ETV Bharat / state

Bowbazar House Crack : মেট্রোর কাজে বাড়িতে ফাটল, ক্ষোভ ও অনিশ্চয়তায় ভিটে ছাড়ছেন স্থানীয়রা - crack in several houses at bowbazar for metro work

বউবাজারের একাধিক বাড়িতে ফাটল ৷ কারণ মেট্রোরেলের কাজ ৷ আর এরে জেরেই সমস্যায় পড়েছেন এখানকার দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা (Bowbazar House Crack) ৷

bowbazar
মেট্রোরেলের কাজ চলায় বাড়িতে ফাটল ক্ষোভে জন্মভিটে ছেড়ে অন্যত্র যাচ্ছেন স্থানীয়রা
author img

By

Published : May 13, 2022, 10:16 PM IST

বউবাজার, 13 মে : কারও দুই পুরুষ কারও আবার তিন পুরুষের পুরনো বাড়ি । মেট্রোরেলের কাজ চলার জন্য সেই জন্মভিটেতে ধরেছে ফাটল (crack in several houses at bowbazar for metro work) ৷ তাই বাড়ি ছেড়ে বারে বারে উদ্বাস্তু হয়ে জীবনযাপন করা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বউবাজারের দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা । কারণ একটাই ৷ মেট্রোরেলের কাজ ৷ এর জেরেই বারবার এই ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এখানকার বাসিন্দাদের ৷


গত বুধবার রাতে ফের আড়াই বছর আগের ভয়ঙ্কর স্মৃতি ফিরেছে । এই এলাকায় তার জেরে দ্বিতীয়বারের জন্য ঘরছাড়া হয়েছেন বেশ কিছু পরিবার । জিনিসপত্র নিয়ে অনেকেই ঠাঁই নিচ্ছেন হোটেলে । তবে সবটাই নিজেদের চেষ্টায় ৷

অধিকাংশের অভিযোগ, প্রথমবার ক্ষতিপূরণ দিয়েছিল মেট্রো । আর এবার তাঁদের কিছুই জানায়নি নির্মাণকারী সংস্থা। হোটেলের নোংরা পরিবেশে বেশ কয়েক মাস কাটাতে হয়েছিল শেষবার । আবারও সেই পরিণতি ভেবেই ক্ষোভে ফুঁসছেন অনেক বাসিন্দা । আবার অনেকেই সেই ভোগান্তি এড়িয়ে যেতে নিজের গাঁটের টাকা খরচ করেই অন্য জায়গায় বাড়ি ভাড়া করে চলে যাচ্ছেন ৷ দু'দিনের মধ্যে বাড়ির সব জিনিসপত্র নিয়ে এভাবে অন্যত্র যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন অনেকেই ৷

মেট্রোরেলের কাজ চলায় বাড়িতে ফাটল, ক্ষোভে জন্মভিটে ছেড়ে অন্যত্র যাচ্ছেন স্থানীয়রা

আরও পড়ুন : দুর্গাপিতুরি লেনে শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ

বউবাজারের সাঁকরাপাড়া লেন দু'নম্বর বাড়ি । থাকেন 13 থেকে 14 জন সদস্য । গত পরশু রাতে ফাটলের পর থেকেই পানীয় জলের পরিষেবা বন্ধ । 72 ঘণ্টা কেটে গেলেও জল না পাওয়াতে সমস্যায় পড়েছেন গোটা বাড়ি আবাসিকরা । খাবার জল কোনওমতে হেঁটে গিয়ে গলির মুখ থেকে নিয়ে আসছেন ঠিকই । তবে গোটা বাড়িই এখন জলহীন । কলকাতা পৌরনিগম অথবা কেএমআরসিএল কর্তৃপক্ষ কেউই খোঁজ নিয়ে দেখেননি বলেই অভিযোগ ৷

এই বাড়ির বাসিন্দা দীপান্বিতা দেবীর কথায়, "ঘটনার পর থেকে পানীয় জল পাচ্ছি না । কেউ একবারের জন্য এখানে আসেন না । গোটা বাড়িতে 13-14 জন বাসিন্দা । জল ছাড়া কিভাবে থাকব ? স্নান খাওয়া তো প্রায় বন্ধ । গলির মুখে রাস্তায় গিয়ে কোনওমতে জল এনে খাচ্ছি । কিন্তু সেটা কতদিন করব ৷ চারিদিকে এমন পরিস্থিতি হয়ে অসুস্থ হয়ে পড়লে কেউ অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে পারবে না এখানে । একটা স্ট্রেচারে করে কোনও রোগীও বের করা যাবে না । এই সমস্যার সুরাহা হবে কবে ৷

আরও পড়ুন : Bowbazar Metro Disaster : বউবাজারে মেট্রো বিপর্যয়ের ঘরছাড়াদের পুর্নবাসনের দাবি কাউন্সিলর বিশ্বরূপ দে-র

বউবাজার, 13 মে : কারও দুই পুরুষ কারও আবার তিন পুরুষের পুরনো বাড়ি । মেট্রোরেলের কাজ চলার জন্য সেই জন্মভিটেতে ধরেছে ফাটল (crack in several houses at bowbazar for metro work) ৷ তাই বাড়ি ছেড়ে বারে বারে উদ্বাস্তু হয়ে জীবনযাপন করা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বউবাজারের দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা । কারণ একটাই ৷ মেট্রোরেলের কাজ ৷ এর জেরেই বারবার এই ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এখানকার বাসিন্দাদের ৷


গত বুধবার রাতে ফের আড়াই বছর আগের ভয়ঙ্কর স্মৃতি ফিরেছে । এই এলাকায় তার জেরে দ্বিতীয়বারের জন্য ঘরছাড়া হয়েছেন বেশ কিছু পরিবার । জিনিসপত্র নিয়ে অনেকেই ঠাঁই নিচ্ছেন হোটেলে । তবে সবটাই নিজেদের চেষ্টায় ৷

অধিকাংশের অভিযোগ, প্রথমবার ক্ষতিপূরণ দিয়েছিল মেট্রো । আর এবার তাঁদের কিছুই জানায়নি নির্মাণকারী সংস্থা। হোটেলের নোংরা পরিবেশে বেশ কয়েক মাস কাটাতে হয়েছিল শেষবার । আবারও সেই পরিণতি ভেবেই ক্ষোভে ফুঁসছেন অনেক বাসিন্দা । আবার অনেকেই সেই ভোগান্তি এড়িয়ে যেতে নিজের গাঁটের টাকা খরচ করেই অন্য জায়গায় বাড়ি ভাড়া করে চলে যাচ্ছেন ৷ দু'দিনের মধ্যে বাড়ির সব জিনিসপত্র নিয়ে এভাবে অন্যত্র যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন অনেকেই ৷

মেট্রোরেলের কাজ চলায় বাড়িতে ফাটল, ক্ষোভে জন্মভিটে ছেড়ে অন্যত্র যাচ্ছেন স্থানীয়রা

আরও পড়ুন : দুর্গাপিতুরি লেনে শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ

বউবাজারের সাঁকরাপাড়া লেন দু'নম্বর বাড়ি । থাকেন 13 থেকে 14 জন সদস্য । গত পরশু রাতে ফাটলের পর থেকেই পানীয় জলের পরিষেবা বন্ধ । 72 ঘণ্টা কেটে গেলেও জল না পাওয়াতে সমস্যায় পড়েছেন গোটা বাড়ি আবাসিকরা । খাবার জল কোনওমতে হেঁটে গিয়ে গলির মুখ থেকে নিয়ে আসছেন ঠিকই । তবে গোটা বাড়িই এখন জলহীন । কলকাতা পৌরনিগম অথবা কেএমআরসিএল কর্তৃপক্ষ কেউই খোঁজ নিয়ে দেখেননি বলেই অভিযোগ ৷

এই বাড়ির বাসিন্দা দীপান্বিতা দেবীর কথায়, "ঘটনার পর থেকে পানীয় জল পাচ্ছি না । কেউ একবারের জন্য এখানে আসেন না । গোটা বাড়িতে 13-14 জন বাসিন্দা । জল ছাড়া কিভাবে থাকব ? স্নান খাওয়া তো প্রায় বন্ধ । গলির মুখে রাস্তায় গিয়ে কোনওমতে জল এনে খাচ্ছি । কিন্তু সেটা কতদিন করব ৷ চারিদিকে এমন পরিস্থিতি হয়ে অসুস্থ হয়ে পড়লে কেউ অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে পারবে না এখানে । একটা স্ট্রেচারে করে কোনও রোগীও বের করা যাবে না । এই সমস্যার সুরাহা হবে কবে ৷

আরও পড়ুন : Bowbazar Metro Disaster : বউবাজারে মেট্রো বিপর্যয়ের ঘরছাড়াদের পুর্নবাসনের দাবি কাউন্সিলর বিশ্বরূপ দে-র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.