মধ্যে টানেলে ধাক্কা খান তিনি । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ।

কলকাতা, 15 জুলাই : আজ পার্কস্ট্রিট মেট্রো স্টেশন পর্যবেক্ষণ করল কমিশন অফ রেলওয়ে সেফটি (CRS) ও ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-র একটি প্রতিনিধি দল । পর্যবেক্ষণের পর CRS-এর তরফে জানানো হয়, মেট্রোর রেকগুলির সম্পূর্ণ তদন্ত না করে মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছু বলা সম্ভব নয় ।

মেট্রোরেলের প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "CRS একটি উচ্চ পর্যায়ের ইনস্পেকশন কমিটি । এই কমিটির প্রধান কর্তা হলেন শৈলেশ গড় । এই কমিটির তরফে আজ একটি দল গঠন করে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের দুর্ঘটনাস্থান ঘুরে দেখা হয় । তাছাড়া প্রতিনিধি দল স্টেশনের CCTV ও থার্ড রেলও ঘুরে দেখেন । পাশাপাশি যে ট্রেনগুলি সেই সময় পার্কস্ট্রিট স্টেশনে ঢুকছিল সেই ট্রেনগুলির মোটরম্যান ও চালকদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা । অন্যদিকে, শনিবার যে রেকটিতে দুর্ঘটনাটি ঘটে সেই রেকটি টালিগঞ্জ মেট্রো স্টেশনে থাকায় প্রতিনিধি দল সেটিকেও পর্যবেক্ষণ করেন । রেকটির স্মার্ট গেট সহ ভিতর ঘুরে দেখেন তাঁরা ।"

রেকটি পর্যবেক্ষণ করার পর কমিশনার শৈলেশ গড় বলেন, "মেট্রোর রেক ও ঘটনাস্থান পরীক্ষা করে দেখলাম । শনিবার দুর্ঘটনার সময় যে সব মেট্রো কর্মীরা কর্মরত ছিলেন তাঁদের সঙ্গেও কথা বলব । তবে মেট্রোর রেকগুলি নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত করা হবে । তারপরই মেট্রো কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কিছু বলা সম্ভব ।"

শনিবার কলকাতা মেট্রোর দরজায় হাত আটকে মৃত্যু হয় সজল কাঞ্জিলালের । সন্ধে ছ'টা চল্লিশ নাগাদ ঘটনাটি ঘটে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে । প্রাথমিকভাবে জানা গিয়েছিল, পার্কস্ট্রিট স্টেশনে মেট্রোয় উঠতে যাচ্ছিলেন ওই যাত্রী । সেই সময় তাঁর হাত আটকে যায় দরজায় । তিনি বাইরেই ঝুলছিলেন । সেই অবস্থাতেই চলতে শুরু করে মেট্রো । এরই মধ্যে টানেলে ধাক্কা খান তিনি । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ।

Intro:সজল কানজিলালের মৃত্যুর ঘটনার পর সোমবার কমিশন অফ রেলওয়ে সেফটি (সি আর এস) ও ইন্টাগড়াল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) একটি দল পর্যবেক্ষণে আসে। Body:মেট্রোরেলের প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় বলতে যে এটি একটি উচ্চ পর্যায়ের ইনস্পেকশান কমিটি। এই তদন্তকারী দলের প্রধান ছিলেন শৈলেস গড়।

প্রথমে মেট্রো ভবনে বৈঠক সেরে তাঁরা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। দুর্ঘটনাটি স্থল, স্টেশনের সিসিটিভি ও থার্ড রেল দেখেন তাঁরা। এছাড়াও সেই সময় যে ট্রেনগুলি পার্ক স্ট্রিট স্টেশনে ঢুকছিল সেই ট্রেনগুলির মোটর ম্যান ও চালকদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা।

সেখান থেকেই ঠিক 01:02 মিনিটের ডাউন মেট্রোতে করে তারা টালিগঞ্জ মেট্রো স্টেশনে যান। সেদিন যে রিকটিতে ঘটনাটি ঘটে সেই রেকটি টালিগঞ্জ মেট্রো স্টেশনে রাখা রয়েছে। সেখানে গিয়ে তাঁরা রেকটিকে পর্যবেক্ষণ করেন। রেকটির স্মার্ট গেট সহ রেকটির ভিতরটিও ঘুরে দেখেন তাঁরা। Conclusion:টালিগঞ্জ মেট্রো স্টেশনে রেকটি পরীক্ষা করার পরে কমিশনার শৈলেস গড় বলেন, "সবটাই পরীক্ষা করলাম, টালিগঞ্জে রেকটিকেও দেখলাম পাশাপাশি ঘটনাস্থলও দেখে গেলাম। সেদিন ওই সময় যে সব মেট্রো কর্মীরা কর্মরত ছিলেন তাঁদের সঙ্গে কথা বলব। মেট্রোর রেকগুলি নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তারপরেই মেট্রোর তরফ থেকে এই বিষয় কিছু বলা সম্ভব।"

Last Updated : Jul 15, 2019, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.