কলকাতা, 9 অগস্ট: শিক্ষা থেকে স্বাস্থ্য ব্যবস্থা, ক্রমশ মুখ থুবড়ে পড়েছে রাজ্য ৷ এই দাবি করে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ঘোষণা করেছিলেন মিশন 360 ডিগ্রির । দল বিকল্প পথ দেখাবে বলে আশ্বস্ত করেছিলেন । সেই মতোই মানুষকে সাহায্যের লক্ষ্যে কলকাতায় একের পর এক জনস্বাস্থ্য কেন্দ্র খুলতে শুরু করল সিপিএম(cpm is opening several public health centres in kolkata)।
উত্তর ও দক্ষিণ মিলিয়ে মঙ্গলবার চারটি জন স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করল সিপিএম । উত্তর কলকাতায় দুটি ও দক্ষিণে দুটি । উত্তরে কাশিপুর এলাকায় জীবন সাহা স্বাস্থ্যকেন্দ্র, টালা এলাকায় অভিরাম রায় স্মৃতি পাঠাগার । বেহালায় শিরিটি এলাকায় নিরঞ্জন মুখার্জি (মুখোপাধ্যায়) বিকল্প চিকিৎসালয় এবং যাদবপুরে যাদবপুর বিকল্প স্বাস্থ্যকেন্দ্র ।
আরও পড়ুন : পার্টির হোল টাইমার ইস্যুতে দলীয় নেতাকে কড়া জবাব মীনাক্ষীর
করোনা পরিস্থিতি থেকেই অভিজ্ঞতা নিয়ে এবার দীর্ঘ পথ চলতে চাইছে লালঝাণ্ডা । বর্তমান সময়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দেখাতে কম পক্ষে 500-600 টাকা দিতে হয় । আছে বহু মূল্যের নানান পরীক্ষা-নিরীক্ষা সঙ্গে ক্রমশ ঊর্ধ্বমুখী ওষুধের দামের ধাক্কা ।
অন্যদিকে, সরকারি চিকিৎসা ব্যবস্থার রুগ্নতা । ফলে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার জোগাড় । আর এই পরিস্থিতি থেকেই মানুষকে মুক্তি দিতে শূন্য হয়ে যাওয়া সিপিএম বিভিন্ন এলাকায় খুলছে জন স্বাস্থ্যকেন্দ্র । এখানে সামান্য টাকায় মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ । শুধু তাই নয়, স্বল্প মূল্যে রক্তপরীক্ষা থেকে এক্স-রে বা অন্যান্য নিরীক্ষণ করতে পারবেন মানুষজন । একটা দুটো নয়, 20-25টি এমন স্বাস্থ্যকেন্দ্র খোলার লক্ষ্য নিয়েছে কলকাতা জেলা পার্টি । শুধু এখানেই থেমে থাকা নয় স্বল্পমূল্যে ওষুধ দেওয়ার পরিকল্পনাও আছে তাদের ।
আরও পড়ুন : ফাইলটা বের করব ? বিকাশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মমতার
এই বিষয়ে সিপিএম রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সুদীপ সেনগুপ্তের কথায়, রান্নার গ্যাস থেকে চাল-ডাল সবেরই দাম বাড়ছে । একদিকে সরকারের শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে আর অন্য দিকে বেসরকারি গ্রাসে গিয়েছে এই ক্ষেত্রগুলো । মানুষ নাজেহাল হচ্ছে প্রতি মুহূর্তে । তাই এই অবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে আমাদের এই বিকল্পের পথ চলা । আমরা চাই সরকারও এমন কিছু করুক । যেমন শ্রমজীবী ক্যান্টিনের আদলে মা ক্যান্টিন করেছিল বর্তমান রাজ্য সরকার তেমনই আমরা যে বিকল্প পথ দেখাচ্ছি সরকার তা অনুসরণ করুক ।
আরও পড়ুন : অশোক স্তম্ভের উদ্বোধনে কেন পুজো করলেন প্রধানমন্ত্রী, প্রশ্ন সিপিএমের