ETV Bharat / state

CPIM on Panchayat Election: শিয়রে পঞ্চায়েত নির্বাচন, গ্রামাঞ্চলে ক্ষমতার বিকেন্দ্রীকরণে জোর সিপিআইএমের - সিপিআইএম

আসন্ন পঞ্চায়েত নির্বাচন ৷ আর এই নির্বাচনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে রাজ্য সিপিআইএমের ৷ ইটিভি ভারতকে সেকথা জানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) ৷

CPIM ETV Bharat
সিপিআইএম
author img

By

Published : Feb 26, 2023, 8:30 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: মাসছ'য়েক আগে থেকেই পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ সিপিআইএম (CPIM) । এখনই পঞ্চায়েত নির্বাচনে হলে সবরকমভাবে সিপিআইএম প্রস্তুত আছে বলে বারে বারে জানাচ্ছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ বাম নেতারা । সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষের কাছে নানান আবেদনের পাশাপাশি এক গুচ্ছ প্রস্তাব রাখার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ সিপিএমের রাজ্য কমিটি । সেই আবেদন এবং প্রস্তাবে কী রাখা হবে, তার একটি সাত পাতার খসড়া তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে ।

সূত্রের দাবি, ওই খসড়ার অন্যতম বিষয় সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত করে সকলের পঞ্চায়েত ব্যবস্থা পরিচালিত হবে । যেখানে গ্রাম সংসদের মাধ্যমে সকলেরই অংশগ্রহণ থাকবে । স্থানীয় কাজ রসদকে কাজে লাগিয়ে উন্নয়নমূলক কাজ হবে । শুধুমাত্র এক নেতা বা আমলার নির্দেশেই পঞ্চায়েত পরিচালিত হবে না । এককথায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে । সিপিআইএমের অভিযোগ, বাম আমলে যে ধারণায় রাজ্যে পঞ্চায়েতে ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, তা 2011 সালের পর থেকে আর নেই । নষ্ট করে দেওয়া হয়েছে । এখন কে কী পেল, কী পেল না, তা নিয়েই মত্ত সকলে ।

গোটাটাই ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থায় পরিণত হয়েছে বলে সিপিআইএমের দাবি। সমষ্টিগত উন্নয়ন বা কাজ হয় না। কোনওভাবেই স্থানীয় মানুষের অংশগ্রহণ বা মতামত প্রদানের অধিকার নেই । যে ধারনায় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, তা সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Salim) ।

তিনি ইটিভি ভারতকে বলেন, "2011 সালের পর থেকে রাজ্যের কোনও পঞ্চায়েতে গ্রাম সংসদ সভা হয় না । মানুষের মতামত প্রদানের সুযোগ নেই । স্থানীয় রসদকে ব্যবহার করা হয় না । আমরা অনেককে নিয়ে গড়ে ওঠা পঞ্চায়েত ব্যবস্থাকে আমিতে পরিণত করা হয়েছে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায়ই বলে থাকেন, আমি এটা করে দিয়েছি । সেটা করে দিয়েছি । আমরা তার বিরুদ্ধে । পঞ্চায়েত ব্যবস্থাকে আমি থেকে পুনরায় আমরায় ফেরানোর চেষ্টা করা হচ্ছে । যেখানে গ্রাম সংসদ সভা ডেকে সকলের মতামত নেওয়া হবে ।"

সূত্রের খবর, সিপিআইএমের ওই সাত পাতার খসড়া জেলার নেতাদের কাছে পাঠানো হয়েছে । তারা এখন খসড়ায় ভুল চিহ্নিত বা নতুন সংযোজন করে রাজ্য নেতৃত্বের কাছে পাঠাচ্ছেন । সেগুলোই সংশোধন করে মানুষের কাছে উপস্থাপন করা হবে । যাতে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ওঠা লুটপাটের অভিযোগের মোকাবিলা করে মানুষের পঞ্চায়েত গড়ে ওঠে ।

আরও পড়ুন: দলে এক বছরে 40 শতাংশ সদস্য বৃদ্ধি, দাবি বঙ্গ সিপিএম নেতৃত্বের

কলকাতা, 26 ফেব্রুয়ারি: মাসছ'য়েক আগে থেকেই পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ সিপিআইএম (CPIM) । এখনই পঞ্চায়েত নির্বাচনে হলে সবরকমভাবে সিপিআইএম প্রস্তুত আছে বলে বারে বারে জানাচ্ছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ বাম নেতারা । সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষের কাছে নানান আবেদনের পাশাপাশি এক গুচ্ছ প্রস্তাব রাখার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ সিপিএমের রাজ্য কমিটি । সেই আবেদন এবং প্রস্তাবে কী রাখা হবে, তার একটি সাত পাতার খসড়া তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে ।

সূত্রের দাবি, ওই খসড়ার অন্যতম বিষয় সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত করে সকলের পঞ্চায়েত ব্যবস্থা পরিচালিত হবে । যেখানে গ্রাম সংসদের মাধ্যমে সকলেরই অংশগ্রহণ থাকবে । স্থানীয় কাজ রসদকে কাজে লাগিয়ে উন্নয়নমূলক কাজ হবে । শুধুমাত্র এক নেতা বা আমলার নির্দেশেই পঞ্চায়েত পরিচালিত হবে না । এককথায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে । সিপিআইএমের অভিযোগ, বাম আমলে যে ধারণায় রাজ্যে পঞ্চায়েতে ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, তা 2011 সালের পর থেকে আর নেই । নষ্ট করে দেওয়া হয়েছে । এখন কে কী পেল, কী পেল না, তা নিয়েই মত্ত সকলে ।

গোটাটাই ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থায় পরিণত হয়েছে বলে সিপিআইএমের দাবি। সমষ্টিগত উন্নয়ন বা কাজ হয় না। কোনওভাবেই স্থানীয় মানুষের অংশগ্রহণ বা মতামত প্রদানের অধিকার নেই । যে ধারনায় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, তা সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Salim) ।

তিনি ইটিভি ভারতকে বলেন, "2011 সালের পর থেকে রাজ্যের কোনও পঞ্চায়েতে গ্রাম সংসদ সভা হয় না । মানুষের মতামত প্রদানের সুযোগ নেই । স্থানীয় রসদকে ব্যবহার করা হয় না । আমরা অনেককে নিয়ে গড়ে ওঠা পঞ্চায়েত ব্যবস্থাকে আমিতে পরিণত করা হয়েছে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায়ই বলে থাকেন, আমি এটা করে দিয়েছি । সেটা করে দিয়েছি । আমরা তার বিরুদ্ধে । পঞ্চায়েত ব্যবস্থাকে আমি থেকে পুনরায় আমরায় ফেরানোর চেষ্টা করা হচ্ছে । যেখানে গ্রাম সংসদ সভা ডেকে সকলের মতামত নেওয়া হবে ।"

সূত্রের খবর, সিপিআইএমের ওই সাত পাতার খসড়া জেলার নেতাদের কাছে পাঠানো হয়েছে । তারা এখন খসড়ায় ভুল চিহ্নিত বা নতুন সংযোজন করে রাজ্য নেতৃত্বের কাছে পাঠাচ্ছেন । সেগুলোই সংশোধন করে মানুষের কাছে উপস্থাপন করা হবে । যাতে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ওঠা লুটপাটের অভিযোগের মোকাবিলা করে মানুষের পঞ্চায়েত গড়ে ওঠে ।

আরও পড়ুন: দলে এক বছরে 40 শতাংশ সদস্য বৃদ্ধি, দাবি বঙ্গ সিপিএম নেতৃত্বের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.