ETV Bharat / state

বাম মঞ্চে সলিল-স্মরণ, নাটকে-গানে এসএফআইয়ের রাজ্য সম্মেলন - SFI

SFI State Conference: যুব সংগঠনের ব্রিগেড সমাবেশের পর এবার ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য সম্মেলন ৷ তাকে ঘিরে বামেদের একগুচ্ছ অনুষ্ঠান থাকছে এই মাসেই ৷

ETV Bharat
এসএফআইয়ের রাজ্য সম্মেলন
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 1:08 PM IST

কলকাতা, 18 জানুয়ারি: কাস্তে টা দাও শাণ হো....

তাঁর গানে একসময়ে উদ্বেলিত হয়েছে তরুণ প্রজন্ম। সেই সলিল চৌধুরীকে স্মরণ বামমঞ্চে। আগামী বছর এই গায়ক-সুরকার-সঙ্গীত পরিচালকের জন্মশতবর্ষ ৷ তার আগে প্রাক-শতবর্ষে এই বাম সদস্যকে শ্রদ্ধা জানাবে রাজ্য সিপিএম ৷ আর সেই অনুষ্ঠানে থাকবেন শিল্পী দেবজ্যোতি মিশ্র ৷ তিনিও একসময় সলিল চৌধুরীর সঙ্গে কাজ করেছেন ৷ অনুষ্ঠানটি হবে 19 জানুয়ারি হুগলির উত্তরপাড়ায় ৷

এছাড়া মাসজুড়ে একের পর এক অনুষ্ঠানের আয়োজন করেছে বঙ্গ সিপিএমের ছাত্র সংগঠন ৷ বছরের প্রথমেই বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সম্মেলন হয়েছে ব্রিগেডে ৷ এরপর 22-24 জানুয়ারি মালদা শহরে হবে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর 38তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন ৷

24 তারিখ এই সমাবেশে মালদায় উপস্থিত থাকবেন এসএফআই-এর রাজ্য সভাপতি প্রতীকউর রহমান, এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর, ময়ূখ বিশ্বাস ৷ তাঁদের পাশাপাশি বক্তা হিসেবে একই মঞ্চে থাকার কথা মহঃ সেলিম, সুজন চক্রবর্তীর মতো বর্ষীয়ান বামনেতার ৷ এই সম্মেলনকে কেন্দ্র করে এসএফআই-এর স্লোগান 'স্কুল কলেজে শপথ করো, বিভেদ রুখে স্বদেশ গড়ো' ৷

এসএফআই রাজ্য় সম্মেলনকে কেন্দ্র করে মালদা তো বটেই, রাজ্যের অন্য জেলাতেও বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে এসএফআই ৷ তার মধ্যে অন্যতম 19 জানুয়ারি হুগলির উত্তরপাড়ায় মিউজিক্যাল ফেস্টে ৷ পরদিন, 20 জানুয়ারি বোলপুরে 'মন্টু ও মার্কস' নাটকটি মঞ্চস্থ করবেন সৌরভ পালোধি-তূর্ণা দাসদের দল 'ইচ্ছেমতো' ৷

এছাড়া আলিপুরদুয়ারের চা-বাগানে আদিবাসী ছাত্রীদের নিয়ে ফুটবল ম্যাচ, লড়াই-আন্দোলনের বিভিন্ন ছবির সমাহার নিয়ে জলপাইগুড়িতে ফোটোগ্রাফি প্রদর্শনী, উত্তর 24 পরগনায় স্ট্যান্ড আপ কমেডি ও ফ্ল্যাশ মব, দক্ষিণ 24 পরগণায় মৃণাল সেন শতবর্ষে ফিল্ম স্ক্রিনিং বা প্যালেস্তাইনের সংহতিতে লাইভ পেইন্টিং ৷ এর সঙ্গে মহানগরীর বুকে কলেজ স্ট্রিটের রাস্তার উপরেই একটি বইমেলা আয়োজন করেছে এসএফআই ৷

কোচবিহারে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির মানুষকে নিয়ে 'ঐক্যের ম্যারাথন', বা পশ্চিম মেদিনীপুরে ভগৎ সিং বা মাস্টারদা সূর্য সেনের জীবন অবলম্বনে নির্মিত সিনেমা প্রদর্শনের মতো রাজনৈতিক বার্তাবহ কর্মসূচিও রয়েছে এসএফআইয়ের ৷ সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন সেমিনারও হবে ৷ এই সেমিনারে বক্তৃতা দেবেন সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষ ৷ উলুবেড়িয়াতে সেমিনারে বক্তা হিসেবে থাকছেন পরিযায়ী শ্রমিক, ক্ষেতমজুর, বন্ধ কারখানার কর্মচারীর মতো দুঃস্থ পরিবারের সন্তানরা ৷

আরও পড়ুন:

  1. কী ভাবছে ভবিষ্যত প্রজন্ম ? জানতে ডিওয়াইএফআই'য়ের ব্রিগেডে একসঙ্গে নবীন-প্রবীণ
  2. তারুণ্যের ব্রিগেড ডিভিডেন্ড ভোট বাক্সে আদৌ প্রতিফলিত হবে তো ?
  3. ইনসাফ সমাবেশে ব্রিগেডে মিনাক্ষী-ধ্রুবজ্যোতি, ছুটির শহরে ভিড় বাম কর্মী-সমর্থকদের

কলকাতা, 18 জানুয়ারি: কাস্তে টা দাও শাণ হো....

তাঁর গানে একসময়ে উদ্বেলিত হয়েছে তরুণ প্রজন্ম। সেই সলিল চৌধুরীকে স্মরণ বামমঞ্চে। আগামী বছর এই গায়ক-সুরকার-সঙ্গীত পরিচালকের জন্মশতবর্ষ ৷ তার আগে প্রাক-শতবর্ষে এই বাম সদস্যকে শ্রদ্ধা জানাবে রাজ্য সিপিএম ৷ আর সেই অনুষ্ঠানে থাকবেন শিল্পী দেবজ্যোতি মিশ্র ৷ তিনিও একসময় সলিল চৌধুরীর সঙ্গে কাজ করেছেন ৷ অনুষ্ঠানটি হবে 19 জানুয়ারি হুগলির উত্তরপাড়ায় ৷

এছাড়া মাসজুড়ে একের পর এক অনুষ্ঠানের আয়োজন করেছে বঙ্গ সিপিএমের ছাত্র সংগঠন ৷ বছরের প্রথমেই বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সম্মেলন হয়েছে ব্রিগেডে ৷ এরপর 22-24 জানুয়ারি মালদা শহরে হবে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর 38তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন ৷

24 তারিখ এই সমাবেশে মালদায় উপস্থিত থাকবেন এসএফআই-এর রাজ্য সভাপতি প্রতীকউর রহমান, এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর, ময়ূখ বিশ্বাস ৷ তাঁদের পাশাপাশি বক্তা হিসেবে একই মঞ্চে থাকার কথা মহঃ সেলিম, সুজন চক্রবর্তীর মতো বর্ষীয়ান বামনেতার ৷ এই সম্মেলনকে কেন্দ্র করে এসএফআই-এর স্লোগান 'স্কুল কলেজে শপথ করো, বিভেদ রুখে স্বদেশ গড়ো' ৷

এসএফআই রাজ্য় সম্মেলনকে কেন্দ্র করে মালদা তো বটেই, রাজ্যের অন্য জেলাতেও বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে এসএফআই ৷ তার মধ্যে অন্যতম 19 জানুয়ারি হুগলির উত্তরপাড়ায় মিউজিক্যাল ফেস্টে ৷ পরদিন, 20 জানুয়ারি বোলপুরে 'মন্টু ও মার্কস' নাটকটি মঞ্চস্থ করবেন সৌরভ পালোধি-তূর্ণা দাসদের দল 'ইচ্ছেমতো' ৷

এছাড়া আলিপুরদুয়ারের চা-বাগানে আদিবাসী ছাত্রীদের নিয়ে ফুটবল ম্যাচ, লড়াই-আন্দোলনের বিভিন্ন ছবির সমাহার নিয়ে জলপাইগুড়িতে ফোটোগ্রাফি প্রদর্শনী, উত্তর 24 পরগনায় স্ট্যান্ড আপ কমেডি ও ফ্ল্যাশ মব, দক্ষিণ 24 পরগণায় মৃণাল সেন শতবর্ষে ফিল্ম স্ক্রিনিং বা প্যালেস্তাইনের সংহতিতে লাইভ পেইন্টিং ৷ এর সঙ্গে মহানগরীর বুকে কলেজ স্ট্রিটের রাস্তার উপরেই একটি বইমেলা আয়োজন করেছে এসএফআই ৷

কোচবিহারে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির মানুষকে নিয়ে 'ঐক্যের ম্যারাথন', বা পশ্চিম মেদিনীপুরে ভগৎ সিং বা মাস্টারদা সূর্য সেনের জীবন অবলম্বনে নির্মিত সিনেমা প্রদর্শনের মতো রাজনৈতিক বার্তাবহ কর্মসূচিও রয়েছে এসএফআইয়ের ৷ সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন সেমিনারও হবে ৷ এই সেমিনারে বক্তৃতা দেবেন সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষ ৷ উলুবেড়িয়াতে সেমিনারে বক্তা হিসেবে থাকছেন পরিযায়ী শ্রমিক, ক্ষেতমজুর, বন্ধ কারখানার কর্মচারীর মতো দুঃস্থ পরিবারের সন্তানরা ৷

আরও পড়ুন:

  1. কী ভাবছে ভবিষ্যত প্রজন্ম ? জানতে ডিওয়াইএফআই'য়ের ব্রিগেডে একসঙ্গে নবীন-প্রবীণ
  2. তারুণ্যের ব্রিগেড ডিভিডেন্ড ভোট বাক্সে আদৌ প্রতিফলিত হবে তো ?
  3. ইনসাফ সমাবেশে ব্রিগেডে মিনাক্ষী-ধ্রুবজ্যোতি, ছুটির শহরে ভিড় বাম কর্মী-সমর্থকদের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.