কলকাতা, 14 নভেম্বর: মন্ত্রীর প্রয়াণে মুছে গিয়েছিল রাজনৈতিক বিভেদ । দলমত নির্বিশেষে সকলেই ছুটে এসেছিসলেন সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে । কিন্তু রবিবার সুব্রতবাবুর শ্রাদ্ধানুষ্ঠান এবং স্মরণসভায় দলের ছোট-বড় সব নেতাকে দেখা গেলেও, এলেন না বাম এবং বিজেপির কোনও নেতাই ।
রবিবার একডালিয়া এভারগ্রিনে প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা-নেত্রীরা । ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুজিত বসু, শশী পাঁজা, কুণাল ঘোষ, গিয়াসউদ্দিন মোল্লা, মদন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রথম সারির নেতারা ।
বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা আব্দুল মান্নানও সুব্রতকে শ্রদ্ধা জানাতে আসেন । কিন্তু বাম এবং বিজেপির তরফে কাউকে দেখা যায়নি । তাঁদের এই অনুপস্থিতি নজর কেড়েছে সকলের, কারণ বাম-ডান সব মহলেই সমান ভাবে গ্রহণযোগ্য ছিলেন সুব্রত । তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল সব দলেই । তাই শ্রাদ্ধের দিনও একই সৌজন্য দেখা যাবে বলে মনে করা হয়েছিল । কিন্তু বাস্তবে তা হল না ।
এ নিয়ে সিপিএম নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ প্রতিক্রিয়া দিতে চাননি । তবে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘খোঁজ নিতে হবে ৷ আমার কাছে খবর আছে যে, সিনিয়র কেউ যেতে না পারলেও, দক্ষিণ কলকাতা জেলার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গিয়েছে ৷ তৃণমূল এনিয়ে মিথ্যা রাজনীতি করছে ৷’’
আরও পড়ুন: Firearms : প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার 2